Gopal Puja Rules: ঠাকুরঘরে গোপাল থাকলে এই ৫ ভুল কখনও করবেন না! করলেই সংসারে আসবে চরম বিপদ

Hindu Rules: ধর্মীয় বিশ্বাস হল, বাড়িতে গোপালঠাকপুর থাকলে, তাকে নিবেদন সাজিয়ে সুন্দর করে পরিবেশন করা উচিত। গোপালকে ভোগ নিবেদন করার মধ্যে দিয়েই সংসারে আসে সুখ-সমৃদ্ধি, উন্নতি-সাফল্য। তাই ঠাকুরঘরের আসনে গোপাল থাকলে মাথায় রাখা উচিত এই ৫ কথা। এই নিয়মগুলি না মানলে প্রচণ্ড রেগে যান শ্রীকৃষ্ণ। 

Gopal Puja Rules: ঠাকুরঘরে গোপাল থাকলে এই ৫ ভুল কখনও করবেন না! করলেই সংসারে আসবে চরম বিপদ
গোপাল পুজোর সময় এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন
Follow Us:
| Updated on: May 17, 2024 | 7:13 PM

ঠাকুরঘরে গোপালঠাকুর প্রায় সকলের বাড়িতে থাকে। তাই গোপালঠাকুর ভগবান কম, একজন বাড়ির সদস্য হিসেবেই পরিচিত হয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণের কিশোর রূপকেই গোপাল হিসেবে পূজিত হন। জন্মাষ্টমীর সময় গোপালপুজোর হিড়িক পড়ে সবচেয়ে বেশি। ধর্মীয় বিশ্বাস হল, বাড়িতে গোপালঠাকপুর থাকলে, তাকে নিবেদন সাজিয়ে সুন্দর করে পরিবেশন করা উচিত। গোপালকে ভোগ নিবেদন করার মধ্যে দিয়েই সংসারে আসে সুখ-সমৃদ্ধি, উন্নতি-সাফল্য। তাই ঠাকুরঘরের আসনে গোপাল থাকলে মাথায় রাখা উচিত এই ৫ কথা। এই নিয়মগুলি না মানলে প্রচণ্ড রেগে যান শ্রীকৃষ্ণ।

যদি বাড়িতে নিত্য লাড্ডু গোপাল পুজো করা হয় তাহলে, বাড়িতে পেঁয়াজ ও রসুন জাতীয় খাবার রান্না করা এড়িয়ে চলা উচিত। শাস্ত্র অনুসারে, যে রান্নাঘরে লাড্ডু গোপালের ভোগ তৈরি করেন সেখানে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয়।

ঘরে লাড্ডু গোপাল রাখলে পবিত্রতা, সাত্ত্বিকতা ও পবিত্রতার যত্ন নেওয়া খুবই জরুরি। বাড়িতে লাড্ডু গোপাল থাকলে মাংস ও মদ ছুঁয়েও দেখবেন না।

গোপালকে পরিবারের সদস্য বা ছোট শিশুর মতো পরিবেশন করা হয়। লাড্ডু গোপালের সেবায় যেন কোনও ত্রুটি না থাকে। ভুল হলেই রেগে যান গোপালঠাকুর।

লাড্ডু গোপাল যে বাড়িতে থাকেন সেই বাড়ির সদস্যদের মারামারি এড়াতে হবে। আপনার বাড়িতে যদি ঘন ঘন ঝগড়া-বিবাদ হয়, তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।

গোপালকে বাড়ির ছোট শিশুর মতো পুজো করা হয়। তাই ছোট শিশুকে যেমন কোথাও একা ছেড়ে দেওয়া উচিত নয়, তেমনি লাড্ডু গোপালের সেবা করার জন্য সর্বদা কিছু একজন সদস্য থাকাও প্রয়োজন।