হাঁটুর চোটে অলিম্পিক থেকে সরলেন ক্যারোলিনা

sushovan mukherjee |

Jun 01, 2021 | 5:52 PM

পাঁচবারের ইউরোপিয়ান ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা (Carolina Marin) এক বিবৃতিতে বলেছেন, 'গত সপ্তাহের শেষে ডাক্তারি পরীক্ষার পর আমি নিশ্চিত হয়েছি যে, আমার বাঁ হাটুর এসিএল (ACL) ছিঁড়েছে। ফিট হতে সময় লাগবে অনেকটাই। এই পরিস্থিতিতে আমার পক্ষে অলিম্পিকে নামা সম্ভব নয়। তাই টোকিও অলিম্পিক (Tokyo Games) থেকে নিজেকে সরিয়ে নিতেই বাধ্য হচ্ছি।'

হাঁটুর চোটে অলিম্পিক থেকে সরলেন ক্যারোলিনা
অলিম্পিকে নেই ক্যারোলিনা মারিন। ছবি: টুইটার

Follow Us

মাদ্রিদ: টোকিও গেমসের (Tokyo Games) আগেই এক নক্ষত্রপতন। হাঁটুর চোটে অলিম্পিক (Olympics) থেকে সরে গেলেন স্পেনের ক্যারোলিনা মারিন (Carolina Marin)। রিও অলিম্পিকে সোনাজয়ী শাটলার না থাকায় ব্যাডমিন্টনের জৌলুস কমবে, কোনও সন্দেহ নেই। আবার ভারতীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, পিভি সিন্ধুর সোনা জয়ের স্বপ্নপূরণ হতে পারেন টোকিওতে। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা সরে যাওয়ায়।
পাঁচবারের ইউরোপিয়ান ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা (Carolina Marin) এক বিবৃতিতে বলেছেন, ‘গত সপ্তাহের শেষে ডাক্তারি পরীক্ষার পর আমি নিশ্চিত হয়েছি যে, আমার বাঁ হাটুর এসিএল (ACL) ছিঁড়েছে। ফিট হতে সময় লাগবে অনেকটাই। এই পরিস্থিতিতে আমার পক্ষে অলিম্পিকে নামা সম্ভব নয়। তাই টোকিও অলিম্পিক (Tokyo Games) থেকে নিজেকে সরিয়ে নিতেই বাধ্য হচ্ছি।’

আরও পড়ুন: WTC ফাইনালের জন্য ঘাম ঝরাচ্ছেন কোহলিরা

অলিম্পিকের আর দু’মাসও বাকি নেই। এমনিতেই টোকিও ঘিরে নানা অনিশ্চয়তা। করোনার কারণে এখনও পর্যন্ত কোনও তারকা নাম তুলে নেননি টোকিও গেমস থেকে। কিন্তু ক্যারোলিনার না-থাকা অনেকটাই জৌলুস কমাবে। ব্যাডমিন্টনে এই মুহূর্তে তিনিই সুপারস্টার। আক্ষেপ থাকলেও মারিন বলেছেন, ‘গত দু’মাস আমি সেই অর্থে প্রস্তুতিই নিতে পারিনি। পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। শেষ পর্যন্ত অলিম্পিক থেকে সরে যেতে হচ্ছে। তবে জানি, আমার পাশে অনেকেই আছেন।’

Next Article