প্রস্তুতি পর্ব শেষ। রিভিশনও দেওয়া হয়েছে। এ বার পরীক্ষা। শুরুতেই সামনে অস্ট্রেলিয়া। ক্রিকেট হলে এত ভাবতে হত না। ফুটবলে ভাবতে হয়। ভারতের শক্তি কম তা নয়। তবে উন্নতির জায়গা প্রচুর। এর জন্য প্রয়োজন শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা এবং জেতার অভ্যাস তৈরি করা। অতীতে যে ভারতীয় দল শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেনি, তা নয়। এ বার প্রত্যাশা অনেক অনেক বেশি। সে কারণে ভাবনাও বেশি। সুনীলদের স্বপ্নের উড়ানের অপেক্ষা। শুরুতেই বাধা সকারুস ঝড়। আজ বিকেলে হয় ভারতীয় ফুটবলে ইতিহাস নয়তো শেখার মতো অনেক কিছু পাওয়া যাবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফিফা ক্রমতালিকায় ২৫ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ২০১৫ সংস্করণের চ্যাম্পিয়ন। আর ভারতের ফিফা র্যাঙ্কিংয়ে ১০২ নম্বরে। কাগজে কলমে পার্থক্যটা এখানেই পরিষ্কার। খুব বেশি দিন নয়। কাতারে বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া। সেই কাতারেই এশিয়ান কাপের ম্যাচ। দোহার আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া। কাগজে কলমে আরও একটু পরিসংখ্যান দেওয়া যাক।
নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে এশিয়ান কাপে এসেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে। ভারতীয় দল আত্মবিশ্বাসী। ফিফা ক্রমতালিকায় পার্থক্যটাই যেন ভারতের কাছে অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতে পারে। ভারতকে দুর্বল দল ভেবে আত্মতুষ্টিতে ভুগবে না তো অস্ট্রেলিয়া! এই ম্যাচের আগে ভারতীয় দলে একটাই চিন্তা, সহাল আব্দুল সামাদের চোট। অজিদের বিরুদ্ধে পাওয়া যাবে না তাঁকে। ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ এমনটাই নিশ্চিত করছেন।
ক্যাপ্টেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটালদের মতো অভিজ্ঞ প্লেয়ারদের পাশাপাশি ভারতের তরুণ ব্রিগেডের কাছে এই ম্যাচ একটা দারুণ সুযোগ। ভারত অন্তত গোল না খাওয়ার সংকল্প নিয়ে নামলেও ইতিহাস গড়বে ব্লু টাইগার্সরা। আর ফুটবল শুধুই কাগজে কলমে নয়, খেলা মাঠে হবে। অঘটন তো হয়ই! গত বিশ্বকাপের কথাই ধরা যাক! কে ভেবেছিল আর্জেন্টিনার মতো দলকে হারিয়ে দেবে সৌদি আরব!
ভারত বনাম অস্ট্রেলিয়া, বিকেল ৫টা, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার