কলকাতা: সম্প্রতি শহর তিলোত্তমায় আয়োজিত হয়েছে ‘ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস ২০২২’। ২৫ সেপ্টেম্বর কলকাতার এক বিলাসবহুল হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবি নিউজ় প্রাইভেট লিমিটিডের একটি শাখা দ্য নিউজ় ম্যানিয়ার দশম বর্ষ পূর্তি উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই প্রথমবার ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস-এর আয়োজন করেছে এই সংস্থা। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে ৩২ জন পুরস্কার প্রাপক এবং দু’টি বিশেষ সম্মান প্রাপকদের হাতে ‘ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড’-এর মেমেন্টো তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেন, “নিউজ় ম্যানিয়ার ১০ বছরের যাত্রা পূর্তি উদযাপন করার জন্য সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষদের সম্মানিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা যথেষ্ট প্রশংসনীয়। আগামী দিনে নিউজ় ম্য়ানিয়া গ্রুপের চলার পথ আরও মসৃণ হোক, সেই কামনা করি।” অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমারও। নিজের ব্যস্ত জীবনের মধ্যে থেকেও সময় বের সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপ্লুত তিনিও। বিধায়ক বলেন, “নিউজ় ম্যানিয়ার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। যাঁরা আজ পুরস্কার পেলেন, তাঁদের সকলকে নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য আমি অভিনন্দন জানাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্তরে খ্যাতিসম্পন্ন শিল্পী পূর্ণেন্দু ভট্টাচার্য। এছাড়া, ১২৭ বছর বয়সি যোগগুরু স্বামী শিবানন্দ বাবাকেও এদিন সম্মানিত করা হয়। শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, চলচ্চিত্র, সমাজসেবা, প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট মানুষদের সম্মানিত করা হয় ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন সঙ্গীতশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য, কত্থকশিল্পী তাপস দেবনাথ, হাস্যকৌতুক শিল্পী শাকিল আনসারি। এছাড়াও উপস্থিত ছিলেন মৌবনি সরকার, তবলাবাদক প্রসেনজিৎ পোদ্দার, মধ্য প্রদেশের শিক্ষাবিদ ও সমাদকর্মী আশুতোষ শর্মা, ফ্যাশন ডিজ়াইনার তেজস গান্ধী, সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এছাড়া পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, শিক্ষাবিদ উমা পুরকায়স্থ, অভিনেতা রজতাভ দত্ত, সঙ্গীতশিল্পী উষা উথুপ, অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন, পাইলট মহাশ্বেতা চক্রবর্তী, জাদুকর পিসি সরকার জুনিয়রের মতো বিশিষ্ট জনেরাও। যদিও বিশেষ কারণে তাঁরা এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তাঁদের প্রতিনিধিরা এদিন তাঁদের হয়ে পুরস্কার গ্রহণ করেছিলেন।