China: বাংলা ফুটবলে চিনের কু-নজর! সতর্ক করল ফেডারেশন

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 05, 2024 | 9:05 PM

Football Match Fixing: ভারতীয় ফুটবলে নজর চিনের। এখানে ম্যাচ ফিক্সিংয়ের জন্য নানা ফন্দি আঁটছে। এমনই সতর্কবার্তা পাঠিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। বিভিন্ন রাজ্য সংস্থার মতো বাংলা ফুটবল সংস্থাকেও সেই সতর্কবার্তা পাঠানো হয়েছে। ফেডারেশন সচিবের স্বাক্ষরিত সেই চিঠিতে নানা বিষয়ে বিস্তারিত রয়েছে। দেশের বিভিন্ন ক্লাবে এমন প্রস্তাব আসায় তারা বিষয়টি ফেডারেশনের নজরে এনেছে।

China: বাংলা ফুটবলে চিনের কু-নজর! সতর্ক করল ফেডারেশন
Image Credit source: AIFF

Follow Us

চিনের নজরে এ বার বাংলার ফুটবলও! এমনই সতর্কবার্তা পাঠাল সর্বভারতীয় ফুটবল সংস্থা। কলকাতা ফুটবল লিগে এর আগে গড়াপেটার অভিযোগ উঠেছিল। শেষ অবধি আসরে নামে বাংলা ফুটবল সংস্থা। পুলিশ অবধিও গড়ায় সেই অভিযোগ। তবে এ বার বিষয়টা আন্তর্জাতিক! চিন থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রলোভন এসেছে! অবিশ্বাস্য মনে হলেও বাংলা ফুটবল সংস্থাকে এ বিষয়ে সতর্ক করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। ঠিক কী হয়েছে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ফুটবলে নজর চিনের। এখানে ম্যাচ ফিক্সিংয়ের জন্য নানা ফন্দি আঁটছে। এমনই সতর্কবার্তা পাঠিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। বিভিন্ন রাজ্য সংস্থার মতো বাংলা ফুটবল সংস্থাকেও সেই সতর্কবার্তা পাঠানো হয়েছে। ফেডারেশন সচিবের স্বাক্ষরিত সেই চিঠিতে নানা বিষয়ে বিস্তারিত রয়েছে। দেশের বিভিন্ন ক্লাবে এমন প্রস্তাব আসায় তারা বিষয়টি ফেডারেশনের নজরে এনেছে।

সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে বাংলা ফুটবল সংস্থার কাছে যে চিঠি এসেছে, তাতে বলা হয়েছে-স্যাম নাম এক ব্য়ক্তির তরফে বিভিন্ন ক্লাবকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়ে মেইল করা হয়েছে। শুধু তাই নয়, সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছেন। সেটি চিনের ফোন নম্বর। এ ধরনের মেইল এলে যেন প্রলোভনে পা দেওয়া হয় সে বিষয়ে সতর্ক করেছে সর্বভারতীয়য় ফুটবল সংস্থা। আই লিগের সমস্ত ক্লাবকেও এই চিঠি পাঠানো হয়েছে।

Next Article