CWG 2022: মেডেল পাওয়ার চেয়েও বেঁচে থাকা কঠিন, কেন এমন বলছেন অ্যাথলিট!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 28, 2022 | 8:30 AM

Commonwealth Games 2022:গেমসে যেমন প্রতিপক্ষ থাকছে, দৈনন্দিন জীবনে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ, অর্থনৈতিক সঙ্কট।

CWG 2022: মেডেল পাওয়ার চেয়েও বেঁচে থাকা কঠিন, কেন এমন বলছেন অ্যাথলিট!
Image Credit source: FACEBOOK

Follow Us

 

বার্মিংহ্যাম : কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) দিয়ে ছন্দে ফিরেছে ইউনাইটেড কিংডম। খেলার এমনই শক্তি রয়েছে। সকলকে ঐক্যবদ্ধ করতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতি যত খারাপই হোক, হাসি ফোটাতে পারে। আজ গেমসের উদ্বোধন। শুক্রবার শুরু নানা ইভেন্ট। শ্রীলঙ্কার অ্যাথলিটদের মুখে অবশ্য চওড়া হাসি নেই বাকিদের মতো। রাজনৈতিক পরিস্থিতি, আর্থিক মন্দায় জেরবার শ্রীলঙ্কা (Sri Lanka Crisis)। খাদ্য, জ্বালানির সঙ্কট। রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন। শ্রীলঙ্কা কবে ছন্দে ফিরবে, কোটি টাকার প্রশ্ন। এর মধ্যে কিছুটা হয়তো হাসি ফোটাতে পারে কমনওয়েলথ গেমসে পদক। কতটা সম্ভব, সেটাও প্রশ্নের।

বার্মিংহ্যাম গেমসে ভারোত্তলনে অংশ নেবেন শ্রীলঙ্কার অ্যাথলিট উসান চারুকা (Ushan Charuka)। বার্মিংহ্যাম পৌঁছে কয়েকটা দিনের যেন স্বস্তি। খাবার কিংবা জ্বালানি সঙ্কট নিয়ে ভাবতে হবে না। প্রস্তুতি এবং পদক নিয়ে ভাবার সময় পাবেন। এতদিন তা সম্ভব হয়নি। ভাবার মতো মানসিক অবস্থাও ছিল না। চারুকা বলছেন, ‘প্রস্তুতিতে মনসংযোগ করা খুবই কঠিন ছিল। শ্রীলঙ্কার ক্রীড়প্রেমীরা সবরকম ভাবে সাহায্য করেছেন, আমরা যাতে এখানে আসতে পারি এবং গেমসে অংশ নিতে পারি। কিন্তু সব চিন্তা মাথা থেকে সরিয়ে দেওয়া কঠিন। আমরা হয়তো কয়েকটা দুশ্চিন্তা থেকে কিছুটা দূরে থাকব। তবে আমাদের পরিবার তো শ্রীলঙ্কায় রয়েছে। যে কোনও দিন খাবার কিংবা জ্বালানির সঙ্কট হতে পারে বাড়িতে।’

 

এমন অবস্থা শ্রীলঙ্কার সব প্রতিনিধিদেরই। গেমসে যেমন প্রতিপক্ষ থাকছে, দৈনন্দিন জীবনে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ, অর্থনৈতিক সঙ্কট। চারুকার বাড়ি মাতারায়। কলম্বো, দুবাই হয়ে বার্মিংহ্যাম পৌঁছেছেন। অর্ধেক শক্তি সেখানেই শেষ। গোল্ড কোস্টে গত কমনওয়েলথ গেমসেও অংশ নিয়েছিলেন চারুকা। তখন এমন পরিস্থিতি ছিল না। চাপমুক্তভাবে গেমসে অংশ নিতে পেরেছিলেন। এবারের গেমস এবং সমস্ত ব্যবস্থাপনার মধ্যেও অস্বস্তি। হতাশায় বলছিলেন, ‘মেডেল জেতা কঠিন। তবে তার চেয়েও ঢের কঠিন বেঁচে থাকা।’

Next Article