September 2023: জন্মাষ্টমী থেকে মহালয়া, সেপ্টেম্বরের কবে কবে পালিত হবে?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 26, 2023 | 4:20 PM

Hindu Calender: হিন্দুমতে, শ্রাবণ পূর্ণিমার পর অর্থাৎ রাখী পূর্ণিমা থেকে শুরু হবে নতুন মাস ভাদ্রপদ। ভাদ্রপদ মাস ভাদো মাস নামেও পরিচিত।

September 2023: জন্মাষ্টমী থেকে মহালয়া, সেপ্টেম্বরের কবে কবে পালিত হবে?
ছবিটি প্রতীকী

Follow Us

হিন্দু শাস্ত্র অনুসারে, প্রতি মাসে নতুন মাস শুরু হয় পূর্ণিমার পরের দিন থেকে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রক্ষা বন্ধন বা রাখী পূর্ণিমার পর ৩১ অগস্ট থেকে ভাদ্রপদ মাস শুরু হচ্ছে। হিন্দু ক্যালেন্ডার মতে, এখনও চলছে শ্রাবণ মাস। তবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বর্তমানে চলছে ভাদ্র মাস। হিন্দুমতে, শ্রাবণ পূর্ণিমার পর অর্থাৎ রাখী পূর্ণিমা থেকে শুরু হবে নতুন মাস ভাদ্রপদ। ভাদ্রপদ মাস ভাদো মাস নামেও পরিচিত। এ মাসে রয়েছে হিন্দুদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রত ও উত্‍সব।

শাস্ত্র অনুসারে, ভাদো মাস সাধারণত ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এ মাসে, ভগবান শ্রী কৃষ্ণের জন্মোৎসবও বেশ ধুমধাম করে পালিত হয়। এ মাসে ভগবান শ্রী কৃষ্ণ ও গণেশেরও জন্ম উদযাপন করা হয়। এ মাসে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ উপবাস ও ব্রতও। এমাসে যে যে গুরুত্বপূর্ণ ব্রত ও উত্‍সব পালন করা হয়, তা জেনে নিন এখানে…

সেপ্টেম্বরের উপবাস ও ব্রত-উত্‍সব

– ২ সেপ্টেম্বর – কাজরী তীজ ব্রত ও উত্‍সব।

– ৩ সেপ্টেম্বর- হেরম্ব হল সংকষ্টী চতুর্থী। এ দিনে গণেশ পুজোর রীতি আছে।

– ৪ সেপ্টেম্বর – রক্ষা পঞ্চমী।

– ৫ সেপ্টেম্বর – শিক্ষক দিবস ও হাল ষষ্ঠী।

– ৬ সেপ্টেম্বর – বুদ্ধাষ্টমী উপবাস ও কালাষ্টমী উপবাস।

– ৭ সেপ্টেম্বর – শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ও রোহিণী উপবাস পালন করা হবে।

– ৮ সেপ্টেম্বর – গোগা নবমী।

– ১০ সেপ্টেম্বর- আজা একাদশী। এদিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়।

– ১২ সেপ্টেম্বর – ভৌম প্রদোষ ব্রত। এ দিনে শিবের আরাধনা করা উচিত।

– ১৩ সেপ্টেম্বর – মাসিক শিবরাত্রি। এ দিনটি ভোলেনাথকে উৎসর্গ করা হয়।

– ১৪ সেপ্টেম্বর- ভাদ্রপদের অমাবস্যা। এ দিনে পিতৃপুরুষের তপর্ণ, শ্রাদ্ধের মতো বিশেষ গুরুত্ব রয়েছে।

-১৬ সেপ্টেম্বর – চাঁদ দেখা।

– ১৭ সেপ্টেম্বর – বিশ্বকর্মা জয়ন্তী ও বরাহ জয়ন্তী।

– ১৮ সেপ্টেম্বর-  হরতালিকা তিজ।

-১৯ সেপ্টেম্বর – গণেশোৎসব ও গণেশ চতুর্থী শুরু হবে।

– ২০ সেপ্টেম্বর – ঋষি পঞ্চমী।

– ২২ সেপ্টেম্বর – মহালক্ষ্মী ব্রত শুরু। অন্যদিকে, এ দিনে দূর্বা অষ্টমী পালিত হয়।

-২৩ সেপ্টেম্বর- রাধা অষ্টমী ও দুর্গাষ্টমী উপবাস।

– ২৫ সেপ্টেম্বর – পার্শ্ব একাদশী উপবাস

– ২৬ সেপ্টেম্বর – বৈষ্ণব হল পার্শ্ব একাদশী।

– ২৭ সেপ্টেম্বর- প্রদোষ ব্রত।

-২৮ সেপ্টেম্বর – গণেশ বিসর্জন এবং মিলাদ উন-নবী।

– ২৯ সেপ্টেম্বর- ভাদ্রপদ পূর্ণিমা ও মহালয়া শ্রাদ্ধপক্ষ শুরু হবে।

Next Article