AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2025: ভেঙ্কির টাকা তুলতে আগুনছোঁয়া দাম টিকিটের! ক্ষোভে ফেটে পড়ছেন KKR ফ্যানরা

IPL 2025: একদিকে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। রবিবার টুর্নামেন্টের ফাইনাল। এরই মাঝে অনলাইনে আইপিএলের প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হল। এ বার ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। আরসিবির বিরুদ্ধে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। এই ম্যাচের টিকিটের দাম অনেক বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেকেআরের অনুরাগীরা।

KKR, IPL 2025: ভেঙ্কির টাকা তুলতে আগুনছোঁয়া দাম টিকিটের! ক্ষোভে ফেটে পড়ছেন KKR ফ্যানরা
KKR, IPL 2025: ভেঙ্কির টাকা তুলতে আগুনছোঁয়া দাম টিকিটের! ক্ষোভে ফেটে পড়ছেন KKR ফ্যানরা Image Credit: KKR
| Updated on: Mar 09, 2025 | 5:05 PM
Share

কলকাতা: জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কেকেআর। এরপর থেকে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, রিটেন না করে এই বিপুল অর্থ খরচ করে ভেঙ্কিকে কেন টিমে ফেরাল কলকাতা নাইট রাইডার্স? ক্রিকেট মহলে এমনও বলা হচ্ছিল, হয়তো নাইটদের ক্যাপ্টেন হবেন তিনি। আদতে তা হয়নি। কয়েকদিন আগে আইপিএলের অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানের নাম ঘোষণা করেছে কেকেআর। আর সহ-অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের নাম ঘোষণা করে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। আজ, শুক্রবার অনলাইনে ইডেন গার্ডেন্সে হতে চলা আইপিএলের দুই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। আকাশছোঁয়া দাম রাখা হয়েছে টিকিটের। যা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা।

কেকেআরের একাধিক অনুরাগীর মতে, ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএলের মেগা নিলাম থেকে কেনার সময় যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছিল শাহরুখ খানের দল, এ বার সেটাই টিকিট বিক্রি করে তুলতে চাইছে নাইট রাইডার্স। তাই আইপিএলে ইডেন হতে চলা ২ ম্যাচের টিকিট বিক্রি শুরুর দিনই ক্ষোভ প্রকাশ করে চলেছেন একের পর এক সমর্থকরা।

কলকাতা নাইট রাইডার্সের এক্সে একটি পোস্ট শেয়ার করা হয়েছে টিকিট বিক্রি সংক্রান্ত। সেখানে অনেকে কমেন্ট করেছেন, এ বছর টিকিটের দাম অন্য বছরের তুলনায় অনেক বেশি। সেখানেই এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “ভেঙ্কটেশ আইয়ারের টাকা এখান থেকে তুলে নেবে কেকেআর।”

কেকেআর-আরসিবি ম্যাচের টিকিট কিনতে আগ্রহী এক এক্স ব্যবহারকারী ওই পোস্টের কমেন্ট সেকশনে লিখেছেন, “ইচ্ছাকৃতভাবে ৯০০ এবং ২০০০ টাকার টিকিট উপলব্ধ নয়। লেখা উঠছে বিক্রি হয়ে গিয়েছে। এটা খুবই খারাপ এবং অপেশাদার। ন্যূনতম টিকিটের দাম ৩৫০০ থেকে শুরু।”

উল্লেখ্য, ২২ মার্চ ইডেনে হতে চলা কেকেআর বনাম আরসিবি ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ৯০০ টাকা। এরপর রয়েছে ২০০০, ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০ এবং ১৫ হাজার টাকার টিকিট। এরপর ৩ এপ্রিল ক্রিকেটের নন্দনকাননে যে কেকেআর-হায়দরাবাদ ম্যাচ হবে, সেটির ৯০০ এবং ২০০০ টাকার টিকিট প্রথম দিনই দ্রুত বিক্রি হয়েছে। এই আগুনের মতো টিকিটের দাম নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে চলছে জোর আলোচনা।

kkr ticket

বুকমাইশো-তে দেওয়া কেকেআর ম্যাচের টিকিটের দাম।