গোলাপ হল এমন একটি ফুল, যার রূপ ও গন্ধ মন কেড়ে নেয় সকলের। প্রেম নিবেদন করতেও এক গোছা গোলাপ ফুলের তোড়া নিয়ে হাজির হন অনেকেই। এমন মিষ্টি প্রেম নিবেদনকে কেউ অগ্রাহ্যই বা করবে কী ভাবে। আবার অনেকেই গোলাপ ফুলকে ঘর সাজানোর জন্যও ব্যবহার করেন। এর গন্ধ মানুষকে মুগ্ধ করে দেয়। আবার এমনও অনেকে রয়েছেন, যাঁদের শুধুই গোলাপ গাছের শখ। তাঁদের বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির, রঙ-বেরঙের গোলাপ। কিন্তু আপনি কি জানেন বাস্তুতেও উল্লেখ রয়েছে গোলাপের। বাস্তু দোষ থেকে মুক্তি পেতে গোলাপ ফুলকে আপনি ব্যবহার করতে পারেন।
বাস্তু দোষ দূর করতে আপনাকে সঠিক ভাবে গোলাপ ফুলকে ব্যবহার করতে হবে। দীর্ঘ দিন ধরে আপনি যদি কোনও আর্থিক সমস্যার মধ্যে জড়িয়ে থাকেন তাহলে গোলাপ ফুল আপনাকে সাহায্য করতে পারে। অনেকেই রয়েছেন যাঁরা হাজার চেষ্টা করেও আর্থিক সমস্যা থেকে পিছু ছাড়াতে পারছেন না। এই ক্ষেত্রে প্রতি শুক্রবার সন্ধ্যেবেলায় গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। এতে সমস্ত আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে।
বাড়িতে সব সময় ইতিবাচক শক্তি থাকা জরুরি। এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভাল থাকে। কিন্তু বাড়ির নেতিবাচক শক্তি অনেক কিছু নষ্ট করে পারে। এই নেতিবাচক শক্তি দূর করার জন্য প্রতি মঙ্গলবার লাল কাপড়ে একটি লাল গোলাপ রাখুন। তার উপর লাল চন্দনের একটা টকরো রাখুন। এরপর কাপড় দিয়ে মুড়ে নিন। এটা নিজের ইষ্টদেবতার চরণে রাখুন। এরপর থেকে সাত দিন হনুমান চালিশা পাঠ করুন। হনুমান চালিশা পাঠ করলে মন শান্ত হয় এবং বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরে যায়। বাড়িতে অশুভ শক্তির প্রবেশ রুখতে গোলাপ ফুলের গন্ধের ধুপ জ্বালাতে পারেন। এতেও ঘরে বজায় থাকবে ইতিবাচক শক্তি।
ঘর সাজাতে অনেকেই ফুলদানিতে গোলাপ ফুল রাখেন। এটা আদতে খুব ভাল বিষয়। রোজ সম্ভব না হলেও সপ্তাহে অন্তত একদিন ফুলদানিতে গোলাপ ফুল রাখুন। তবে ফুল শুকিয়ে গেলে বিলম্ব না করে ওই ফুল ফেলে দিন। বাড়িতে কখনও শুকনো ফুল রাখবেন না।
Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।