BWF World Championships 2022: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে কঠিন রাস্তা সিন্ধুদের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 11, 2022 | 6:15 AM

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোর্টে প্রত্যাবর্তন করেছেন ক্যারোলিনা মারিন। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ওপেনে খেলেছেনও। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পঞ্চম বাছাই মারিন।

BWF World Championships 2022: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে কঠিন রাস্তা সিন্ধুদের
Image Credit source: PTI

Follow Us

টোকিও : কমনওয়েলথ গেমসে পদকের উৎসবের রেশ কাটেনি। এরই মধ্যে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের (BWF World Championships 2022) দামামা বেজে গেল। ২১ অগস্ট শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। টোকিওয় হবে এই প্রতিযোগিতা। গত বছর এই শহরেই দ্বিতীয় অলিম্পিক পদক জিতেছিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। ড্র তৈরি। রাস্তা বেশ কঠিন বার্মিংহ্যামে সোনার পদক জয়ী পিভি সিন্ধু, লক্ষ্য সেনদের। সব কিছু ঠিক থাকলে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেই বড় চ্যালেঞ্জ। বিশ্বের ৩ নম্বর আন সে ইয়ঙের বিরুদ্ধে নামতে হবে পিভি সিন্ধুকে। দক্ষিণ কোরিয়ার এই প্রতিপক্ষের বিরুদ্ধে ৫ বারের সাক্ষাতে জয়ের মুখ দেখেননি সিন্ধু। এ বছর দু বার আন-এর কাছে হেরেছেন সিন্ধু। উবার কাপের গ্রুপ পর্বে। তাও আবার স্ট্রেট গেমে। লক্ষ্য সেনের (Lakshya Sen) বড় চ্যালেঞ্জ কেন্টো মোমোটা।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পাচ্ছেন সিন্ধু। দ্বিতীয় রাউন্ডে চিনের কিউ শুফেই কিংবা হান ইউয়ের বিরুদ্ধে নামতে হতে পারে। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন সিন্ধু। দ্বিতীয় বার বিশ্ব সেরা হওয়ার লক্ষ্যে তাঁর ভরসা সদ্য কমনওয়েলথ গেমসে সোনা জয়। গত বার কোয়ার্টার ফাইনালে তাই জু-র কাছে হেরেছিলেন সিন্ধু। এ বার আন সে ইয়ঙ বাধা পেরোলে সেমিফাইনালে প্রতিযোগিতার শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে নামতে হবে। এসিএল চোটের কারণে টোকিও অলিম্পিকে খেলতে পারেননি স্প্যানিশ ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোর্টে প্রত্যাবর্তন করেছেন মারিন। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া ওপেনে খেলেছেনও। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পঞ্চম বাছাই মারিন। আরেক ভারতীয় মহিলা শাটলার সাইনা নেহওয়াল হঙকঙের চিউং এনগান ই-র বিরুদ্ধে অভিযান শুরু করবেন। দ্বিতীয় রাউন্ডেই সাইনাকে খেলতে হতে পারে প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই নোজোমি ওকুহারার বিরুদ্ধে।

পুরুষদের সিঙ্গলসে একই কোয়ার্টারে তিন ভারতীয় শাটলার লক্ষ্য সেন, এইচএস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত। প্রতিযোগিতার দ্বাদশ বাছাই কিদাম্বি শ্রীকান্তের প্রথম প্রতিপক্ষ এনহাট এনগুগেন। গত বার হুয়েভা বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন ভারতীয় শাটলার শ্রীকান্ত। শেষ ষোলোয় শ্রীকান্তকে খেলতে হতে পারে প্রতিযোগিতার পঞ্চম বাছাই লি জি জিয়ার বিরুদ্ধে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে ফিট রাখতে কমনওয়েলথ গেমসে খেলেননি মালয়েশিয়ার এই শাটলার। কমনওয়েলথ গেমসে সোনা জয়ী তরুণ ভারতীয় শাটলার লক্ষ্য সেন প্রথম রাউন্ডে খেলবেন ক্রিশ্চান সলবার্গের বিরুদ্ধে। প্রণয় প্রথম ধাপ পেরোলে দ্বিতীয় রাউন্ডে সাক্ষাৎ হতে পারে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই কেন্টো মোমোটার।

 

Next Article