Solar Eclipse 2022: গ্রহ-নক্ষত্রের উপর মারাত্মক প্রভাব ফেলবে এবারের সূর্যগ্রহণ! জ্যোতিষমতে, ভারতের ভবিষ্যত কেমন, জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 16, 2022 | 11:22 PM

Eclipse Inauspicious Effect: ভারতে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ২.২৯ মিনিটে এবং শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬.১৫ মিনিটে।

Solar Eclipse 2022: গ্রহ-নক্ষত্রের উপর মারাত্মক প্রভাব ফেলবে এবারের সূর্যগ্রহণ! জ্যোতিষমতে, ভারতের ভবিষ্যত কেমন, জানুন

Follow Us

আগামী ২৫ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে। এটিই হবে বছরের শেষ সূর্যগ্রহণ। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে তুলা রাশির স্বাতী নক্ষত্রে মঙ্গলবার এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভাস্করের মতে, তুলা রাশিতে সূর্য প্রবেশ করায় সোনার দাম বাড়বে চর চর করে। বৃহৎসংহিতার রাহু-চতুর্থ অধ্যায় অনুসারে তুলা রাশিতে গ্রহণ থাকলে উজ্জয়িনী ও তার পার্শ্ববর্তী অঞ্চল (বর্তমানে মধ্যপ্রদেশ), বণিক শ্রেণী, মারু ও কচ্ছ অঞ্চলের (বর্তমান গুজরাট, রাজস্থানে সিন্ধু প্রদেশ বলা হয়) এবং পাকিস্তানের বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হবে।

কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ, কেমন প্রভাব পড়বে

সূর্যগ্রহণের কয়েকদিন পরে, সরকারি সংস্থাগুলির পদক্ষেপে ব্যবসায়ী শ্রেণী এবং ধনী ব্যক্তিদের কিছুটা সমস্য়ায় ফেলতে পারে। তুলা রাশির অধীন ঊড়দ, রাজমা, যব, গম, সরিষা ইত্যাদির দাম বাড়বে। ভারতে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ২.২৯ মিনিটে এবং শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬.১৫ মিনিটে। ভারত ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য এশিয়া এবং উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং উত্তর ভারত মহাসাগরে এই গ্রহণ দেখা যাবে।

এই সূর্যগ্রহণ ইউরোপের দেশগুলোর জন্য ভাল নয়

সূর্যগ্রহণের কয়েকদিনের মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ভয়াবহ রূপ নিতে পারে। গ্রহণের সময় তুলা রাশিতে কেতু ও শুক্রের সঙ্গে তুলা রাশিতে সূর্য ও চন্দ্রের মিলনের কারণে এই গ্রহণের প্রাদুর্ভাব পশ্চিম দিকে বেশি হবে। শনির দশম দৃষ্টি মকর রাশিতে গমনের কারণে সূর্য ও চন্দ্রগ্রহণের সময় বিশেষ যন্ত্রণার ঘটনা দেখা যাবে। এর জেরে ইউরোপে দুর্ভিক্ষ অর্থাৎ খাদ্যশস্যের ঘাটতি ও যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।

ইরান-পাকিস্তানে সহিংস আন্দোলন হবে

গুজরাটের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে। ইরানে কর্কট রাশির চতুর্থ ঘরে পীড়িত করে, এই সূর্যগ্রহণ সেখানে নারীদের হিজাবের বিরুদ্ধে আন্দোলনকে হিংস্র করে তুলতে পারে। গ্রহণের সময় শুক্র সূর্য থেকে সম্পূর্ণরূপে অস্তমিত হওয়া এবং শনির দশম দৃষ্টিতে ভোগা জ্যোতিষশাস্ত্রে নারীর বিরুদ্ধে সবচেয়ে নিষ্ঠুরতম অপরাধ বলে অভিহিত করছে। যার বিশেষ প্রভাব ইরান, পাকিস্তান এবং ভারতের পশ্চিমাঞ্চলে দেখা যাবে। ইরানের ইসলামী মৌলবাদী সরকার নারী আন্দোলনকারীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা ও সমালোচনার সম্মুখীন হতে বাধ্য হবে। পাকিস্তানের মেষ রাশির রাশির সপ্তম ঘরে তুলা রাশির গ্রহণ সেখানে রাজনৈতিক সহিংসতার যোগফল তৈরি করছে।

সরকার বড় পদক্ষেপ নিতে পারে, বড় ব্যক্তিত্বরা অস্থির হবেন

গ্রহণের সময়ে গঠিত রাশিতে মীন রাশির উত্থান হচ্ছে, যেখানে বুধ এবং শনি বিপরীতমুখী বৃহস্পতির উপর দৃষ্টি থাকবে। এমতাবস্থায় সরকারের নতুন অর্থনৈতিক নীতি এবং সরকারি সংস্থার ‘মানি লন্ডারিং’ মামলায় পদক্ষেপ কিছু বড় ব্যক্তিত্বের ওপর সংকটের মেঘ ঢেকে যাবে। এছাড়া গ্রহণ রাশিতে অষ্টম ঘরে সূর্য ও চন্দ্র, চতুর্থে মঙ্গল ও ধন এবং রাহু বড় নেতাদের জন্য কিছু অশুভ লক্ষণ দিচ্ছে। দীপাবলির পরের দিন মঙ্গলবার হতে যাওয়া এই সূর্যগ্রহণ দুর্নীতির বিরুদ্ধে সরকারের কিছু বড় পদক্ষেপের জ্যোতিষশাস্ত্রীয় ইঙ্গিত দিচ্ছে।

Next Article