ওয়া ব্রাদার্সের ৫৬তম জন্মদিন

Jun 02, 2021 | 2:22 PM

ক্রিকেট (Cricket) ইতিহাসের খ্যাতনামা দুই যমজ ভাই স্টিভ ওয়া (Steve Waugh) ও মার্ক ওয়া (Mark Waugh)। আজ তাঁদের ৫৬তম জন্মদিন। ১৯৬৫ সালের ২ জুন মাত্র চার মিনিটের ব্যবধানে জন্ম হয় স্টিভ ও মার্কের। দুই যমজ (twins) ভাই হিসেবে একসঙ্গে প্রথম টেস্ট (Test cricket) খেলার নজির গড়েছেন স্টিভ ও মার্ক। এই যমজ ভাই একসঙ্গে ১০৮টি টেস্টে খেলেছেন।

1 / 5
১৯৮৫ সালে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় স্টিভ ওয়ার। (সৌজন্যে-টুইটার)

১৯৮৫ সালে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় স্টিভ ওয়ার। (সৌজন্যে-টুইটার)

2 / 5
১৯৯১ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় মার্ক ওয়ার।(সৌজন্যে-টুইটার)

১৯৯১ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় মার্ক ওয়ার।(সৌজন্যে-টুইটার)

3 / 5
 অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ১৬৮টি টেস্ট ম্যাচ এবং ৩২৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন স্টিভ ওয়া।(সৌজন্যে-টুইটার)

অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ১৬৮টি টেস্ট ম্যাচ এবং ৩২৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন স্টিভ ওয়া।(সৌজন্যে-টুইটার)

4 / 5
অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ১২৮টি টেস্ট ম্যাচ এবং ২৪৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন মার্ক ওয়া।(সৌজন্যে-টুইটার)

অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ১২৮টি টেস্ট ম্যাচ এবং ২৪৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন মার্ক ওয়া।(সৌজন্যে-টুইটার)

5 / 5
দুই যমজ ভাই হিসেবে একসঙ্গে প্রথম টেস্ট খেলার নজির গড়েছেন স্টিভ ও মার্ক। এই যমজ ভাই একসঙ্গে ১০৮টি টেস্টে খেলেছেন।(সৌজন্যে-টুইটার)

দুই যমজ ভাই হিসেবে একসঙ্গে প্রথম টেস্ট খেলার নজির গড়েছেন স্টিভ ও মার্ক। এই যমজ ভাই একসঙ্গে ১০৮টি টেস্টে খেলেছেন।(সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery