East Bengal: ডার্বির পরের ম্যাচেই হোঁচট, লিগের সূচিকে একহাত ইস্টবেঙ্গল কোচের

East Bengal, CFL 2024: প্রথম এগারোয় এদিন বেশ কিছু পরিবর্তন আনেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। দেবজিৎ মজুমদার, ডেভিডরা যেমন ফিরে গিয়েছেন সিনিয়র দলে। বিষ্ণুকেও শুরু থেকে খেলাননি ইস্টবেঙ্গল কোচ। সায়ন, সিডনি, সুব্রত মুর্মু, বিষ্ণুরা পরে মাঠে নামলেও গোলের খাতা খুলতে পারেননি কেউই।

East Bengal: ডার্বির পরের ম্যাচেই হোঁচট, লিগের সূচিকে একহাত ইস্টবেঙ্গল কোচের
Image Credit source: EAST BENGAL
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2024 | 6:31 PM

কলকাতা: ময়দানের সেই প্রাচীন প্রবাদ। ডার্বির পরের ম্যাচে পয়েন্ট নষ্ট। শনিবার বড় ম্যাচ জিতেই মঙ্গলবার কলকাতা লিগে হোঁচট খেল ইস্টবেঙ্গল। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল আর ক্যালকাটা কাস্টমস। সেই ম্যাচেই কাস্টমসের কাছে আটকে গেল লাল-হলুদ ব্রিগেড। চলতি লিগে প্রথম বার পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের। বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমসও লিগে তিন ম্যাচ জিতে খেলতে নেমেছিল। সায়ন, বিষ্ণুদের শেষ পর্যন্ত রুখে দিল বিশ্বজিৎ হেমব্রম, রাহুল নষ্কররা।

প্রথম এগারোয় এদিন বেশ কিছু পরিবর্তন আনেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। দেবজিৎ মজুমদার, ডেভিডরা যেমন ফিরে গিয়েছেন সিনিয়র দলে। বিষ্ণুকেও শুরু থেকে খেলাননি ইস্টবেঙ্গল কোচ। সায়ন, সিডনি, সুব্রত মুর্মু, বিষ্ণুরা পরে মাঠে নামলেও গোলের খাতা খুলতে পারেননি কেউই।

ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ লিগের সূচি নিয়ে ক্ষোভ উগড়ে দেন। লাল-হলুদ কোচ বলেন, ‘এত কম সময়ের মধ্যে ম্যাচ খেলতে হওয়ায় ছেলেরা মানসিক ভাবে প্রস্তুত ছিল না। সামনে আরও ঠাসা সূচিতে ম্যাচ খেলতে হবে আমাদের।’

অন্যদিকে কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ময়দানের পোড় খাওয়া। ম্যাচ শেষে রীতিমতো ফুৎকারে উড়িয়ে দিলেন কলকাতার তিন প্রধানকে। বিশ্বজিতের হুঙ্কার, ‘এই লিগে কলকাতার তিন প্রধানকে আমি পরোয়া করি না। তিন প্রধানই যথেষ্ট দুর্বল।’ ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল আর কাস্টমস। অন্যদিকে রেনবোকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ভবানীপুর। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট ভবানীপুরের ঝুলিতে।