Sawan 2023: সামনেই শ্রাবণ মাস, রোগ-বিয়োগ থাকতে শিবলিঙ্গ অভিষেক করার সময় জলে মেশান এই জিনিস…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 21, 2023 | 4:26 PM

Shiva Worship: শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করা শুভ। সেই সঙ্গে ভোলেনাথকে খুশি করতে ও তাঁর আশীর্বাদ পেতে বিশেষ কিছু নিয়ম মেনে চলে। সেই নিয়মগুলি কী কী, তা জেনে নিন এখানে...

Sawan 2023: সামনেই শ্রাবণ মাস, রোগ-বিয়োগ থাকতে শিবলিঙ্গ অভিষেক করার সময় জলে মেশান এই জিনিস...

Follow Us

হিন্দু ধর্ম মতে, শাওয়ান মাসকে শ্রাবণ মাসও বলা হয়। ধর্মীয় দৃষ্টিতে শাওয়ান মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে, এই সময়েই মহাদিদেব সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ করেন। এই কারণে ভক্তরা আরাধ্য ভগবান শিবকে খুশি করার চেষ্টা করতে বহু নিয়ম মেনে চলেন। শ্রাবণ মাসে সোমবার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। বিশ্বাস করা হয় যে প্রতিটি দিনই কোনও না কোনও দেবতার দিন। সোমবারকে ভোলেনাথের দিন বলা হয়, তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করা শুভ। সেই সঙ্গে ভোলেনাথকে খুশি করতে ও তাঁর আশীর্বাদ পেতে বিশেষ কিছু নিয়ম মেনে চলে। সেই নিয়মগুলি কী কী, তা জেনে নিন এখানে…

শ্রাবণ মাসে ভোলেনাথকে খুশি করার সেরা উপায়।

জ্যোতিষী বৈভবের মতে, এবার শ্রাবণ মাস প্রায় ২ মাস ধরে পালিত হবে। এ বছর ৪ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। চলবে ৩১ অগস্ট পর্যন্ত। এবার শাওয়ান মাসে মোট ৮টি সোমবার পালিত হবে।

জ্যোতিষী ভগবান শিবকে খুশি করার জন্য বেশ কয়েকটি সহজ ও গুরুত্বপূর্ণ ব্যবস্থা মেনে চলা উচিত। সেগুলি কী কী, তা জেনে নেওয়া প্রয়োজন…

জ্যোতিষীর মতে, সম্পদ পেতে শ্রাবণের সোমবার ভগবান শিব ও দেবী পার্বতীর সামনে কেশর মেশানো ক্ষীর নিবেদন করা যেতে পারে। ডালিমের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাও শুভ। এতে সুখ ও সমৃদ্ধি আসবে ও অর্থের অভাব হবে না কখনও।

দ্বিতীয় প্রতিকার হল রোগ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া। জ্যোতিষীদের মতে, রোগ, দুশ্চিন্তা, বিষণ্ণতা বা শত্রু ব্যথা থেকে মুক্তি পেতে, শ্রাবণ মাসে জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা যেতে পারে। গোটা শ্রাবণ মাসেই এই প্রতিকার মেনে চলতে পারেন।

ভোলেনাথকে খুশি করে বিবাহিত জীবনকে শক্তিশালী করার ব্যবস্থাও নেওয়া যেতে পারে। বিবাহিত জীবনকে মজবুত করতে স্বামী ও স্ত্রীর উচিত গোটা শ্রাবণ মাসের সমস্ত সোমবারে পঞ্চামৃত দিয়ে ভগবান শিব ও দেবী পার্বতীর অভিষেক করা।

বিবাহে বিলম্ব হলে শ্রাবণ মাসের সব সোমবার উপবাস পালন করা যায়। জলভর্তি কলসিতে কিছু গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। জ্যোতিষ মতে, এই কাজ করলে বিবাহের সম্ভাবনা তৈরি হতে শুরু করে।

চাকরি ও ব্যবসায় উন্নতির জন্যও রয়েছে একটি বিশেষ প্রতিকার। জ্যোতিষীর মতে, শ্রাবণ মাস জুড়ে ভগবান শিব ও দেবী পার্বতীর পূজা করুন। শ্রাবণ মাসের শেষ সোমবার দেবী পার্বতীকে রুপোর পায়ের পাতা উৎসর্গ করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই প্রক্রিয়া করে ব্যবসায় প্রচুর লাভ আনতে পারেন।

চাকরি পাওয়ার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য প্রতি শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে ১১টি গোটা বেলপত্রে মধু নিবেদন করতে পারেন।

 

Next Article