হিন্দু শাস্ত্র (Hindu Religion) অনুসারে মঙ্গলবার আমিষ খেতে নেই। হিন্দু ধর্মে মঙ্গলবার পূজিত হন হনুমানজি। তাই মঙ্গলবারকে হনুমানজির বারও বলা হয়। ঠিক এই কারণেই মঙ্গলবার কোনও প্রাণী হত্যা করতে নেই, এটি অশুভ হিসেবে বিবেচিত হয়। মঙ্গলবারের পাশাপাশি হিন্দু ধর্মে বৃহষ্পতি এবং শনিবারকেও পবিত্র দিন হিসেবে ধরা হয়। এই দিনগুলিতেও আমিষ খাওয়াকে পাপ হিসেবে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, মঙ্গলবার যদি আমিষ খেয়ে ফেলেন তাহলে জীবনে নেমে আসতে পারে নানা সমস্যা। সেগুলো কী-কী চলুন দেখে নেওয়া যাক…
পরিবারে বাড়বে অশান্তি- গৃহে শান্তি বজায় রাখার দরকার। কিন্তু মঙ্গলবার আমিষ খেলে হনুমানজি ক্রুব্ধ হন। বিশ্বাস করা হয় যে, হনুমানজির আশীর্বাদে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। কিন্তু এই দিন যদি আমিষ খেয়ে ফেলে তাহলে হিতে বিপরীতও হতে পারে।
আত্মবিশ্বাস কমে যায়- মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করলে আত্মবিশ্বাস মজবুত হয়, মন ভাল থাকে। কিন্তু এই দিনই যদি আমিষ ছুঁয়ে ফেলেন তাহলে কমে যেতে পারে আপনার মনে জোর। তাই সাবধান।
আর্থিক ক্ষতি হতে পারে- মঙ্গলবার হনুমানজির পুজো করলে সমস্ত আর্থিক কষ্ট দূর হয়ে যায়। এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন, নিরামিষ খাবার খান। আমিষ খাবার খেলে কু-প্রভাব পড়তে পারে আপনার আর্থিক অবস্থায়। এতে অর্থনৈতিক উন্নতিতে বাধা পড়ে।
মঙ্গলবার নিরামিষ খাবার খাওয়ার পিছনে বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। নিয়মিত প্রোটিন হিসেবে মাছ মাংস, ডিম খেলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। পাইলস, কিডনি স্টোন, ব্লাড প্রেসার এবং হার্টের রোগ বেড়ে যায়। এর চেয়ে সপ্তাহে এক-দু’ দিন নিরামিষ খাবার খেলে, উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করলে শরীর সচল থাকে।
মঙ্গলবার কীভাবে হনুমানজির সেবা করবেন-
একটি তুলসির মালা দিয়ে হনুমানজির পুজো করুন। ‘শ্রী রাম’ লেখা লাল পতাকায় হনুমানজির সামনে রাখুন। বিশ্বাস করা হয় যে, এই ভাবে পুজো করলে হনুমানজি প্রসন্ন হয় এবং সমস্ত আর্থিক কষ্ট দূর হয়ে যায়।
এছাড়া যদি প্রতি মঙ্গলবার আপনি হনুমানের পুজো করেন এবং হনুমান চালিশা পাঠ করেন তাহলে জীবনের একাধিক সমস্যা দূর হয়ে যাবে। কথিত আছে যে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে অনেক উপকার পাওয়া যায়। আপনার যদি খারাপ স্বপ্ন থাকে বা অশুভ আত্মা থেকে মুক্তি পেতে চান তাহলে হনুমান চালিশা পাঠ করা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। ভগবান হনুমান আপনার ক্ষতি করতে পারে এমন মন্দ এবং আত্মা থেকে মুক্তি পেতে সহায়তা করে। আপনার বালিশের নীচে হনুমান চালিশা রাখতে পারেন। এতে আপনি উপকার পাবেন।