Flute Vastu Tips: বাস্তুমতে ঘরে এই জিনিস রাখলেই সুখ ও অর্থবৃষ্টি হবে রাতারাতি! কোথায় ও কীভাবে ব্যবহার করবেন, জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Apr 26, 2023 | 1:02 PM

Vastu Tips For Home: বাস্তু মতে, বাড়িতে যদি কৃষ্ণের প্রিয় বাঁশি রাখা হয়, তাহলে সুখ ফের নিজের জায়গায় ফিরে আসে। তবে ঘরে বাঁশি রাখতে হবে সঠিক জায়গায় রাখা উচিত। রয়েছে বেশ কিছু নিয়মও।

Flute Vastu Tips: বাস্তুমতে ঘরে এই জিনিস রাখলেই সুখ ও অর্থবৃষ্টি হবে রাতারাতি! কোথায় ও কীভাবে ব্যবহার করবেন, জানুন
প্রতীকী ছবি

Follow Us

সুখে-শান্তিতে থাকতে কে না ভালোবাসে! গোটা জীবন যাতে কোনও রকম কষ্ট না হয়, তার জন্য কঠোর পরিশ্রমও করে থাকেন অধিকাংশ। পরিশ্রম ও ভাগ্যের মধ্যেও রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র। যার নিয়ম মেনে চললে জীবনের সব সমস্যার সমাধান হয় এক নিমেষে। এমন জীবনের জন্য সবাই কত চেষ্টা করে, তার কোনও তল নেই। বাড়িতে অশান্তির পরিবেশ সংসারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধিতে ব্যাহত করে। এই পরিস্থিতিতে যদি বাস্তুশাস্ত্রে উল্লিখিত নানা নিয়মগুলি মেনে চললে সমস্যা থাকে শতদূরে। বাস্তু মতে, বাড়িতে যদি কৃষ্ণের প্রিয় বাঁশি রাখা হয়, তাহলে সুখ ফের নিজের জায়গায় ফিরে আসে। তবে ঘরে বাঁশি রাখতে হবে সঠিক জায়গায় রাখা উচিত। রয়েছে বেশ কিছু নিয়মও।

সনাতন শাস্ত্রে চার যুগের উল্লেখ আছে। এগুলো যথাক্রমে সত্যযুগ, ত্রেতা, দ্বাপর ও কলিযুগ। শ্রীকৃষ্ণ ছিলেন দ্বাপর যুগের সমসাময়িক। ভগবান শ্রী কৃষ্ণ ছিলেন একজন আদর্শ দার্শনিক, নিঃস্বার্থ কর্মযোগী ও অবস্থানরত জ্ঞানী। অনেক নামে তাঁকে ডাকা হয়। তার মধ্যে বাঁশিওয়ালা অন্যতম। বাঁশি হল ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে রাধাকে বাঁশি শোনাতেন। যেখানে গোপীরা বাঁশির সুরে নাচতেন। বাস্তুশাস্ত্রে বাঁশির বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বাস্তু দোষ দূর করার জন্য অনেক নিয়ম মেনে চলা হয়। সংসারে সুখবৃষ্টি আনতে ঘরে রাখুন বাঁশি। যদি পারিবারিক কলহ ও আর্থিক সংকটে ভুগে থাকেন তাহলে তা থেকে মুক্তি পেতে অবশ্যই করুন বাঁশির এই প্রতিকারগুলি।

– কেরিয়ার ও ব্যবসায় নতুন মাত্রা আনতে স্টাডি রুম বা পড়ার ঘরে বাঁশি রাখতে পারেন। এই প্রতিকার করলে জীবনের সকল সমস্যার সমাধান হয়।

– আপনি যদি আর্থিক সঙ্কটে ভুগে থাকেন ও তা থেকে মুক্তি পেতে চান, তাহলে প্রতিদিন অন্তত ৫ মিনিট বাড়িতে বাঁশি বাজান। বাঁশির সুর শুধু কৃষ্ণ নয়, রাধা রানীরও পছন্দ। বাঁশির সুর শুনে খুশি হন কৃষ্ণ-রাধা। এই কাজের মাধ্যমে কৃষ্ণের কৃপা ঘরে থাকে। তাঁর কৃপায় ঘরে সুখ-সমৃদ্ধি থাকে। পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, স্নেহ-মমতা বজায় থাকে।

– যদি ঘরোয়া ঝামেলায় অস্থির হয়ে থাকলে এবং সম্পর্কের মাধুর্য ও ঘনিষ্ঠতা আনতে বাড়িতে একটি বাঁশি রাখতে পারেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, বিবাহিত দম্পতির বেডরুমের সিলিংয়ে একটি বাঁশি ঝুলিয়ে রাখা উচিত। তাতে স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হয়।

– মানুষ পরিশ্রম করেও সফলতা পায় না। আপনিও যদি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাহলে বাড়িতে, দোকানে বা অফিসে বাঁশি রাখতে পারেন। এই প্রতিকারে সব কাজেই সফল হতে পারবেন।

– বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের দরজার উপরে বা বালিশে বাঁশি রাখলে পরিবারের সদস্যরা সবসময় সুস্থ থাকতে পারেন। বাস্তুমতে ঘরে বাঁশি রাখলে মানসিক চাপ দূর হয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের অবসান ঘটে।

– জন্মাষ্টমীর দিন শ্রী কৃষ্ণের সামনে তাঁর প্রিয় বাঁশি সাজিয়ে রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

 

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Next Article
Wednesday Astro Tips: আর্থিক টানাপোড়েন নয়, সর্বদা বিরাজ করবে সুখ! বুধবার করুন এই কাজ
Vaishakh Purnima 2023: ১৩০ বছর পর একই দিনে চন্দ্রগ্রহণ ও বৈশাখ পূর্ণিমা! অতি বিরল যোগে এই কাজ করলেই বাড়বে সুখ-সমৃদ্ধি