Muhammad Ali: মহম্মদ আলির ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ বেল্ট বিকলো এত্ত দামে!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 25, 2022 | 9:30 AM

এই প্রথম মহম্মদ আলির কোনও স্মারক কিনলেন জিম ইরসে, তা নয়।

Muhammad Ali: মহম্মদ আলির রাম্বল ইন দ্য জঙ্গল বেল্ট বিকলো এত্ত দামে!
বক্সিং কিংবদন্তি মহম্মদ আলি।
Image Credit source: TWITTER

Follow Us

 

ওয়াশিংটন : সালটা ১৯৭৪। বক্সিং কিংবদন্তি মহম্মদ আলির (Muhammad Ali) অন্যতম স্মরণীয় ম্যাচ। আট রাউন্ডের লড়াই। অবশেষে নকআউট করেছিলেন জর্জ ফোরম্যানকে। সেই ম্যাচটি ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ ( “The Rumble in the Jungle”) নামে ইতিহাসে স্থান পেয়েছে। হেভিওয়েট বক্সিংয়ে নিজের চ্যাম্পিয়নশিপ বেল্ট ফেরৎ এনেছিলেন মরিয়া লড়াইয়ে। মহম্মদ আলির সেই ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ বেল্ট নিলামে উঠেছিল। সেটি নিলামে কিনলেন জিম ইরসে (Jim Irsay)। দাম উঠল ৬.১৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকা।

 

 

স্মারক সংগ্রহের দিক থেকে নাম ডাক রয়েছে জিম ইরসের। তাঁর আরও একটা বড় পরিচয়, এনএফএলের দল ইন্ডিয়ানাপোলিস কোল্টসের কর্ণধার তথা মুখ্য কার্যনির্বাহি আধিকারিক তিনি। জিম ইরসে নিজেই টুইটারে ঘোষণা করেছেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ কেনার বিষয়টি। তিনি ইঙ্গিত দিয়েছেন, অগস্টে শিকাগোয় তাঁর যাবতীয় স্মারক সংগ্রহ সকলের দেখার জন্য রাখতে পারেন। সেপ্টেম্বরে ইন্ডিয়ানাপোলিসেও এই সংগ্রহ দেখানো হতে পারে। এই প্রথম মহম্মদ আলির কোনও স্মারক কিনলেন জিম ইরসে, তা নয়। সর্বকালের সেরা বক্সার আলির রোব (পোষাক) কিনেছিলেন, ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটিতে। ১৯৬৫ লিস্টনের বিরুদ্ধে ম্যাচে এটি পরেছিলেন মহম্মদ আলি। এ ছাড়াও ১৯৬৬ তে কার্ল মিল্ডেনবার্গারের বিরুদ্ধে যে গ্লাভস পরে খেলেছিলেন মহম্মদ আলি, সেটিও ইরসের সংগ্রহে রয়েছে।

হেরিটেজ অকশনে, এই চ্যাম্পিয়নশিপ বেল্টের যা দাম উঠেছে, স্পোর্টস কালেক্টর ডেইলির মতে, ক্রীড়া স্মারকের ক্ষেত্রে সর্বাধিক দাম বলে উল্লেখ করা হয়েছে। ৭৪’র ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ ম্যাচের আগে ‘অপরাজেয়’ ছিলেন ফোরম্যান। কিনাসা, জাইরেতে ( বর্তমানে রিপাব্লিক অব কঙ্গো) ফোরম্যানকে হারান মহম্মদ আলি। ১৯৭৮ সাল অবধি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের খেতাব মহম্মদ আলির দখলেই ছিল। ৭৮ এ লিওন স্পিঙ্কের কাছে হারেন মহম্মদ আলি। ২০১৬ সালে ৭৪ বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তি মহম্মদ আলি।

 

Next Article