অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬-য় সেরেনা-ওসাকা

Feb 12, 2021 | 4:08 PM

চতুর্থ রাউন্ডে সেরেনা খেলবেন বেলারুশের টেনিস তারকা ও টুর্নামেন্টের সপ্তম বাছাই আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে।

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬-য় সেরেনা-ওসাকা
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬-য় সেরেনা-ওসাকা

Follow Us

মেলবোর্নে: ৩১টা আনফোর্সড এরর করেছেন তিনি। শুরুটাও খুব একটা ভালো ছিল না। সে সব কাটিয়ে ছন্দে ফিরেছেন দ্বিতীয় সেটে। তার পর আর পিছন ফিরে দেখতে হয়নি। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) চতুর্থ রাউন্ডে সেরেনা উইলিয়ামস (Serena Williams)।

আরও পড়ুন: ফের দর্শকহীন অস্ট্রেলিয়ান ওপেন

২৩টা গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকার মতো শেষ ১৬-তে পা দিলেন নাওমি ওসাকাও (Naomi Osaka)। টিউনিশিয়ার ওনস জাবুয়েরকে ৬-৩, ৬-২ হারালেন। চতুর্থ রাউন্ডে তাঁর প্রতিপক্ষ গত বার ফাইনালে হেরে যাওয়া গার্বিন মুগুরুজা।

 

আরও পড়ুন: সুনীলদের নতুন কোচ মার্কো পেজাইউয়োলি

ওসাকার মতো অবশ্য ছন্দে নেই সেরেনা। রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাঁকে। প্রথম সেটটা বেশ কষ্ট করেই জিততে হয়েছে সেরেনাকে। ওই সময় কোর্টে বেশ কিছু ভুল করেছেন তিনি। শেষ পর্যন্ত ৭-৬ জেতেন সেরেনা। দ্বিতীয় সেটে অবশ্য় স্বমহিমায় ফেরেন সেরেনা। চতুর্থ রাউন্ডে সেরেনা খেলবেন বেলারুশের টেনিস তারকা ও টুর্নামেন্টের সপ্তম বাছাই আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে।

ম্যাচের পর সেরেনা বলেছেন, ‘চতুর্থ রাউন্ডে উঠতে পেরে অবশ্যই ভালো লাগছে। তবে বেশ কিছু ভুল আমি করেছি। অবশ্য প্রতিটা রাউন্ডে জেতা এবং নিজেকে আরও মেলে ধরাই আমার একমাত্র কাজ।’

Next Article