CWG 2022: বুদ্ধিতে বাজিমাত অমিতের, সেমিতে সাগরও

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 04, 2022 | 8:22 PM

Commonwealth Games 2022 : বক্সিংয়ে ইতিমধ্যেই সেমিফাইনাল তথা পদক নিশ্চিত করেছেন নিখাত জারিন (৫০ কেজি), নীতু গংঘাস (৪৮ কেজি), মহম্মদ হুসামুদ্দিন (৫৭ কেজি)।

CWG 2022: বুদ্ধিতে বাজিমাত অমিতের, সেমিতে সাগরও
Image Credit source: TWITTER

Follow Us

বার্মিংহ্যাম : পদক নিশ্চিক করলেন বিশ্বের এক নম্বর বক্সার অমিত পাঙ্ঘাল (Amit Panghal)। পুরুষদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগের কোয়ার্টার ফাইনালে জিতলেন ৫-০ ব্যবধানে। স্কটল্যান্ডের লেনন মুলিগানের বিরুদ্ধে বুদ্ধিতেই বাজিমাত করলেন অমিত। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) রুপো পেয়েছিলেন এই ভারতীয় বক্সার। অভিজ্ঞতা বেড়েছে। আন্তর্জাতিক স্তরে ভালো পারফরম্যান্স করছেন। তাঁর কাছ থেকে এবার সোনার পদকের প্রত্যাশা। কোয়ার্টার ফাইনালে শুরুতে রক্ষণ মজবুত করেন অমিত। প্রতিপক্ষ মুলিগান উচ্চতায় অমিতের থেকে অনেকটাই লম্বা। টেকনিকে এগিয়ে অমিত। প্রথম রাউন্ডে পাঁচজন বিচারকের মধ্যে ৪ জন ১০ পয়েন্ট দিলেও একজন ৯ পয়েন্ট দেন। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে সেই বিচারকও পুরো ১০ পয়েন্টই দিলেন অমিতকে। তরুণ স্কটিশ প্রতিপক্ষ মুলিগান গতিতে বিব্রত করার চেষ্টা করেন। যদিও তাতে কোনও লাভ হয়নি। বক্সিংয়ে (Boxing) ইতিমধ্যেই সেমিফাইনাল তথা পদক নিশ্চিত করেছেন নিখাত জারিন (৫০ কেজি), নীতু গংঘাস (৪৮ কেজি), মহম্মদ হুসামুদ্দিন (৫৭ কেজি)।

 

বক্সিংয়ে আরও একটা পদক নিশ্চিত করল ভারত। মহিলাদের লাইটওয়েট (৫৭-৬০ কেজি) বিভাগে স্প্লিট ডিসিশনে জিতে সেমিফাইনাল এবং পদক নিশ্চিত করলেন জেসমিন। নিউজিল্যান্ডের ট্রয় গার্টনকে ৪-১ ব্যবধানে হারালেন ভারতীয় বক্সার জেসমিন। প্রথম রাউন্ডে পাঁচ জন বিচারকই জেসমিনকে। পুরো ১০ পয়েন্ট করেই দেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে দুজন এবং তৃতীয় রাউন্ডে একজন বিচারক ৯ পয়েন্ট দেন। সে কারণেই স্প্লিট ডিসিশন।

 

অনবদ্য জয়। সুপার হেভিওয়েট বক্সিংয়ে স্কোরলাইন সাগর অহলতের পক্ষে ৫-০। যদিও শুরুটা দেখে মনে হয়নি এত সহজ জয় হতে চলেছে। শেষ পর্যন্ত সেচিলিসের কেডি অ্যাগনেসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেন ভারতের সাগর অহলত। পদক নিশ্চিত। তবে সাগর যেভাবে এদিন খেললেন, পদকের রং বদলের প্রত্যাশা করাই যায়। প্রথম রাউন্ডে পঁচ জনের মধ্যে মাত্র একজন বিচারক সাগরের এক পয়েন্ট কেটেছিলেন। বাকি দুই রাউন্ডেই সাগরকে পুরো দশ পয়েন্ট দিতে বাধ্য হলেন সব বিচারকই। ভারতীয় সময় মাঝরাতে নামতে চলেছেন রোহিত টোকাস।

 

বক্সিংয়ের আরও খবর বিস্তারিত আসছে…

Next Article