AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শার্দূলই খেলা ঘুরিয়ে দিয়েছিল, বলছেন ভুবি

পুনে: চোট থেকে ফিরে দারুণ ছন্দে আছেন তিনি। আইপিএলের আগে যা স্বস্তিতে রাখছে ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar)। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টে ওয়ান ডে ম্যাচে ৬টা উইকেট পেলেও ভুবি কিন্তু টেস্ট টিমে নিজের জায়গা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। যে কারণে এখন থেকেই ইংল্যান্ড সফরের সফরের দিকে তাকিয়ে তিনি। আর তাই আইপিএলে ওয়ার্কলোডের উপর জোর দেবেন। যাতে বাড়তি […]

শার্দূলই খেলা ঘুরিয়ে দিয়েছিল, বলছেন ভুবি
শার্দূলের প্রশংসায় ভুবনেশ্বর। ছবি: টুইটার
| Updated on: Mar 29, 2021 | 2:50 PM
Share

পুনে: চোট থেকে ফিরে দারুণ ছন্দে আছেন তিনি। আইপিএলের আগে যা স্বস্তিতে রাখছে ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar)। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টে ওয়ান ডে ম্যাচে ৬টা উইকেট পেলেও ভুবি কিন্তু টেস্ট টিমে নিজের জায়গা ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। যে কারণে এখন থেকেই ইংল্যান্ড সফরের সফরের দিকে তাকিয়ে তিনি। আর তাই আইপিএলে ওয়ার্কলোডের উপর জোর দেবেন। যাতে বাড়তি ম্যাচ খেলতে গিয়ে চোট-আঘাত না লাগে তাঁর।

আরও পড়ুন: ইনজুরি টাইমের গোলে জয় স্পেনের

ভুবি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটেই আমার চোখ। লাল বলের ক্রিকেটে যাতে দ্রুত ফিরে আসতে পারি, সে দিকে তাকিয়েই তৈরি করছি নিজেকে। আর সেই কারণেই আইপিএলের সময় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। যাতে ইংল্যান্ড সফরে টিমে ফিরতে সমস্যা না হয়।’ গত দু’বছরে ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar) সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিজের ফিটনেস নিয়ে। বারবার চোট পেয়ে ছিটকে গিয়েছেন ভারতীয় টিম থেকে। ইংল্যান্ডকে রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে ওয়ান ডে সিরিজ ২-১ জয়ের পর ভুবি বলেছেন, ‘আমি নিজের ভবিষ্যত্‍ নিয়ে খুব বেশি ভাবছি না। দূরের কথা তো নয়ই। কারণ, পরিস্থিতি অনেক সময়ই পক্ষে থাকে না। সেটা ইনজুরি হোক কিংবা ফর্ম হারানো। তবে ওয়ার্কলোড নিয়ে কাজ করতেই হবে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার সময় একটাই লক্ষ্য ছিল, যে ভাবে হোক মাঠে ফিরতে হবে। তাই নিজের ফিটনেসের উপর জোর দিয়েছিলাম।’

পুনেতে তৃতীয় ওয়ান ডে ম্যাচে প্রায় হারতে হারতে দারুণ ভাবে ফিরে এসেছিল ভারত। শেষ পর্যন্ত ভারত ৭ রানে ম্যাচ জিতেছে। ভুবি (Bhuvneshwar Kumar) ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। যা নিয়ে তিনি বলেছেন, ‘ইংল্যান্ড যে ভাবে শেষ কয়েকটা ম্যাচ খেলেছে, তাতে ওরা যে তীব্র চাপে রাখবে আমাদের, ভালো করেই জানতাম। আর তাই, ভালো বল করাটা ছিল চ্যালেঞ্জ। খারাপ বল করলে রান তুলবেই, ভালো বল করলেও ওদের থামানো যাবে না। একমাত্র টানা ভালো বল করতে পারলে তবেই ওদের বিরুদ্ধে উইকেট তোলা সম্ভব। তাই ওই অঙ্কটা সামনে রেখেই মাঠে নেমেছিলাম আমরা।’ শার্দূল ঠাকুরের (Shardul Thakur) পারফরম্যান্সে মুগ্ধ ভুবি (Bhuvneshwar Kumar)। ৬৭ রানে ৪ উইকেট নেওয়া মুম্বই পেসারকে নিয়ে ভুবি বলেছেন, ‘শার্দূল (Shardul Thakur) দ্বিতীয় বদলি হিসেবে বল করতে এসেছিল। বল তখন সুইং করছে না। উইকেটও ফ্ল্যাট। ওই পরিস্থিতিতে কিন্তু বল করাটা অত্যন্ত কঠিন। কিন্তু ওই পরিস্থিতিতেই ও খেলাটা ঘুরিয়ে দিয়েছিল। ম্যাচে ওই সময় স্পিনাররা যে ভূমিকাটা পালন করে, সেটাই শার্দূল করেছে।’