Pitru Paksha: পূর্বপুরুষের আশির্বাদ পেতে এই বিশেষ গাছের পুজো করুন!

Sep 30, 2024 | 8:40 PM

Pitru Paksha: স্কন্দপুরাণ মতে অশ্বত্থ গাছের মূলে থাকেন বিষ্ণুদেব, কাণ্ডে অবস্থান করেন কেশব, শাখায় বাস নারায়ণের, পাতায় থাকেন শ্রী হরি ও ফলমূলে অনান্য সব দেবতাদের বাস।

Pitru Paksha: পূর্বপুরুষের আশির্বাদ পেতে এই বিশেষ গাছের পুজো করুন!

Follow Us

হিন্দুশাস্ত্র মতে নানা গাছের নানা গুরত্ব রয়েছে। যেমন গুরুত্ব রয়েছে তুলসী,নিম প্রত্যেকটি গাছের। তেমনই অশ্বত্থগাছের বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্র মতে অশ্বত্থগাছ দেবদেবী ও পূর্বপুরুষদের বসবাসের জায়গা। তাই পিতৃপক্ষে এই গাছকে পুজো করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়।

স্কন্দপুরাণ মতে অশ্বত্থ গাছের মূলে থাকেন বিষ্ণুদেব, কাণ্ডে অবস্থান করেন কেশব, শাখায় বাস নারায়ণের, পাতায় থাকেন শ্রী হরি ও ফলমূলে অনান্য সব দেবতাদের বাস। তাই পিতৃপক্ষে এই গাছের পুজো করলে নারায়ণ প্রসন্ন হন। পুজো করার সঙ্গেই বেশ কিছু প্রতিকার করলে পূর্বপুরুষদেরও আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু কোন প্রতিকার করলে মিলবে পূর্বপুরুষদের আশির্বাদ? জেনে নিন।

১। পিতৃপক্ষ চলাকালীন সন্ধ্যেবেলা অশ্বত্থ গাছের কাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের স্মরণ করা উচিত। শেষে ওই প্রদীপ পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করতে হবে। এতে জীবনে সুখ-সমৃদ্ধি ফিরে আসে।

এই খবরটিও পড়ুন

২। পিতৃপক্ষে অশ্বত্থ গাছের নিচে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন। এতে হনুমানজী প্রসন্ন হন। বজরংবলীর আশির্বাদে জীবনে দুঃখ কষ্ট দূর হবে।

৩। মহালয়ার দিন অশ্বত্থ গাছের পুজো করে গাছকে সাতবার পরিক্রমা করতে হবে। সঙ্গে কালো তিল মেশানো সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। এতে শনির প্রকোপের হাত থেকে রক্ষা পাওয়া যায়। পিতৃপুরুষ প্রসন্ন হবেন।

৪। এই সময়, নিয়মিত সকালে স্নান করার পরে খাবার ও জল গ্রহণ করুন। এরপর পূর্বপুরুষদের স্মরণ করে অশ্বত্থ গাছকে সাতবার প্রদক্ষিণ করুন। এতে পূর্বপুরুষরা খুশি হন। পিতৃপুরুষরা তুষ্ট হলে সুখী-সমৃদ্ধির আশীর্বাদ দেন।

Next Article