Monthly Shivaratri 2024: এমন দিন আর কখনও আসবে না! শিবঠাকুরের আশীর্বাদে ভাগ্য খুলবে এই প্রতিকারে
Special Astro Remedies: হিন্দু ক্যালেন্ডার মতে, প্রতি নাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মাসিক শিবরাত্রি। প্রতি বছর দুবার করে পালিত হয় শিবরাত্রি। তবে মাসিক শিবরাত্রির দিন বিশেষ আচার-অনুষ্ঠান মেনে ভোলেনাথকে পুজো করা হয়। তাতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়। এদিন অবিবাহিতারা পছন্দের বর খুঁজে পেতে সারাদিন নির্জলা উপবাস রাখেন।

শিবঠাকুর অল্পতেই তুষ্ট। সোমবার হল শিবপুজোর জন্য সেরা শুভ দিন। তবে হিন্দু ক্যালেন্ডার মতে, প্রতি নাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মাসিক শিবরাত্রি। প্রতি বছর দুবার করে পালিত হয় শিবরাত্রি। তবে মাসিক শিবরাত্রির দিন বিশেষ আচার-অনুষ্ঠান মেনে ভোলেনাথকে পুজো করা হয়। তাতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়। এদিন অবিবাহিতারা পছন্দের বর খুঁজে পেতে সারাদিন নির্জলা উপবাস রাখেন। শিবঠাকুরের আশীর্বাদ পেতে নামী-দামি কিছুই নিবেদন করতে হয় না। দুধ, সাদা মিষ্টি, বেলপাতা, ধুতুরা ফুল দিলেই সন্তুষ্ট হয়। মনে করা হয়, মাসিক শিবরাত্রির দিন উপবাস পালন করলে শিবঠাকুর ভীষণ প্রসন্ন হন। ভক্তদের মনস্কামনা পূরণ করেন।
মাসিক শিবরাত্রির দিন মন- শরীর ভক্তিভরে ভোলেনাথের আরাধনা করলে জীবন থেকে সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। তবে মাসিক শিবরাত্রির দিনে কীভাবে ভগবান শিবের পুজো করতে হয়, সেই শুভ ও পবিত্র তিথি ও সময় কখন কী হবে, তা জেনে নিন
তারিখ ও সময়
হিন্দি ক্যালেন্ডার অনুসারে, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পড়েছে আগামী ৪ জুন। এদিন রাত ১০টা ১ মিনিটে শুরু হবে ও ৫ জুন সন্ধ্যে ৭টা ৫৪ মিনিটে শেষ হবে। আগামী ৪ জুন মাসিক শিবরাত্রি উপবাস পালন করা হবে।
পুজো পদ্ধতি
মাসিক শিবরাত্রির দিনে, খুব ভোরে ঘুম থেকে উঠে দৈনন্দিন রুটিন থেকে বেরিয়ে উপবাসের তোরজোড় করুন। বাড়ির ঠাকুরঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গ পুজোর আয়োজন করুন। বিশেষ আচার মেনে এদিন শিবঠাকুর ও পার্বতীর পুজো করুন। শিবঠাকুরকে জল ও দুধ দিয়ে অভিষেক করা উচিত। অভিষেক করার পর পুজোর উপকরণে রাখুন ফুল, ফল, পঞ্চামৃত, বেলপাতা, ধুতুরা ও ধূপ ইত্যাদি। এরপর এদিনে শিব মন্ত্রগুলি জপ করা উচিত।
প্রতিকার
যদি বৈবাহিক জীবনে রোজকার অশান্তি-ঝামেলা থাকে, তাহলে এইদিনের প্রতিকার আপনার জীবনকে বদলে দিতে পারে। মাসিক শিবরাত্রির দিন ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা উচিত। এরপর পঞ্চাক্ষরী মন্ত্র ‘ওম নমঃ শিবায়’ এর সঙ্গে ‘ওম ভ্রম ভ্রম ভ্রম সা: রহে নমঃ’ মন্ত্রটি জপ করতে হবে। হিন্দুদের বিশ্বাস, এই প্রতিকার পূর্ণ ভক্তি সহকারে পালন করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যার অবসান হয়। সম্পর্কের মধ্যে মিষ্টতা বয়ে আনে।
মাসিক শিবরাত্রির দিন ভগবান শিবকে আখের রস দিয়ে অভিষেক করলে শনিদোষ থেকে মুক্তি পেতে পারেন। এর সঙ্গে শিবলিঙ্গে নিবেদন করুন ১১টি শমী পাতা ও শিব চালিশা পাঠ। বিশ্বাস মতে, ভোলেনাথকে শনিদেবের গুরু বলা হয়। শিবরাত্রির দিন এসব প্রতিকার করলে ব্যক্তির শনির ধাইয়া ও সাড়ে সাতির অশুভ প্রভাব অনেকটাই হ্রাস পায়।
