AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Makar Sankranti 2024: গঙ্গাসাগর নয়, বাড়িতেও সম্ভব পুণ্যস্নান! পৌষ সংক্রান্তিতে অনন্ত পুণ্য লাভ করুন ঠিক এভাবে

Holy Bath: শাহিস্নানের মাধ্যমে পূণ্যলাভ থেকে শুরু করে সূর্যপুজো, লক্ষ্মীপুজো, লোহরি উত্‍সবের মাধ্যমে পালিত হয় মতর সংক্রান্তি। এই সংক্রান্তিই বাঙালির কাছে পৌষ সংক্রান্তি নামে পরিচিত। সাধারণত, এদিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ জানুয়ারি, সোমবার সরাসরি মকর রাশিতে প্রবেশ করবে গ্রহরাজ।

Makar Sankranti 2024: গঙ্গাসাগর নয়, বাড়িতেও সম্ভব পুণ্যস্নান! পৌষ সংক্রান্তিতে অনন্ত পুণ্য লাভ করুন ঠিক এভাবে
| Updated on: Jan 14, 2024 | 5:05 PM
Share

রাত পোহালেই বাঙালির হেঁসেলে হেঁসেলে ঘন দুধ দিয়ে তৈরি পিঠেপুলি, সরুচাকলি, সেদ্ধ পিঠে তৈরি করার সুমিষ্ট গন্ধ বের হবে। বাঙালিদের মধ্যে এই উত্‍সবকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়, তেমনি গোটা ভারতেই এদিনকে নানানামে বিভিন্ন উপায়ে পালন করা হয়। শাহিস্নানের মাধ্যমে পূণ্যলাভ থেকে শুরু করে সূর্যপুজো, লক্ষ্মীপুজো, লোহরি উত্‍সবের মাধ্যমে পালিত হয় মতর সংক্রান্তি। এই সংক্রান্তিই বাঙালির কাছে পৌষ সংক্রান্তি নামে পরিচিত। সাধারণত, এদিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ জানুয়ারি, সোমবার সরাসরি মকর রাশিতে প্রবেশ করবে গ্রহরাজ।

মনে করা হয়, পৌষ সংক্রান্তির দিন থেকেই একটি যুগের সূচনা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু ও সূর্য দেবতার পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায়। এছাড়া এ দিনে পবিত্র স্নান করলেও অনন্ত পুণ্য পাওয়া যায়। তাই পৌষ সংক্রান্তির দিন গঙ্গাসাগর সঙ্গমে স্নানের জন্য ভিড় বাড়ে পূণ্যার্থীদের। এবছরও সেই ঘটনার কোনও ব্যতিক্রম ঘটেনি। রবিবার থেকেই শুরু হয়েছে গঙ্গাসাগরে শুরু হয়েছে পূণ্যার্থীদের ভিড়ে।

পৌষ সংক্রান্তির দিন পবিত্র স্নানে গুরুত্ব কী?

শাস্ত্রে বলা আছে যে সংক্রান্তির দিনে গঙ্গা, যমুনা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ মোচন হয়। তিনি মৃত্যুর পর বৈকুণ্ঠের বাসস্থান লাভ করেন ভক্তরা। এছাড়াও এই বিশেষ দিনে পবিত্র স্নান করলে জীবনে আসা নানা ধরনের বাধা দূর হয়। এর পাশাপাশি মকর সংক্রান্তির দিনে পবিত্র নদীর তীরে পিণ্ডদান, তর্পণ বা শ্রাদ্ধ অনুষ্ঠান করলে পিতৃপুরুষদের আত্মা শান্তি পায়। পিতৃ দোষের কারণে সমস্যায় থাকলে, সুফল পাওয়া যায় হাতেনাতে।

গঙ্গায় নয়, বাড়িতেও সম্ভব পূণ্যস্নান!

এ বছর মকর সংক্রান্তি সপ্তাহের প্রথম দিনেই পালিত হচ্ছে। তাই অনেকে মনে প্রশ্ন জাগতেই পারে, গঙ্গাসাগরে না গেলে তো পূণ্যস্নান হওয়া সম্ভব নয়, তা কিন্তু ঠিক নয়, শাহি স্নান করা যায় বাড়িতেও। এমনটা উল্লেখ রয়েছে । যদি কোনও ব্যক্তি কোনও কারণে পবিত্র নদীতে স্নান করতে অক্ষম হন তবে তিনি বাড়িতে স্নান করার সময় জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এই সময় গঙ্গাজলের সাথে তিল যোগ করতে পারেন। তাতে পবিত্র স্নানের মতো পুণ্য লাভ করে।

মকর সংক্রান্তির শুভ সময়

বৈদিক ক্যালেন্ডার অনুসারে, মকর সংক্রান্তির মুহূর্তটি হবে দুপুর ২টো ৫৫ মিনিটে। এ দিনে, শুভ সময় সকাল ৭টা ১৫ মিনিট বিকেল ৫টা ৪৪মিনিট পর্যন্ত হবে। মহা পুণ্যকাল সকাল ৭টা ১৫মিনিট থেকে ৯টা পর্যন্ত হবে। শ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিনে স্নান, দান ও মহাপুণ্যকালে পূজা করলে পুজো সফল হয়। সকল মনোবাঞ্ছা পূরণ হয়।