Sawan 2023: শ্রাবণের শেষ সোমবারে উপবাস করবেন? মহাদেবের কৃপা পেতে এভাবে শিবলিঙ্গে করুন অভিষেক

Sawan 2023: এবছর মলমাস পালিত হওয়ায় টানা দুমাস ধরে অনুষ্ঠিত হয়েছে শ্রাবণ মাস। তবে আগামী সোমবার হবে শ্রাবণ মাসের শেষ সোমবার।

Sawan 2023: শ্রাবণের শেষ সোমবারে উপবাস করবেন? মহাদেবের কৃপা পেতে এভাবে শিবলিঙ্গে করুন অভিষেক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 11:05 AM

হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ক্যালেন্ডার অনুসারে, শেষ হয়েছে শ্রাবণ মাস। তবে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, গোটা মাসজুড়ে ভগবান শিবের বিশেষ আরাধনা করা হয়। হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এবছর মলমাস পালিত হওয়ায় টানা দুমাস ধরে অনুষ্ঠিত হয়েছে শ্রাবণ মাস। তবে আগামী সোমবার হবে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই শিবের কৃপা পাওয়ার প্রচুর সুযোগ রয়েছে আগামী সোমবারেই। চলতি মাসের শেষ সোম প্রদোষ উপবাস পালিত হবে ২৮ অগস্ট। শ্রাবণ সোমবার ও সোম প্রদোষ একসঙ্গে উপবাস করার কারণে এই দিনটি খুবই বিশেষ হয়ে উঠেছে। ফল পেতে পারেন চারগুণ।

প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। এবার ২৮ অগস্ট শ্রাবণ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি।এদিন সন্ধ্যে ৬টা ৪৮ মিনিটে শুরু হবে ও ২৯ অগস্ট দুপুর ২টা ৪৫ মিনিটে শেষ হবে।

পুজো করার সেরা সময়: ২৮ অগস্ট সোমবার সন্ধ্যে ৬টা ৪৮ মিনিট থেকে রাত ৯টা ২ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় থাকবে।

শ্রাবণ মাসের শেষ সোমবার ও শেষ প্রদোষ ব্রতের দিন সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ সেরে সাদা বা সবুজ রঙের পোশাক পরিধান করুন। এরপর গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন, সারাদিন উপবাস রাখার প্রতিজ্ঞা নিন।

সূর্যাস্তের পরে, শুভ সময়ে, শিবলিঙ্গে দুধ, দই, ঘি, গঙ্গাজল ও মধু দিয়ে অভিষেক করুন। শিবলিঙ্গের উপর বেলপত্র, সাদা অক্ষত, ভাং, ধতুরা, সাদা রঙের ফুল, কালো তিল এবং সাদা চন্দন নিবেদন করুন।

শিবলিঙ্গকে অভিষেক করে পবিত্র করার পর, গোটা শিব পরিবারের পুজো করুন। শেষে, শিব চালিসা পাঠ করার পরে, মহাকালের আরতি করুন।