Bangla NewsSportsCricket news Happy birthday to greats Steve Waugh and Mark Waugh the first male twins to ever play Test cricket together
ওয়া ব্রাদার্সের ৫৬তম জন্মদিন
ক্রিকেট (Cricket) ইতিহাসের খ্যাতনামা দুই যমজ ভাই স্টিভ ওয়া (Steve Waugh) ও মার্ক ওয়া (Mark Waugh)। আজ তাঁদের ৫৬তম জন্মদিন। ১৯৬৫ সালের ২ জুন মাত্র চার মিনিটের ব্যবধানে জন্ম হয় স্টিভ ও মার্কের। দুই যমজ (twins) ভাই হিসেবে একসঙ্গে প্রথম টেস্ট (Test cricket) খেলার নজির গড়েছেন স্টিভ ও মার্ক। এই যমজ ভাই একসঙ্গে ১০৮টি টেস্টে খেলেছেন।