বাংলাদেশের এই মন্দিরের মূল বিগ্রহ এখন কলকাতাতেই!
Hindu Temples in Bangladesh: প্রায় ৮০০ বছরের পুরনো মন্দিরের মূল বিগ্রহ টি ১৯৪৮ সালে দেশভাগ পরবর্তী দাঙ্গার সময়ে লুন্ঠনের হাত থেকে রক্ষা করতে গোপনে ঢাকা থেকে কলকাতায় সরিয়ে আনা হয়। তবে বাংলাদেশে যে ঢাকেশ্বরী মন্দিরটি বর্তমানে রয়েছে. সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের খুব কাছে অবস্থিত। এখনও রয়েছে লাল ও হালকা হলুদ রঙের নাটমন্দির, সৌধের সমষ্টি।

দীপ্তা দাস বাংলাদেশ। দেশের নামটাই এখন যথেষ্ট। প্রশ্ন। উদ্বেগ। অশান্ত। ধ্বংস। স্বাধীন। পরাধীন। রাজনীতি। কূটনীতি। অস্থিরতা। হিন্দুত্ব। সব কিছু নিয়ে সারা বিশ্বের পাখির চোখ এখন সবুজ-লাল পতাকার দেশটির দিকে। বাঙালি চেতনায় ভরা এই দেশটির কাছে কি নেই! সম্পত্তি, ধন, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম, চাষবাস কি নেই সেখানে। এমনকি এপার বাংলার থেকে ওপার বাংলায় হিন্দু মন্দিরের সংখ্যা প্রায় তিনগুণ বেশি। হিসেব বলছে, বাংলাদেশে রয়েছে প্রায় ৪০, ৪৩৮টি হিন্দু মন্দির। ২০১১ সালের এক সমীক্ষা বলছে, ভারতের এই প্রতিবেশী দেশ মুসলিম অধ্যুষিত দেশ হলেও, দেশের ৩৫০ জন হিন্দু পরিবার পিছু একটি করে মন্দির রয়েছে। ফলে এই দেশে মন্দিরের সংখ্যা প্রায় লক্ষাধিক। বাংলাদেশে জাতীয় ও সর্ববৃহত্ হিন্দু মন্দির রয়েছে...





