শিব (Lord Shiva) হিন্দুধর্মের অন্যতম প্রধান দেবতা। ঈশ্বরের সৃজন, পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতারূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন। শিবপুরাণ, লিঙ্গপুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বররূপে বন্দিত হয়েছেন। হিন্দু ক্যালেন্ডার (Hindu Calender) অনুসারে, বছরের পঞ্চম মাস হল দেবতাদের প্রিয় মাস, অর্থাৎ শ্রাবণ মাস। এই বছর ১৪ জুলাই শুরু হচ্ছে শ্রাবণ মাস (Sawan Month 2022)। পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাস জুড়ে শিব শম্ভুর বিশেষ পূজা করা হয়, তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচার্য্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। তাই এই মাসে নিষ্ঠা সহকারে কয়েকটি বিশেষ নিয়ম পালন করে দেবাদিদেব মহাদেব ও মাতা গৌরী তুষ্ট হন সহজেই। তাই মহাদিদেবের পছন্দ অনুযায়ী পুজোয় কোন কোন জিনিস ব্যবহার করবেন, তা জেনে নিন…
কাঁচা দুধ
শিবের পুজোয় কাঁচা দুধ বিশেষভাবে ব্যবহার করা হয়। কাঁচা দুধ ঠান্ডা অবস্থায় শিবলিঙ্গের উপর ঢাললে তা শুভ বলে মনে করা হয়। শিবকে শান্ত করতেই এই অসাধারণ উপায়। জীবনে সুখ-শান্তি পেতে ও চন্দ্রের দোষ কাটাতে এই পদ্ধতি অবশ্যই মেনে চলা উচিত। আপনি দুধের বদলে দই ব্যবহার করেন তাহলে আপনার মধ্যে জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটবে। সামনের দিনের বিপর্যয়গুলিও কাটিতে উঠতে সক্ষম হবেন।
ঘি
শিবলিঙ্গে ঘি প্রদান করলে তা শুভ বলে মানা হয়। গরুর দুধ থেকে তৈরি ঘি সবচেয়ে ভাল বলে মনে করা হয়। শিবলিঙ্গে ঘি নিবেদন করলে আধ্যাত্মিক শক্তি উত্পন্ন হয়। পাশাপাশি শক্তি ও সাহস বৃদ্ধি পায়। সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করার অসীম শক্তি বিকাশ ঘটে।
চন্দন
শিবের প্রিয় জিনিসগুলির মধ্যে চন্দ্ন অন্যতম। শিবলিঙ্গে চন্দন নিবেদন করলে নিজ নিজ রাশি অনুযায়ী ব্যক্তিত্বের উন্নতি ঘটে। এতে আত্মসম্মানও বাড়ে। সর্পদোষ কাটিয়ে উঠতে সক্ষম হন ভক্তরা।
মধু
শিব পুজোয় মধু নিবেদন করলে ব্যক্তির কথাবার্তায় মাধুর্য আসে। মধু প্রয়োগে জীবন হয় ধন্য। এছাড়া কৃষিক্ষেত্রে ফসল ও শস্য উত্পন্ন বৃদ্ধি পায়। এই উপাদান নিবেদনের কারণে সব রোগভোগের নিরাশ হয়।
গাঁজা
গাঁজা বেআইনি হলেও শিবপুজোয় এই উপাদান মাস্ট। এছাড়া শিবের অত্যন্ত প্রিয় জিনিসগুলির মধ্যে গাঁজা হল অন্যতম। শিবপুজোয় গাঁজা নিবেদন করাও উপকারী। এতে ভক্তের দোষ-ত্রুটি অনেকাংশই হ্রাস পায়। শিবের অফুরন্ত আশীর্বাদ মেলে। শিবলিঙ্গে অর্পন করা হলে ভগবানের আশীর্বাদ মেলে দ্রুত।
গঙ্গাজল
ভগবান শিবের পুজোয় গঙ্গাজল অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উপকরণ। শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করলে সব দোষগুলি বিনা ঘটে। স্বাস্থ্যকর রাখতেও মহাদিদেবের পুজোয় গঙ্গাজল রাখা উচিত। জীবনে সমৃদ্ধি পেতে ও সুখ-শান্তি বজায় রাখতে এই উপকরণ মিস করলে চলবে না।
সুগন্ধি
শিবপুজোয় সুগন্ধি ব্যবহার করা হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চিন্তায় পবিত্র ও জ্ঞানীভাব সৃষ্টি হয়। খারাপ সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা হয়। সুগন্ধি ধুব দরকারি বলে মনে হয়। এর ব্যবহারেও শান্তি বজায় থাকে সংসারে। পরিবেশ শুদ্ধ করতে বিশেষ করে এই সুগন্ধির ব্যবহার করা হয়।
চিনি
জীবনে অর্থকষ্ট দূর করতে শিবের পুজোয় নৈবেদ্য হিসেবে চিনি প্রদান করতে পারেন। চিনি ব্যবহারে সম্পর্কের মধ্যে ভালবাসা ও সহযোগিতা বজায় থাকে।