তিন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগের টিকিট রয় কৃষ্ণাদের

sushovan mukherjee | Edited By: arunava roy

Feb 22, 2021 | 1:04 PM

প্লে-অফ পর্বে যাওয়ার আগে ফুটবলারদের ক্লান্তিই একটু চিন্তায় রাখছে সবুজ মেরুনকে। এডু গার্সিয়াকেও প্লে অফ পর্বেই পাওয়ার আশা করছেন হাবাস। মার্সেলিনহোর চোটও মারত্মক কিছু নয়।

তিন পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগের টিকিট রয় কৃষ্ণাদের
চ্যাম্পিয়ন্স লিগের কাছাকাছি সবুজ মেরুন শিবির। ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

গোয়া: লিগের মাঝে একটা সময় কিছুটা পা হড়কেছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কিন্তু ব্যাডপ্যাচ কাটিয়ে এখন হাবাসের দল ছুটে চলেছে আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার দিকে। প্লে অফ পর্বে মাঠে নামার আগে সবুজ মেরুনের সামনে আরও একটা মাইলস্টোন তৈরির হাতছানি। দেশের মঞ্চ ছেড়ে এশিয়া মহাদেশে সেরা হওয়ার দৌড়ে ঢুকে পড়ার সুযোগ বাগান শিবিরের সামনে। ফোকাস এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League)।

 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অঙ্ক

১৮ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৩৯।
সোমবার জিতলে ৪২ পয়েন্টে পৌঁছে যাবে হাবাসের দল।
বাকি দুটি ম্যাচ জিতলেও দ্বিতীয় স্থানে থাকা মুম্বই লিগ শেষ করবে ৪০ পয়েন্টে।
লিগ শীর্ষে থাকলেই পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। 
বর্তমান অবস্থায় দাঁড়িয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে ৪১ পয়েন্ট চাই রয় কৃষ্ণাদের।

 

তবে চ্যাম্পিয়ন্স লিগের কথা ভেবে বাড়তি চাপ নিতে রাজি নয় বাগান শিবির। হাবাসের দলের প্রাণভোমরা রয় কৃষ্ণা। বলছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পলে নিশ্চই ভাল লাগবে। ফুটবলার ও ক্লাব, সবার জন্যই গর্বের বিষয়। কিন্তু এখন থেকেই উচ্ছ্বসিত হাওয়ার কারণ নেই। কাজ এখনও বাকি। শেষ দু’টি ম্যাচে জিততে হবে আমাদের।’

আরও পড়ুন: সুপারস্টার নই, সাধারণ ফুটবলার: রয় কৃষ্ণা

দলের কোচ হাবাস সতর্ক করছেন ফুটবলারদের। বলছেন, “হায়দরাবাদ শক্ত প্রতিপক্ষ। বাড়তি আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই। পেশাদার মানুষরা অতিরিক্ত কনফিডেন্ট হয়ে পড়লে মুশকিল। তাই আমাদের সতর্ক থাকতেই হবে।”

আরও পড়ুন: ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ

লিগ পর্বে শেষ দু’টি ম্যাচ বাকি। প্লে-অফ পর্বে যাওয়ার আগে ফুটবলারদের ক্লান্তিই একটু চিন্তায় রাখছে সবুজ-মেরুনকে। একে পরপর খেলা। তার ওপর ডার্বির দু’দিনের পর আবার একটি ম্যাচ। বাগান থিঙ্ক ট্যাঙ্কের সুবিধে একটা জায়গাতেই, টানা ম্যাচ খেললেও দলে চোট আঘাতের তেমন কোনও সমস্যা নেই। এডু গার্সিয়াকেও প্লে অফ পর্বেই পাওয়ার আশা করছেন হাবাস। মার্সেলিনহোর চোটও মারত্মক কিছু নয়।

Next Article