AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janmashtami 2025: জন্মাষ্টমীতে কোন মন্ত্রচ্চারণ না করলে সম্পূর্ণ হয় না ব্রত পালন?

Janmashtami 2025 Mantras: জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনের বাধা দূর হয়, সৌভাগ্য আসে। কিন্তু জন্মাষ্টমীর পুজোর দিনে ব্রত পালনের সময় কোন মন্ত্রোচ্চারণ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় জানেন?

Janmashtami 2025: জন্মাষ্টমীতে কোন মন্ত্রচ্চারণ না করলে সম্পূর্ণ হয় না ব্রত পালন?
Image Credit: Sunil Ghosh/HT via Getty Images
| Updated on: Aug 15, 2025 | 4:22 PM
Share

রাত ফুরোলেই জন্মাষ্টমী। সারা ভারত জুড়ে ধুমধাম করে পালিত হবে সৃষ্টিকর্তা বিষ্ণুর শ্রীকৃষ্ণ অবতারে জন্মগ্রহণের তিথি। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষেত অষ্টমীতিথিতে এই ধরাধামে এসেছিলেন শ্রীকৃষ্ণ। প্রতিষ্ঠা করেছিলে ধর্মের। এই দিন ভালবেসে নিজের গোপালের জন্য নানা আয়োজন করা হয়। বিশ্বাস এই পবিত্র দিনে ধর্মের রক্ষক ও অধর্মের বিনাশকারী শ্রীকৃষ্ণের জন্ম। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনের বাধা দূর হয়, সৌভাগ্য আসে। কিন্তু জন্মাষ্টমীর পুজোর দিনে ব্রত পালনের সময় কোন মন্ত্রোচ্চারণ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় জানেন?

১. ওঁ শ্রী কৃষ্ণঃ শরণম মমঃ – অর্থাৎ তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সারকথা, ঈশ্বরীয় ও শুভশক্তির প্রতিমূর্তি; তিনি আমার রক্ষক ও পথপ্রদর্শক।

২. ওঁ নমো ভগবতে বাসুদেবায় – আমি প্রণাম জানাই ভগবান বাসুদেব (কৃষ্ণ)কে, যিনি সর্বত্র বিরাজমান।

৩. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে – এটি মন্ত্র কৃষ্ণ ও রামের নাম জপের মাধ্যমে আত্মিক আনন্দ ও মোক্ষের পথে নিয়ে যায়।

৪. ওঁ কালী কৃষ্ণায় নমঃ – এই মন্ত্র সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় রূপ ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ করে—যিনি ঈশ্বরীয় প্রেমের প্রতিমূর্তি এবং সকল প্রাণীকে তাঁর দিকে আকর্ষণ করেন।

বিশ্বাস, জন্মাষ্টমীতে এই মন্ত্রগুলো জপ করলে ইতিবাচক শক্তি সৃষ্টি হয় এবং মন প্রফুল্ল হয়। মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়।