AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janmashtami Puja Rituals: জন্মাষ্টমীতে এই ৭ কাজ করলেই পূর্ণ হবে মনস্কামনা!

Janmashtami Puja Rituals: জন্মাষ্টমী হিন্দুদের এক অত্যন্ত শুভ ও পুণ্য তিথি। এই দিন ভক্তরা উপোস করে শ্রীকৃষ্ণের পূজো করেন। ভজন এবং নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে কৃষ্ণভক্তি প্রকাশ করেন। বিশ্বাস, সঠিক নিয়ম মেনে জন্মাষ্টমী পালন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি আসে। এই দিন কী কী নিয়ম মানবেন?

Janmashtami Puja Rituals: জন্মাষ্টমীতে এই ৭ কাজ করলেই পূর্ণ হবে মনস্কামনা!
Image Credit: Veena Nair/Moment/Getty Images
| Updated on: Aug 14, 2025 | 7:19 PM
Share

জন্মাষ্টমী হিন্দুদের এক অত্যন্ত শুভ ও পুণ্য তিথি। এই দিন ভক্তরা উপোস করে শ্রীকৃষ্ণের পূজো করেন। ভজন এবং নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে কৃষ্ণভক্তি প্রকাশ করেন। বিশ্বাস, সঠিক নিয়ম মেনে জন্মাষ্টমী পালন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি আসে। এই দিন কী কী নিয়ম মানবেন?

১. শুদ্ধতা বজায় রাখা ভোরে স্নান সেরে পরিষ্কার ও ধোয়া কাপড় পরিধান করতে হবে। বাড়ি ও পূজাস্থান পরিষ্কার রাখতে হবে। শুদ্ধতা বজায় রাখা মানে শুধু বাহ্যিক নয়, অন্তরেরও পবিত্রতা। মনের মধ্যে হিংসা, রাগ, ঈর্ষা ইত্যাদি দূর করে শান্ত মন নিয়ে পুজোয় বসা উচিত।

২. উপোস করুন জন্মাষ্টমীতে উপবাস পালনকে অত্যন্ত শুভ বলা হয়েছে। কেউ কেউ নির্জলা উপবাস করেন, আবার কেউ ফলাহার বা দুধ-মিষ্টি গ্রহণ করে উপবাস সম্পন্ন করেন। বিশ্বাস করা হয়, এই উপবাস ভক্তের আত্মসংযম বাড়ায় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে।

৩. কৃষ্ণ নাম জপ ও ভজন করুন দিনভর বা অন্তত কয়েক ঘণ্টা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা অত্যন্ত ফলপ্রদ। “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে / হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে” মহামন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং মানসিক অশান্তি দূর হয়। সন্ধ্যায় বা রাত্রে ভজন-সন্ধ্যা আয়োজন করাও শুভ।

৪. কৃষ্ণলীলার কীর্তন ও পাঠ শ্রীমদ্ভগবত গীতা বা ভাগবত পুরাণের কৃষ্ণলীলার অংশ পাঠ ও শ্রবণ করলে জীবনে ধর্ম, নীতি ও সত্যের চেতনা জাগে। পরিবার ও সমাজে নৈতিকতা বজায় রাখতে এই পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. মধ্যরাত্রির জন্মলীলায় অংশগ্রহণ জন্মাষ্টমীর মূল আকর্ষণ হল মধ্যরাত্রির জন্মলীলার অনুষ্ঠান, কারণ বিশ্বাস করা হয়, কৃষ্ণ জন্মেছিলেন এই মুহূর্তে। সেই সময়ে শঙ্খধ্বনি, ঘণ্টা বাজানো, আরতি, ফুল ও তুলসী দিয়ে গোপালের পূজা করা শুভফলদায়ক।

৬. দান ও সেবা গরিব, অসহায় ও ভক্তদের মধ্যে খাবার, কাপড় বা প্রয়োজনীয় সামগ্রী দান করলে পূণ্য লাভ হয়। দানকে কৃষ্ণসেবার অংশ হিসেবে ধরা হয় এবং এটি সংসারে শান্তি আনতে সাহায্য করে।

৭. তুলসী পূজা ও অর্পণ তুলসী পাতা শ্রীকৃষ্ণের অতি প্রিয়। পূজায় তুলসী অর্পণ করলে ভগবান সন্তুষ্ট হন বলে বিশ্বাস। তুলসীকে স্নেহ ও শ্রদ্ধার সঙ্গে যত্ন করা জন্মাষ্টমীতে বিশেষ শুভ।