মুম্বই: কোয়ারান্টিন (Quarantine) পর্বকে বেশ কাজে লাগাচ্ছে বিরাটব্রিগেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC final) হতে বাকি মাত্র ১৭ দিন। সাউদাম্পটনে WTC ফাইনালের আগে হাতে প্র্যাক্টিসের জন্য খুব একটা সময় পাবেন না বিরাট-রোহিতরা। বর্তমানে মুম্বইয়ের টিম হোটেলে কোয়ারান্টিন কাটাচ্ছেন রাহানে-পন্থরা। তাই সেখানের জিমেই ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। টুইটারে (Twitter) বিসিসিআইয়ের (BCCI) তরফে এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে বিরাটদের জিম সেশনের ঝলক।
ভিডিয়োর ক্যাপশনে লেখা, “পুরোদমে প্রস্তুতি চলছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য টিম ইন্ডিয়ার সদস্যরা জিমে ঘাম ঝরাচ্ছেন।” ভিডিয়োতে দেখা গেছে বিরাট কোহলি, জশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা, আজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা জিমে ওয়ার্ক আউট করছেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
Preps in full swing as #TeamIndia sweat it out in the gym ahead of the ICC World Test Championship Final ??? – by @RajalArora
Full video ?️? https://t.co/qDCuAC5Xvd pic.twitter.com/vggs9WuT0r
— BCCI (@BCCI) May 31, 2021
বিসিসিআইয়ের (BCCI) ওয়েবসাইটে পুরো ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। সেখানে বিরাটদের ফিজিক্যাল ট্রেনার সোহম দেশাই (Soham Desai) বলেছেন, “আমাদের দলের দিকে তাকালে, নিক ওয়েবার এবং আমি দু’জনেই অনুভব করি যে আমরা ছেলেরা বিশ্রাম নেওয়ার জন্য যে সুযোগ পেয়েছে, তাতে আমরা উপকৃত হয়েছি। গত বারের আইপিএল থেকে এ বারের আইপিএল পর্যন্ত তারা দীর্ঘ এক বছর সময় কাটিয়েছে। আমরা ওদের তিন সপ্তাহ সময় নিয়েছিলাম প্রশিক্ষণের জন্য, যা এই মরসুমে প্রায় সম্ভবই ছিল না। তারপর আমরা ওদের নিজেদের বাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য বলেছিলাম। কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটানোর জন্য বলা হয়েছিল। তার পর আস্তে আস্তে, আমরা তাদের কী করা দরকার সেটা জানিয়েছি।”
আরও পড়ুন: চুক্তিপত্রে সই না করা মানে মুখ্যমন্ত্রীকে অমান্য করা, বিস্ফোরক বাঙ্গুর