Indian Households: দুঃস্থদের নয়, ধর্মীয় প্রতিষ্ঠানে সবচাইতে বেশি অর্থ দান করেন ভারতীয়রাই!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 23, 2022 | 6:50 AM

Highest Donations: সারা পৃথিবীতেই বিভিন্ন ধর্মের ও ভাষাভাষীর মানুষ বাস করেন। পুণ্য লাভের আশায় প্রত্যেক ধর্মের মানুষই কিছু না কিছু অর্থ দান করেন। জানলে অবাক হবেন, পরিবার পিছু আয়ের শতকরা হিসেবে, ধর্মীয় সংস্থায় সবচাইতে বেশি অর্থ দান করেন ভারতীয়রা!

Indian Households: দুঃস্থদের নয়, ধর্মীয় প্রতিষ্ঠানে সবচাইতে বেশি অর্থ দান করেন ভারতীয়রাই!

Follow Us

২০২১-২২ সালে ২৩, ৭০০ কোটি টাকা দান করা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানে। এই বিপুল পরিমাণ অর্থ দান করেছে ভারতীয় পরিবারগুলি। সম্প্রতি অশোকা বিশ্ববিদ্যালয়ের করা এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে এই তথ্য। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ভারতের শহরে বসবাসকারী পরিবারের তুলনায় দানে এগিয়ে রয়েছে গ্রামের পরিবারগুলি। ১৮টি রাজ্যের ৮১ হাজার পরিবারের মধ্যে ওই সমীক্ষা চালানো হয়। ‘ভারত কীভাবে দান করে, ২০২০-২১’ শীর্ষক এক সমীক্ষা চালানো হয়েছিল অশোকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড ফিলানথ্রফি এবং কান্তার ওয়ার্ল্ড প্যানেল ডিভিশন-এর তরফে। দেখা যায় ভারতীয়রা মোটা অর্থ দান করেন নানা ধর্মীয় প্রতিষ্ঠানে।

সমীক্ষা থেকে প্রকাশ পেয়েছে, দুঃস্থদের দান করার ক্ষেত্রে প্রাথমিকভাবে ভারতীয়দের অন্যতম অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় ধর্মীয় বিশ্বাস। পরিবারের পরের প্রজন্মও একই ধারা অনুসরণ করে চলে। তবে সারা ভারতের মধ্যে দক্ষিণ ভারতীয়রা সবচাইতে বেশি অর্থ দান করে। এরপরে জায়গাটি দখল করে আছে পশ্চিম ভারতীয়রা। তবে একসঙ্গে একাধিক অর্থ দান করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে পূর্ব ও উত্তর ভারতীয়রা।

সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয়দের দ্বারা দান করা মোট অর্থের মধ্যে সরাসরি ধর্মীয় সংস্থায় অর্থদানের মাত্রা প্রায় ১৬ হাজার ৬০০ কোটি যা মোট দানের ৭০ শতাংশ। ভিক্ষুকদের দান করা হয়েছে প্রায় ২৯০০ কোটি যা মোট দানের ১২ শতাংশ। পরিবার ও বন্ধুদের দেওয়া দানের মাত্রা ২০০০ কোটি যা মোট দানের ৯ শতাংশ। ধর্মীয় সংস্থা নয় এমন প্রতিষ্ঠানে দানের পরিমাণ প্রায় ১১০০ কোটি যা মোট দানের ৫ শতাংশ। পরিবারের সদস্যদের দেওয়া দানের অর্থের মাত্রা ১০০০ কোটি যা মোট দানের প্রায় ৪ শতাংশ।

স্টাডি থেকে দেখা গিয়েছে ৬৪ শতাংশ পরিবার সরাসরি ধর্মীয় সংস্থায় দান করে। ৬১ শতাংশ দান করে ভিক্ষুকদের। দুঃস্থ পরিবার বা পারিবারের সদস্যদের দান করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সকলেই। মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে এই ধরনের দান করতে দেখা গিয়েছে।

পরিবারগুলি গড়ে যে অর্থ দান করে তার মধ্যে ৬৪ শতাংশ যায় ধর্মীয় প্রতিষ্ঠানে। ভিক্ষুকদের দেওয়া হয় ৬১ শতাংশ। পরিবার ও বন্ধুদের ৯ শতাংশ, ধর্মীয় প্রতিষ্ঠান নয় এমন সংস্থায় দেওয়া দানের পরিমাণ ৫ শতাংশ এবং পরিবারের সদস্যদের দেওয়া দানের মাত্রা ৪ শতাংশ।

তবে মজার ব্যাপার হল, উচ্চমাত্রার দান বা প্রায় ১০ হাজার টাকার বেশি বা ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা কিংবা ১ হাজার ১ টাকা থেকে ৫ হাজার টাকা সাধারণত দান করা হয় পরিবারের সদস্য বা বন্ধুদের। ১০০ টাকা মতো দান করা হয় সাধারণ ভিক্ষুকদের। ১০১ থেকে ৩০০ বা ৩০১ থেকে ৫০০ টাকা সাধারণত দান করা হয় ধর্মীয় এবং ধর্মীয় নয় এমন প্রতিষ্ঠানে!— প্রকাশ পেয়েছে সমীক্ষায়।

Next Article