Putrada Ekadashi 2023: পুত্রদা একাদশীর উপবাসে মিলতে পারে শিব-বিষ্ণুর অপার আশীর্বাদ! কীভাবে করবেন পুজো, জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 26, 2023 | 9:30 AM

Date and Time: পুত্রদা একাদশী সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এ দিনে উপবাস করলে সন্তানের সুখ পাওয়ার পাশাপাশি সন্তানের জীবনে ঘটে সুখ-শান্তিও। শ্রাবণ শুক্লপক্ষের পুত্রদা একাদশী।

Putrada Ekadashi 2023: পুত্রদা একাদশীর উপবাসে মিলতে পারে শিব-বিষ্ণুর অপার আশীর্বাদ! কীভাবে করবেন পুজো, জানুন

Follow Us

হিন্দু ধর্ম মতে, বছরে আসা প্রতিটি একাদশীর নিজস্ব গুরুত্ব রয়েছে। জ্যোতিষ ও হিন্দুধর্মে শ্রাবণ শুক্ল পক্ষের একাদশী তিথি পুত্রদা একাদশী নামে পরিচিত। সাধারণত পুত্রদা একাদশী বছরে দুবার আসে। পৌষ মাসে ও শ্রাবণ মাসে পালিত হয়। বিশেষ করে বৈষ্ণবদের কাছে অত্যন্ত বিশেষ ব্রত-উপবাস। পুত্রদা একাদশী সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এ দিনে উপবাস করলে সন্তানের সুখ পাওয়ার পাশাপাশি সন্তানের জীবনে ঘটে সুখ-শান্তিও। শ্রাবণ শুক্লপক্ষের পুত্রদা একাদশী। এর গুরুত্ব ও পুজো পদ্ধতি কেমন হওয়া উচিত, তা জেনে নিন এখানে…

পুত্রদা একাদশী কখন পালিত হবে

পঞ্চাঙ্গ অনুসারে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ২৬ অগস্ট দুপুর ১২টা ৯ মিনিট থেকে শুরু হবে ও পরের দিন অর্থাৎ ২৬ অগস্ট রাত ৯টা ৩৩ মিনিট পর্যন্ত চলবে। উদয় তিথিতে একাদশী তিথির কারণে এই উপবাস শুধুমাত্র ২৭ অগস্ট পালন করা হবে। এছাড়াও ২৭ অগস্ট একটি খুব শুভ সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে। সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ৫টা ৫৬ মিনিটে শুরু হবে ও সকাল ৭টা ১৬ মিনিট পর্যন্ত থাকবে। তাই এই শুভ সময়ে পুজো করা খুবই ফলদায়ক হবে।

গুরুত্ব

বিশ্বাস অনুযায়ী পুত্রদা একাদশীর উপবাস করলে দারুণ ফল পাওয়া যায়। সন্তানের সুখে কেউ বাধার সম্মুখীন হলে এই রোজা রাখতে পারেন। সেই সঙ্গে উপবাস পালনের মাধ্যমে শিশুদের সকল কষ্টও দূর হয়। এর সঙ্গে শিশুর স্বাস্থ্যের উন্নতি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

পুজো  পদ্ধতি

সকালে ব্রাহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির মন্দিরে বা পুজোর ঘরে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর ভগবান বিষ্ণুকে গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। এর পরে ভগবান বিষ্ণুকে ফুল ও তুলসী নিবেদন করুন। এর পর উপবাসের মানত নিন। এছাড়াও তুলসী মালা নিবেদনের সঙ্গে সঙ্গে ওম বাসুদেবায় নমঃ ১০৮ বার জপ করুন। শেষে ভগবান বিষ্ণুর আরতি করুন। এ দিনে, ঈশ্বরকে শুধুমাত্র সাত্ত্বিক জিনিস নিবেদন করুন। পাশাপাশি, ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী অন্তর্ভুক্ত করুন। যদি এদিন রবিবার হয়, তাহলে আগে থেকে তুলসী পাতা ছিঁড়ে নিন।

Next Article