বাড়ি থেকে বেরতেই এমনটা ঘটল? জানবেন আজকের দিনটা আপনার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 02, 2025 | 5:44 PM

সকালে ঘর থেকে বেরনোর পরে শুভ সঙ্কেতগুলি চোখের সামনে এলে আমরা সহজেই বুঝতে পারি দিনটা ভাল এবং শান্তিতে কাটতে চলছে। প্রশ্ন হল কী কী সঙ্কেত চোখে পড়লে বুঝতে পারবেন দিনটা সাফল্যে পূর্ণ হতে চলেছে? দেখা যাক—

বাড়ি থেকে বেরতেই এমনটা ঘটল? জানবেন আজকের দিনটা আপনার

Follow Us

প্রতিদিন লড়াই করে ছিনিয়ে আনতে হয় সফলতা! সুতরাং, বাড়ির বাইরে কাজের জন্য বেরতেই হয় রোজ। ফলে সকালে ঘর থেকে বেরনোর পরে শুভ সঙ্কেতগুলি চোখের সামনে এলে আমরা সহজেই বুঝতে পারি দিনটা ভাল এবং শান্তিতে কাটতে চলছে। প্রশ্ন হল কী কী সঙ্কেত চোখে পড়লে বুঝতে পারবেন দিনটা সাফল্যে পূর্ণ হতে চলেছে? দেখা যাক—

• বাড়ি থেকে বেরনোর সময় চোখের সামনে গোদুগ্ধ দেখলে বুঝতে হবে তা শুভ সঙ্কেত। এমন কী উথলে ওঠা দুধ দর্শন করলেও তা শুভ।

• কোনও সাধু গৃহে প্রবেশ করলে তা অত্যন্ত শুভ। কখনওই তাঁদের বাড়ি থেকে ফিরে যেতে দেবেন না। মনে করা হয় সাধুকে দান করতে পারলে সেই কর্মফলে যে কোনও আটকে থাকা সম্পদ ফেরত পাওয়া যায়। এমনকী ব্যবসা ও কর্মেও সাফল্য আসে।

• কোনও শুভ কাজে বাড়ি থেকে বেরনোর পরে চোখের সামনে মধু দেখলে কিংবা যাত্রাপথে গরু চলে এলে ওই কাজে নিশ্চিতভাবে সাফল্য মেলে।

• যাত্রাপথে শশ্মানের উদ্দেশে নিয়ে যাওয়া মৃতদেহ দর্শন শুভ বলে মনে করা হয়।

• হিন্দুধর্মে গুড়ের বিশেষ গুরুত্ব রয়েছে। সকালে গুড়দর্শন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনকী বাড়ি থেকে বেরনর সময় গুড়ে পূর্ণ পাত্র দেখাও শুভ।

• কোনও কাজ করতে বেরিয়ে রাস্তায় পাখিরা ভাগ করে খাদ্য খাচ্ছে দেখলে তা ওই কার্যে সাফল্যের ইঙ্গিত দেয়।

• বাড়ি থেকে বেরনোর সময় জলপূর্ণ পাত্র দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শুভ সঙ্কেত কার্যে সাফল্যের ইঙ্গিত প্রদান দেয়।

• শুভ কাজে বেরনর সময় মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা অত্যন্ত শুভ। এই ধরনের সঙ্কেত কর্মে সাফল্য লাভের ইঙ্গিত দেয়।

• গৃহ থেকে কাজে বেরনর সময় ফুল ফুটতে দেখাও জীবনে কোনও পবিত্র কিছু ঘটার দিকে ইঙ্গিত দেয়।

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Next Article