Shani Dev: আপনি বাড়িতেই লুকিয়ে আছে শনি, কী করে তাঁকে চিনবেন?

Dec 20, 2024 | 12:21 PM

Shani Dev: জ্যোতিষ শাস্ত্র কিন্তু বলছে শনি লুকিয়ে আছে আপনার বাড়ির মধ্যেই। বিশেষজ্ঞদের মতে বাড়িতে যে সবচেয়ে বেশি দৈহিক পরিশ্রম করেন, তিনিই শনিকে প্রতিনিধিত্ব করেন।

1 / 8
শনির নাম শুনলেই ভয় পাই আমরা। কারও খারাও সময় চললেও বলা হয় 'শনির দশা'। আবার শনির সাড়ে সাতি চললেও চরম দুর্ভোগ নেমে আসে কপালে।

শনির নাম শুনলেই ভয় পাই আমরা। কারও খারাও সময় চললেও বলা হয় 'শনির দশা'। আবার শনির সাড়ে সাতি চললেও চরম দুর্ভোগ নেমে আসে কপালে।

2 / 8
আমরা সকলেই চাই শনির প্রভাব থেকে দূরে থাকতে পারি। কারণ তাঁর নেতিবাচক শক্তির প্রভাব ভয়ংকর। কিন্তু কে এই শনিদেব, চেনেন তাঁকে?

আমরা সকলেই চাই শনির প্রভাব থেকে দূরে থাকতে পারি। কারণ তাঁর নেতিবাচক শক্তির প্রভাব ভয়ংকর। কিন্তু কে এই শনিদেব, চেনেন তাঁকে?

3 / 8
জ্যোতিষ শাস্ত্র কিন্তু বলছে শনি লুকিয়ে আছে আপনার বাড়ির মধ্যেই। বিশেষজ্ঞদের মতে বাড়িতে যে সবচেয়ে বেশি দৈহিক পরিশ্রম করেন, তিনিই শনিকে প্রতিনিধিত্ব করেন।

জ্যোতিষ শাস্ত্র কিন্তু বলছে শনি লুকিয়ে আছে আপনার বাড়ির মধ্যেই। বিশেষজ্ঞদের মতে বাড়িতে যে সবচেয়ে বেশি দৈহিক পরিশ্রম করেন, তিনিই শনিকে প্রতিনিধিত্ব করেন।

4 / 8
হতে পারেন সেই ব্যাক্তি আপনার বাবা-মা, ভাই-বোন বা আপনি নিজেই। এমনকি আপনার বাড়িতে যদি কোনও পরিচারিকা থাকেন, তিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেন, তাহলেও তিনিও হতে পারেন শনি।

হতে পারেন সেই ব্যাক্তি আপনার বাবা-মা, ভাই-বোন বা আপনি নিজেই। এমনকি আপনার বাড়িতে যদি কোনও পরিচারিকা থাকেন, তিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেন, তাহলেও তিনিও হতে পারেন শনি।

5 / 8
কী ভাবে সন্তুষ্ট রাখবেন শনিকে? জ্যোতিষ শাস্ত্র বলছে সেই ব্যাক্তিকে সন্তুষ্ট রাখতে পারলে, বাড়ির শনিকে খুশি রাখা সম্ভব। বিশেষ করে শনির মহাদশা চলার সময় এটি খুবই গুরুত্বপূর্ণ।

কী ভাবে সন্তুষ্ট রাখবেন শনিকে? জ্যোতিষ শাস্ত্র বলছে সেই ব্যাক্তিকে সন্তুষ্ট রাখতে পারলে, বাড়ির শনিকে খুশি রাখা সম্ভব। বিশেষ করে শনির মহাদশা চলার সময় এটি খুবই গুরুত্বপূর্ণ।

6 / 8
শনির মহাদশা চললে, সেই প্রভাব কাটাতে বাড়িতে প্রতি শনিবার একটি টোটকা করুন। অশ্বত্থ গাছের তলায় প্রতি শনিবার সর্ষের তেল এবং কালো তিল দিয়ে একটি প্রদীপ জ্বালান।

শনির মহাদশা চললে, সেই প্রভাব কাটাতে বাড়িতে প্রতি শনিবার একটি টোটকা করুন। অশ্বত্থ গাছের তলায় প্রতি শনিবার সর্ষের তেল এবং কালো তিল দিয়ে একটি প্রদীপ জ্বালান।

7 / 8
শনি পুরাণে উল্লেখ আছে, যখন শনিদেবকে বিতারিত করা হয়েছিল, তখন তাঁকে আশ্রয় দিয়েছিলেন কাকেরা। কাক সমাজে ঝাড়ুদার পাখি হিসাবে পরিচিত।

শনি পুরাণে উল্লেখ আছে, যখন শনিদেবকে বিতারিত করা হয়েছিল, তখন তাঁকে আশ্রয় দিয়েছিলেন কাকেরা। কাক সমাজে ঝাড়ুদার পাখি হিসাবে পরিচিত।

8 / 8
তাই মনে করা হয়, আপনার থেকে আর্থিক বা সামাজিক দিক থেকে পিছিয়ে রয়েছে এমন ব্যাক্তিকে সাহায্য করলে, তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করলে, খুশি রাখলে শনির কুপ্রভাব কম থাকে।

তাই মনে করা হয়, আপনার থেকে আর্থিক বা সামাজিক দিক থেকে পিছিয়ে রয়েছে এমন ব্যাক্তিকে সাহায্য করলে, তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করলে, খুশি রাখলে শনির কুপ্রভাব কম থাকে।

Next Photo Gallery