India vs Korea Hockey Semifinal: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, খেতাব ধরে রাখার ম্যাচে সামনে সেই চিন

Sep 16, 2024 | 5:29 PM

Asian Champions Trophy 2024 Final: দিনের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে জোরালো ধাক্কা দিয়েছে চিন। নির্ধারিত সময়ে স্কোর লাইন ১-১ থাকলেও পেনাল্টি শুটআউটে বাজিমাত চিনের। হকিতে তুলনামূলক শক্তিশালী পাকিস্তানের স্বপ্ন ভেঙে প্রথম বার ফাইনালে জায়গা করে নিয়েছে চিন। বৃত্তটা সম্পূর্ণ করতে ভারতের চাই উদ্বোধনী ম্যাচের অ্যাকশন রিপ্লে।

India vs Korea Hockey Semifinal: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, খেতাব ধরে রাখার ম্যাচে সামনে সেই চিন
Image Credit source: HOCKEY INDIA

Follow Us

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। সদ্য প্যারিস অলিম্পিকেও ব্রোঞ্জ পদক এনেছে ভারতীয় পুরুষ হকি দল। হরমনপ্রীতদের নজরে এ বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ধরে রাখা। টুর্নামেন্টে লিগ পর্বের পাঁচ ম্যাচ জিতেই সেমিফাইনালে নেমেছিল ভারত। অভিযান শুরু হয়েছিল চিনের বিরুদ্ধে। উদ্বোধনী ম্যাচে চিনকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এরপর থেকে টুর্নামেন্ট যত এগিয়েছে, ভারতের জয়ের ব্যবধান বেড়েছে। মালয়েশিয়াকে ৮-১’এর বিশাল ব্যবধানেও হারিয়েছিল ভারত। লিগের শেষ ম্যাচে পাকিস্তানকেও হারিয়েছেন হরমনপ্রীতরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এ বারও ফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত। ট্রফির ম্যাচে সামনে চিন।

টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল ভারত। সেমিফাইনালে তা বজায় থাকল। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ভারতকে ১-০ এগিয়ে দেন উত্তম সিং। এরপর কামাল ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের। বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিংয়ের সৌজন্যে হাফটাইমে ২-০ এগিয়ে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারে জার্মানপ্রীত সিংয়ের দুর্দান্ত ফিল্ড গোল। সুমিত বাল্মীকির পাস থেকে বল রিসিভ করেই জোরালো শট। কোরিয়া গোলরক্ষক কোনও কিনারাই খুঁজে পাননি। হাফটাইমে ২-০ এগিয়ে থাকার পর তৃতীয় কোয়ার্টারে তৃতীয় গোল জার্মানপ্রীতের সৌজন্যে।

যদিও জার্মানপ্রীতের গোলের মুহূর্তের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করেন কোরিয়ার ইয়ান জিহুন। তৃতীয় কোয়ার্টারের ১ সেকেন্ড বাকি মাত্র। সেই মুহূর্তে সার্কেল থেকে বেরিয়ে আসায় হলুদ কার্ড দেখেন কোরিয়া গোলরক্ষক। পেনাল্টি কর্নারও পায় ভারত। প্রধান গোলরক্ষক ৫ মিনিটের জন্য সাসপেন্ড। হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিক দুর্দান্ত চেষ্টা করলেও সেভ করতে ব্যর্থ পরিবর্ত গোলরক্ষক। ৪-১ এগিয়ে যায় ভারত। টুর্নামেন্টে হরমনপ্রীতের সপ্তম গোল।

এই খবরটিও পড়ুন

দিনের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে জোরালো ধাক্কা দিয়েছে চিন। নির্ধারিত সময়ে স্কোর লাইন ১-১ থাকলেও পেনাল্টি শুটআউটে বাজিমাত চিনের। হকিতে তুলনামূলক শক্তিশালী পাকিস্তানের স্বপ্ন ভেঙে প্রথম বার ফাইনালে জায়গা করে নিয়েছে চিন। বৃত্তটা সম্পূর্ণ করতে ভারতের চাই উদ্বোধনী ম্যাচের অ্যাকশন রিপ্লে। কাল ফাইনালে মুখোমুখি ভারত-চিন। তৃতীয় স্থানের লড়াইয়ে নামবে পাকিস্তান ও কোরিয়া।

Next Article