অলিম্পিকের আগে ধাক্কা ভারতীয় মহিলা দলে

sushovan mukherjee |

Apr 27, 2021 | 5:32 PM

পুরুষ এবং মহিলা উভয় দলকেই ওয়ার্ল্ড রিলেতে পাঠাচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশন।

অলিম্পিকের আগে ধাক্কা ভারতীয় মহিলা দলে
অলিম্পিকের প্রস্তুতিতে বড় ধাক্কা।

Follow Us

নয়াদিল্লি: অলিম্পিকের আগে বড়সড় ধাক্কা ভারতীয় মহিলা (Indian women) ৪x৪০০ মিটার রিলে দৌড়ে। মে-র শুরুতেই পোল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রিলে। যেখানে ভালো ফল করলে মিলবে অলিম্পিকের (Olympics) ছাড়পত্র। অ্যাথলেটিক্স ফেডারেশন সূত্রের খবর, ভারতীয় মহিলা দল এখনও আনফিট। রিলে দৌড়ে মহিলা দলের প্রধান রানার অঞ্জলি দেবী এখনও ফিট হয়ে উঠতে পারেননি। গত মার্চ মাসে চোট পান তিনি। যার জন্য ওয়ার্ল্ড রিলেতে তাঁর খেলার সম্ভাবনা নেই। দলের অপর রানার জিসনা ম্যাথিউ, তিনিও সরে গিয়েছেন ওয়ার্ল্ড রিলে থেকে।

আরও পড়ুন: লিনের অনুরোধ ফেরাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

দলের এক অ্যথলিট বলেন, ‘প্রধান রানারদের অধিকাংশই আনফিট। তাদের বিকল্পও কেউ নেই।’ মে মাসে ১ আর ২ তারিখ চরজৌতে ওয়ার্ল্ড রিলে অনুষ্ঠিত হবে। অলিম্পিকে যোগ্যতা অর্জনের পাশাপাশি ২০২২ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের ছাড়পত্রও মিলবে এখান থেকে। ওয়ার্ল্ড রিলেতে অংশ নেওয়ার জন্য এ মাসের শুরুতেই মহিলা দলকে চূড়ান্ত করেছিল ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। যার মধ্যে ছিলেন- পুভাম্মা, শুবা ভেঙ্কটেশ, কিরণ, অঞ্জলি দেবী, রেবতী এবং জিসনা ম্যাথিউ।

 

পুরুষ এবং মহিলা উভয় দলকেই ওয়ার্ল্ড রিলেতে পাঠাচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশন। ২০১৯ দোহা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেই ৪*৪০০ মিটার রিলে দৌড়ে অলিম্পিকের টিকিট জোগাড় করে ফেলেছে ভারতীয় মিক্সড দল। যদিও অ্যাথলেটিক্স ফেডারেশন আশাবাদী, ওয়ার্ল্ড রিলে থেকে অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে পারবে ভারতীয় মহিলা দল।

Next Article