Sachin Tendulkar-Serena Williams: টেনিস কিংবদন্তিকে ক্রিকেট ঈশ্বরের বিশেষ বার্তা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 03, 2022 | 4:47 PM

Sachin Tendulkar-Serena Williams: কেরিয়ারে ২৩টি সিঙ্গলস গ্র্যান্ড স্লাম। দিদি ভেনাস উইলিয়ামসের সঙ্গে ডাবলসে ১৪ টি মেজর ট্রফি। অলিম্পিকে চারটি সোনার পদক। আরও এক ঝাঁক ট্রফি। ৪১-র সেরেনার কিছুটা হয়তো আক্ষেপ থাকতে পারে গ্র্যান্ড স্লাম সংখ্যা ২৪ করতে না পারার। তাহলে মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলতেন।

Sachin Tendulkar-Serena Williams: টেনিস কিংবদন্তিকে ক্রিকেট ঈশ্বরের বিশেষ বার্তা
ক্রিকেট ও টেনিসের কিংবদন্তি।
Image Credit source: TWITTER

Follow Us

মুম্বই : কিংবদন্তির বার্তা আর এক কিংবদন্তিকে। পেশাদার টেনিসে দীর্ঘ ২৭ বছরের কেরিয়ার। ইতি ঘটল এ বারের যুক্তরাষ্ট্র ওপেনে। তৃতীয় রাউন্ডে আজলা টমজানোভিচের কাছে হার। টুর্নামেন্ট শুরুর অনেক আগেই সেরেনা উইলিয়ামস (Serena Williams) জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ওপেন খেলে অবসর নেবেন। কিংবদন্তির জন্য মঞ্চ প্রস্তুত ছিল। যুক্তরাষ্ট্র ওপেন এবার হয়ে দাঁড়িয়েছিল ‘সেরেনা ওপেন’। তাঁর ম্যাচ মানেই উপচে ভরা ভিড়। তৃতীয় রাউন্ডে হারে কিছুটা হতাশা থাকলেও বেশিরভাগটাই গর্বের মুহূর্ত। সেরেনার অনবদ্য কেরিয়ারকে কোনও বিশেষণে বর্ণনা করা সম্ভব নয়। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) টেনিসের প্রতি ভালোবাসা অজানা নয়। রজার ফেডেরারের সঙ্গে বন্ধুত্বও রয়েছে। কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের জন্য হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা (Heartfelt Tribute) ক্রিকেট ঈশ্বরের।

কেরিয়ারে ২৩টি সিঙ্গলস গ্র্যান্ড স্লাম। দিদি ভেনাস উইলিয়ামসের সঙ্গে ডাবলসে ১৪ টি মেজর ট্রফি। অলিম্পিকে চারটি সোনার পদক। আরও এক ঝাঁক ট্রফি। ৪১-র সেরেনার কিছুটা হয়তো আক্ষেপ থাকতে পারে গ্র্যান্ড স্লাম সংখ্যা ২৪ করতে না পারার। তাহলে মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলতেন। একটা প্রজন্মের কাছে সেরেনা উইলিয়ামস টেনিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাঁর জন্য সচিন তেন্ডুলকরেক বিশেষ বার্তা। মাইক্রোব্লগিং সাইটে সচিন লিখেছেন, ‘বয়স সেটা নয়, যা শরীর তোমাকে বলছে। বয়স হল মন যেটা বলছে। তরুণরা হয়তো বিশ্বের সবচেয়ে বড় কোনও সমস্যার সমাধান করতে পারবে। সাবালকরা নতুন কিছু আবিষ্কার করতে পারে। স্পোর্টস সমাজকে প্রেরণা জোগায়। অসম্ভবকে সম্ভব করার সাহস জোগায়। প্রেরণা জোগানোর মতো একটা কেরিয়ারের জন্য শুভেচ্ছা।’ সেরেনা উইলিয়ামসকে মেনশন করে এই পোস্ট করেন সচিন।

 

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ৪০ বছরে। কয়েক দশকের কেরিয়ার। কয়েক প্রজন্মের প্রেরণা সচিন তেন্ডুলকর। মেয়েদের টেনিসে সেরেনাও তাই। পেশাদার টেনিস শুরু ১৯৯৫-তে। প্রথম গ্র্যান্ড স্লামে খেলেন ১৯৯৮ সালে। তখন বয়স মাত্র ১৬। অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন সেরেনা। প্রথম রাউন্ডে হারান আইরিনা স্পিরলিয়াকে। দ্বিতীয় রাউন্ডে হারেন দিদি ভেনাস উইলিয়ামসের কাছে। তাঁর কাছে প্রথম বড় সাফল্য ১৯৯৯ সালের যুক্তরাষ্ট্র ওপেন। ১৭ বছেরর সেরেনা ফাইনালে কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। কেরিয়ার শেষও করলেন যুক্তরাষ্ট্র ওপেনেই, নিজের দেশেই। এ বারের যুক্তরাষ্ট্র ওপেনের ডাবলসে প্রথম রাউন্ডেই হারে সেরেনা-ভেনাস জুটি। কিংবদন্তি সেরেনার জন্য চারিদিকে শুভেচ্ছার বন্যা।