হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পড়েছে শুক্রবার,৩ মে। এদিন রাত ১১টা ২৪ মিনিটে শুরু হবে। শেষ হবে পরের দিন ৪ মে। এ বছর বরুথিনী একাদশী ৪ মে, শনিবার। সনাতন হিন্দু ধর্ম মতে, ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন,তাঁর উদ্দেশ্যেই পুজো ও ব্রত পালন করা হয় বরুথিনী একাদশী। হিন্দুমতে, বরুথিনী একাদশীর উপবাস পালন করলেও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
কঠিন পরিশ্রম করা সত্ত্বেও জীবনে প্রচুর সমস্যার সম্মুখীন হলে মানসিক অস্বস্তি আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে চলতে থাকা অর্থকষ্ট চলতে থাকলে অবশ্যই বরুথিনী একাদশীর উপবাস পালন করা হয়। এদিন সব আচারের সঙ্গে পুজো ও ব্রত পালন করা উচিত। বরুথিনী একাদশীর উপবাস না রাখলেও, এ দিনে কিছু খাবার এড়িয়ে চলা উচিত। সেই খাবারগুলি কী কী, তা জেনে নেওয়া আবশ্যিক।
উরদ ডাল
বরুথিনী একাদশীতে উরদ ডাল খাওয়া এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয় যে যদি বরুথিনী একাদশীতে উদর ডাল খাওয়া হয়, তাহলে অনেক রোগের শিকার হতে পারেন আপনি। তাই এদিন সুস্বাস্থ্য থাকার জন্য উরদ ডাল খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়।
ছোলা
এদিনে ছোলা খাওয়াও নিষিদ্ধ। মনে করা হয়, যদি এই বিশেষ দিনে ছোলা খান তাহলে আর্থিক সমস্যা কখনও পিছু ছাড়বে না। এদিন ছোলা খেলেও অনেক সমস্যা হতে পারে।
মধু
বরুথিনী একাদশীতেও মধু খাওয়া উচিত নয়। কারণ এদিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে মধু দিয়ে স্নান করানো হয়, তাই মধু খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। বরুথিনী একাদশীতে মধু খেলে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। ফলে ঘরে আসবে না শান্তি ও ধনসম্পদ।
পান
বরুথিনী একাদশীতে পান চিবানো বা পান ব্যবহার না করাই ভালো। কারণ দেবী লক্ষ্মীর আরাধনায় পান অতি অবশ্যই রাখা হয়। ফলে এদিনে পান খাওয়া একেবারেই উচিত নয়।
পালং শাক
এদিনে পালং শাক খাওয়াও নিষিদ্ধ। অনেকে ভাতের সঙ্গে শাক-সবজি খেতে পছন্দ করেন। তবে এদিন পালং শাক খেলে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। হিন্দুদের বিশ্বাস, এদিনে পালং শাক খেলে চর্মরোগের সমস্যা বৃদ্ধি পেতে পারে।