Vastu Tips: বাস্তুমতে ঘরের এই দিকে কখনওই ডাস্টবিন রাখবেন না, হতে পার চরম আর্থিক ক্ষতি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 24, 2023 | 5:07 PM

Vastu Tips of Money: বাস্তুশাস্ত্রে বাড়ির ভিতরে ডাস্টবিন সঠিক দিকে রাখার কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে ডাস্টবিন সবসময় দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখা উচিত। এছাড়া উত্তর-পশ্চিম দিকে ডাস্টবিনও রাখা যেতে পারে। শাস্ত্র মতে ডাস্টবিন কখনওই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়।

Vastu Tips: বাস্তুমতে ঘরের এই দিকে কখনওই ডাস্টবিন রাখবেন না, হতে পার চরম আর্থিক ক্ষতি

Follow Us

প্রতিটি বাড়িতে যেমন ঠাকুর ঘর রয়েছে, তেমনি ঘরের নোংরা একজায়গায় রাখার জন্য ডাস্টবিনও রাখেন। বাস্তুশাস্ত্রের পরামর্শ প্রতিটি ঘরের জন্য বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি জিনিসের দিকেও রয়েছে বাস্তুর প্রভাব। তাই বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের যে কোনও জিনিস সঠিক দিকে না রাখা হলে তা উল্টো ফল পেতে পারেন। এমনকি ডাস্টবিন রাখারও একটি সঠিক ও নির্দিষ্ট দিক রয়েছে। সাধারণত, বাড়ির যেখানে-সেখানে, সুবিধামত ডাস্টবিন রাখা হয়।  কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, ডাস্টবিন সঠিক দিকে না রাখলে শুভ ফল পাওয়া যায় না। অশুভ ফলের পাশাপাশি ঘরের মধ্যে নেগেটিভ শক্তিরও প্রবেশ করে। তাই বাড়িতে কোন দিকে ডাস্টবিন রাখবেন, তা জানা জরুরি।

বাস্তুশাস্ত্র অনুসারে, ইলেকট্রনিক যন্ত্রপাতি অর্থাত্‍ তাপ উৎপন্নকারী যন্ত্রপাতি কখনওই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। হিটার, মিক্সার ইত্যাদি উত্তর পূর্বে থাকা উচিত নয়। পাশাপাশি ঝাড়ু ও ডাস্টবিন কখনওই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। এদিক দিয়ে রাখলে জীবনে সুযোগের মাঝে বাধা আসতে পারে। বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে , বাড়িতে রাখা ডাস্টবিন যদি সঠিক ও সঠিক জায়গায় না রাখা হয়, তাহলে পরিবারের সদস্যদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। শুধু তাই নয়, জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

আসলে, বাস্তুশাস্ত্রে বাড়ির ভিতরে ডাস্টবিন সঠিক দিকে রাখার কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে ডাস্টবিন সবসময় দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে রাখা উচিত। এছাড়া উত্তর-পশ্চিম দিকে ডাস্টবিনও রাখা যেতে পারে। শাস্ত্র মতে ডাস্টবিন কখনওই উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। কারণ এই দিকেই দেবতাকে উৎসর্গ করা হয়। তাই এদিকে ডাস্টবিন রাখলে বাড়ির সদস্যদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন, ডাস্টবিন দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত নয়। কারণ এদিকে ডাস্টবিন রাখলে আর্থিক সমস্যা হতে পারে বলে মনে করা হয়। এছাড়া সঞ্চিত পুঁজির ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের পূর্ব ও উত্তর দিকে ডাস্টবিন রাখা উচিত নয়।তাতে যে কোনও কাজের উন্নতিতে বাধা সৃষ্টি হয়। পরিবারের সদস্যরাও অলস হতে শুরু করে। কোনও কাজ করতে ভালো লাগছে না।

 

Next Article