Shani Dev: আপনি বাড়িতেই লুকিয়ে আছে শনি, কী করে তাঁকে চিনবেন?
Shani Dev: জ্যোতিষ শাস্ত্র কিন্তু বলছে শনি লুকিয়ে আছে আপনার বাড়ির মধ্যেই। বিশেষজ্ঞদের মতে বাড়িতে যে সবচেয়ে বেশি দৈহিক পরিশ্রম করেন, তিনিই শনিকে প্রতিনিধিত্ব করেন।
1 / 8
শনির নাম শুনলেই ভয় পাই আমরা। কারও খারাও সময় চললেও বলা হয় 'শনির দশা'। আবার শনির সাড়ে সাতি চললেও চরম দুর্ভোগ নেমে আসে কপালে।
2 / 8
আমরা সকলেই চাই শনির প্রভাব থেকে দূরে থাকতে পারি। কারণ তাঁর নেতিবাচক শক্তির প্রভাব ভয়ংকর। কিন্তু কে এই শনিদেব, চেনেন তাঁকে?
3 / 8
জ্যোতিষ শাস্ত্র কিন্তু বলছে শনি লুকিয়ে আছে আপনার বাড়ির মধ্যেই। বিশেষজ্ঞদের মতে বাড়িতে যে সবচেয়ে বেশি দৈহিক পরিশ্রম করেন, তিনিই শনিকে প্রতিনিধিত্ব করেন।
4 / 8
হতে পারেন সেই ব্যাক্তি আপনার বাবা-মা, ভাই-বোন বা আপনি নিজেই। এমনকি আপনার বাড়িতে যদি কোনও পরিচারিকা থাকেন, তিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেন, তাহলেও তিনিও হতে পারেন শনি।
5 / 8
কী ভাবে সন্তুষ্ট রাখবেন শনিকে? জ্যোতিষ শাস্ত্র বলছে সেই ব্যাক্তিকে সন্তুষ্ট রাখতে পারলে, বাড়ির শনিকে খুশি রাখা সম্ভব। বিশেষ করে শনির মহাদশা চলার সময় এটি খুবই গুরুত্বপূর্ণ।
6 / 8
শনির মহাদশা চললে, সেই প্রভাব কাটাতে বাড়িতে প্রতি শনিবার একটি টোটকা করুন। অশ্বত্থ গাছের তলায় প্রতি শনিবার সর্ষের তেল এবং কালো তিল দিয়ে একটি প্রদীপ জ্বালান।
7 / 8
শনি পুরাণে উল্লেখ আছে, যখন শনিদেবকে বিতারিত করা হয়েছিল, তখন তাঁকে আশ্রয় দিয়েছিলেন কাকেরা। কাক সমাজে ঝাড়ুদার পাখি হিসাবে পরিচিত।
8 / 8
তাই মনে করা হয়, আপনার থেকে আর্থিক বা সামাজিক দিক থেকে পিছিয়ে রয়েছে এমন ব্যাক্তিকে সাহায্য করলে, তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করলে, খুশি রাখলে শনির কুপ্রভাব কম থাকে।