Holi 2023: প্রেমজীবনে জটিলতা বাড়ছে? দোলের দিন আবির দিয়ে পুজো করুন এই সব দেবদেবীর

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 07, 2023 | 6:00 AM

Ways To Worship God on Holi: দোলযাত্রা উপলক্ষে দেবদেবীর আরাধনা করা হয়। এতে জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়।

Holi 2023: প্রেমজীবনে জটিলতা বাড়ছে? দোলের দিন আবির দিয়ে পুজো করুন এই সব দেবদেবীর

Follow Us

আজ দোল। রঙের উৎসবে আনন্দে মেতে ওঠার দিন। ভারতের বিভিন্ন জায়গায় এ দিন রং খেলা হবে। ভারতীয় সংস্কৃতির সঙ্গে দোল, হোলি ওতপ্রোত ভাবে জড়িত। কৃষ্ণের সময়কাল থেকেই ভারতের বিভিন্ন জায়গায় দোল উৎসব পালিত হয়ে আসছে। ধর্মের দিক দিয়ে এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ। তাই কৃষ্ণ ও রাম দুই দেবতাই এই দোল উৎসবের সঙ্গে জড়িত। তাই দোলযাত্রা উপলক্ষে দেবদেবীর আরাধনা করা হয়। এতে জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। দোলের দিন যদি দেবদেবীদের উপাসনা করেন, তাহলে আপনার মনের সব কামনা, ইচ্ছা পূরণ হতে পারে।

দোলের দিন যে ভাবে ভগবান কৃষ্ণের পুজো করবেন-

হোলিতে রাধাকৃষ্ণের বিশেষ পুজো করা হয়। এ দিন রাধা ও কৃষ্ণের পুজো করলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। বলা হয়, এ দিন রাধা ও কৃষ্ণ প্রথমবারের মতো হোলি খেলেন। তাই এ দিন রাধা ও কৃষ্ণের পুজো করা জরুরি। গোলাপি আবির দিয়ে এ দিন তাঁদের আরাধনা করুন। বিশ্বাস করা হয় যে, দোলের দিন রাধা ও কৃষ্ণের পুজো করলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নত হয়। পরিবারের সকলের মধ্যে আনন্দ বজায় থাকে।

দোলের দিন গণেশকে এইভাবে উপাসনা করুন-

হোলির দিনে গণেশকে খুশি করার জন্য মোদক প্রসাদ হিসেবে অর্পণ করুন। তার সঙ্গে আপনি ঠান্ডার দিতে পারেন। গণেশের পুজোয় লাল সিঁদুর ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। হোলি উপলক্ষ্যে লাল আবির দিয়ে গণেশের পুজো করতে পারেন। এমনকী লাল সিঁদুরও দিতে পারেন।

দোলের দিন এ ভাবে মহাদেবের পুজো করবেন-

হোলিকা দহনের ছাঁই দোলের দিন ভোলেনাথকে অর্পণ করুন। এ দিন মহাদেবের পুজো করুন। এ দিন আপনি শিবকে শুকনো গাঁজা পাতাও অর্পণ করতে পারেন। হোলির দিন শিবকে শ্মশানের ছাই দেওয়ার রীতিও রয়েছে। এছাড়া আপনি নীল রঙের আবির দিয়ে আজ শিবের পুজো করতে পারেন।

লাল রং দিয়ে যে সব দেবদেবীর আরাধনা করবেন-

কথিত রয়েছে, মা দুর্গা, মা লক্ষ্মী এবং হনুমানজি লাল রং পছন্দ করেন। এই কারণেই তাঁদের সকলকে লাল রঙের পোশাক দেওয়া হয়। হোলি উপলক্ষে এই তিন দেবতাকে লাল রঙের আবির নিবেদন করা উচিত। লাল রঙের আবির দিয়ে মা দুর্গা, মা লক্ষ্মী এবং হনুমানজির আরাধনা করুন।

Next Article