Christmas 2021: ক্রিসমাস স্পেশাল! অশুভ শক্তি এড়াতে এবছর বাস্তুমতে সুন্দর করে ঘর সাজান

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 23, 2021 | 8:33 AM

আপনি কি জানেন ক্রিসমাসে যদি বাস্তু শাস্ত্র মতে ঘর সাজান, তাহলে জীবন হবে সুখময়। এতে সকল নেতিবাচকতা দূর হয়ে যাবে। এর বদলে আপনার জীবনে ও বাড়িতে আসবে সুখ, সমৃদ্ধ ও শান্তি।

Christmas 2021: ক্রিসমাস স্পেশাল! অশুভ শক্তি এড়াতে এবছর বাস্তুমতে সুন্দর করে ঘর সাজান
ক্রিসমাসে বাড়ি সাজান বাস্তু শাস্ত্র মতে। ছবি সৌজন্যে- GettyImages

Follow Us

ক্রিসমাস এমন একটি উৎসবের মরসুম, যেখানে পৃথিবীর সব দেশ নিজের মত করে সেজে ওঠে। উৎসবের আনন্দে মেতে উঠার ঝলক দেখা যায় সর্বত্র। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির ড্রইং রুম সেজে ওঠে আলোর রোশনায়। সান্তা আসার আশায় ঘর সাজায় খুদেরাও। মনের মত করে ক্রিসমাস ট্রি সাজান আপনিও। কিন্তু আপনি কি জানেন ক্রিসমাসে যদি বাস্তু শাস্ত্র মতে ঘর সাজান, তাহলে জীবন হবে সুখময়। এতে সকল নেতিবাচকতা দূর হয়ে যাবে। এর বদলে আপনার জীবনে ও বাড়িতে আসবে সুখ, সমৃদ্ধ ও শান্তি।

রঙে ভরিয়ে তুলুন- লিভিং রুম উজ্জ্বল রঙের হওয়া চাই। এটা শুধু জীবনে ইতিবাচকতা নিয়ে আসে না বরং এর সঙ্গে নিয়ে আসে উৎসবের আনন্দ। এখানেই যেহেতু আপনি ক্রিসমাস ট্রি রাখবেন তাই জন্য জলের উপাদান ও ধাতুর উপাদানের সঙ্গে মিশিয়ে ঘরের রঙ বেছে নিতে পারেন। এর জন্য নীল ও সাদা রঙ আদর্শ। এর সঙ্গে এমন কোনও ছবি রাখুন যা আপনার বাড়িকে সুন্দর করার পাশাপাশি আপনার ভাগ্য ফিরিয়ে আনবে।

ফ্যান্সি লাইট- ক্রিসমাসের সময় সুতরাং ফ্যান্সি লাইট দিয়ে ঘর সাজিয়ে তুলুন। ক্রিসমাস ট্রিতেও আপনি এই ফ্যান্সি লাইট লাগাতে পারেন। এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের মোমবাতি জ্বালাতে পারেন। অ্যারোম্যাটিক ক্যান্ডেলও ব্যবহার করতে পারেন। এতে জীবনের অন্ধকার দূর হবে।

প্রকৃতির সঙ্গে নিবিড় যোগ রাখুন- প্রকৃতির কাছাকাছি থাকলে আপনার জীবনে শান্তি নেমে আসবে। কৃত্রিম ফুলের বদলে সতেজ ফুল ব্যবহার করুন। অনেকেই রয়েছেন যাঁরা প্ল্যাস্টিকের ক্রিসমাস ট্রি ব্যবহার করেন। এর বদলে আসল ক্রিসমাস ট্রি অর্থাৎ ফার্ন গাছ ঘরে আনুন। এতে প্রচুর পরিমাণে ভাল এনার্জি পাওয়া যায়।

প্রবেশপথকে আকর্ষণীয় করে তুলুন- বাড়ির প্রবেশ পথ দিয়েই ইতিবাচক শক্তি ও দেবী লক্ষ্মী প্রবেশ করেন। তাই সব সময় বাড়ির প্রবেশ পথকে পরিষ্কার রাখুন। তার ওপর এখন ক্রিসমাসের সময়, তাই বাড়ির প্রবেশ পথকে আরও আকর্ষণীয় করে তুলুন। আলো দিয়ে সাজান।

বাস্তুশাস্ত্র মেনে ক্রিসমাস ট্রি সাজান- ক্রিসমাস ট্রি রোপণ করলে জীবনে উন্নতি ও অগ্রগতি আসে। ক্রিসমাস ট্রি বাড়ির উত্তর দিকে রাখতে হবে। এই দিকটিকে ইতিবাচকতার দিক হিসাবে বিবেচনা করা হয়। ক্রিসমাস শেষ হওয়ার পর এই গাছ ভুলেও ফেলে দেবেন না যেন। ক্রিসমাস শেষ হওয়ার পর ৫ জানুয়ারি এই গাছটি আপনার বাড়ির বাগানে কিংবা বাড়ির সামনে রোপণ করুন।

আরও পড়ুন: বাস্তু দোষ দূর করার ক্ষেত্রে ক্রিসমাস ট্রির ভূমিকা জানা আছে কি?

Next Article