বার্মিংহ্যাম: আজ, মঙ্গলবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) পঞ্চম দিন ছিল। ভারতের (India) ঝুলিতে পঞ্চম দিনের আগে অবধি এ বারের কমনওয়েলথ (Commonwealth Games 2022) থেকে এসেছিল ৯টি পদক। আজ এল আরও চারটি পদক। লন বল ফোর-এ সোনা জিতে ইতিহাস গড়েছেন ভারতের মহিলারা। তারপর পুরুষদের টেবল টেনিসে সোনা জিতেছেন গত বারের চ্যাম্পিয়ন সাথিয়ান গণশেখরনরা। এছাড়াও পুরুষদের ভারোত্তোলনে ৯৬ কেজি বিভাগে রুপো পেয়েছেন বিকাশ ঠাকুর। এবং গভীর রাতে ব্যাডমিন্টনে ভারতের মিক্সড টিম মালয়েশিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে পেয়েছে রুপো। পঞ্চম দিনের শেষে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩টি। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৫টি রুপো ও ৩টি ব্রোঞ্জ।
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন থেকে পদক পেল ভারত। মিক্সড টিম ইভেন্টে ফাইনালে মালয়েশিয়ার কাছে ভারত হেরে গেল ৩-১ ব্যবধানে। যার ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল গত বারের চ্যাম্পিয়ন পিভি সিন্ধুদের।
মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে সীমা পুনিয়া ও নভজ্যোত কৌর নেমেছেন। শীর্ষে থাকা আট নিক্ষেপকারী পরের রাউন্ডে পদকের জন্য লড়াই করবেন।
ফাইনালের চতুর্থ টাইয়ে মহিলাদের ডাবলসে, মালয়েশিয়ার কুং লি পেয়ারলি তান-মুরলীথরন থিনা বিরুদ্ধে প্রথম গেমে ২১-১৮ ব্যবধানে হেরে গেলেন ভারতের মহিলাদের ডাবলস জুটি ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ।
ফাইনালের তৃতীয় টাইয়ে পুরুষদের সিঙ্গলসে, মালয়েশিয়ার এনজি ইয়ং তেজের বিরুদ্ধে তৃতীয় গেমে ২১-১৬ ব্যবধানে হেরে গেলেন কিদাম্বি।
জেরেমি লালরিননুনগা ও গুরুরাজা পূজারি ব্যাডমিন্টন ফাইনাল দেখতে হাজির। উৎসাহ দিচ্ছেন ভারতীয় শাটলারদের।
Cheering for our badminton team ✌️✌️. Come on India…. pic.twitter.com/U0PKU96CA2
— Jeremy Lalrinnunga (@raltejeremy) August 2, 2022
ফাইনালের তৃতীয় টাইয়ে পুরুষদের সিঙ্গলসে মালয়েশিয়ার এনজি ইয়ং তেজের বিরুদ্ধে দ্বিতীয় গেমে ২১-৬ ব্যবধানে জিতে নিলেন কিদাম্বি।
ভারোত্তোলনে মহিলাদের ৮৭ কেজি বিভাগে, ভারতের উষা বান্নুর ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় ও তৃতীয় বারের প্রচেষ্টায় ১১৬ কেজি তুলতে পারলেন না। ফলে তাঁর মোট হল ২০৫ কেজি (৯৫ + ১১০ কেজি)। পদক প্রাপ্তি হল না উষার।
ভারোত্তোলনে মহিলাদের ৮৭ কেজি বিভাগে ভারতের উষা বান্নুর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম বারের প্রচেষ্টায় তুললেন ১১০ কেজি
ফাইনালের তৃতীয় টাইয়ে পুরুষদের সিঙ্গলসে মালয়েশিয়ার এনজি ইয়ং তেজের বিরুদ্ধে ১৯-২১ ব্যবধানে প্রথম গেমে হেরে গেলেন কিদাম্বি।
বক্সিংয়ে পুরুষদের ৬৭ কেজি ওয়েল্টারওয়েটে ভারতের রোহিত টোকাস জিতলেন ঘানার অ্যালফ্রেড কোটের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে। এবং রোহিত পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।
ভারোত্তোলনে মহিলাদের ৮৭ কেজি বিভাগে ভারতের উষা বান্নুর স্ন্যাচের তৃতীয় প্রচেষ্টায় ৯৮ কেজি তুলতে পারলেন না
প্রথম গেমে ২২-২০ ব্যবধানে জেতার পর দ্বিতীয় গেমে গোহ-র বিরুদ্ধে ২১-১৭ ব্যবধানে জিতলেন সিন্ধু।
ভারোত্তোলনে মহিলাদের ৮৭ কেজি বিভাগে ভারতের উষা বান্নুর স্ন্যাচের দ্বিতীয় প্রচেষ্টায় তুললেন ৯৫ কেজি।
ভারোত্তোলনে মহিলাদের ৮৭ কেজি বিভাগে ভারতের উষা বান্নুর স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় তুললেন ৯০ কেজি।
ব্যাডমিন্টনের মিক্সড টিমের ফাইনালে, মহিলাদের সিঙ্গলসের প্রথম গেমে গোহ জিন উইকে ২২-২০ ব্যবধানে হারালেন পিভি সিন্ধু।
ব্যাডমিন্টনের মিক্সড টিমের ফাইনালের মহিলাদের সিঙ্গলসে গোহ জিন উইয়ের বিরুদ্ধে নামলেন পিভি সিন্ধু।
মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের মিক্সড টিমের ফাইনালের প্রথম ম্যাচের প্রথম গেমে ২১-১৮ ব্যবধানে হারার পর, দ্বিতীয় গেমে ২১-১৫ ব্যবধানে হেরে গেলেন ভারতের সাত্বিক-চিরাগ জুটি।
মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের মিক্সড টিমের ফাইনালের প্রথম ম্যাচের প্রথম গেমে ২১-১৮ ব্যবধানে হারেন ভারতের সাত্বিক-চিরাগ জুটি।
স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ভারতের সৌরভ ঘোষাল ৯-১১, ৪-১১, ১-১১ ব্যবধানে হেরে গেলেন নিউজিল্যান্ডের পল কোলের কাছে। এ বার সৌরভ খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।
ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টে ভারত-মালয়েশিয়ার সোনার পদক ম্যাচ শুরু।
স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসের প্লেট সেমিফাইনালে পাকিস্তানের ফাইজা জাফরকে ৩-০ ব্য়বধানে হারিয়ে ফাইনালে উঠলেন ভারতের সুনয়না কুরুভিল্লা।
কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে ফের পদক ভারতের ঝুলিতে। পুরুষদের ৯৬ কেজি বিভাগে রুপো পেলেন বিকাশ ঠাকুর। স্ন্যাচে বিকাশের সেরা ১৫৫ কেজি। এবং ক্লিন অ্যান্ড জার্কে সেরা ১৯১ কেজি তোলেন বিকাশ। মোট ৩৪৬ কেজি তুলে রুপো পেলেন বিকাশ।
কমনওয়েলথ গেমস থেকে ভারতের ঝুলিতে ফের এল একটি সোনা। টেবল টেনিসে পুরুষদের টিম ইভেন্টে সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জিতল ভারত। ফাইনালে ৩-১ ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়ে ভারতকে পঞ্চম সোনা এনে দিলেন শরথকমল-সাথিয়ানরা।
পুরুষদের ৯৬ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে প্রথম বারের প্রয়াসে ১৮৭ কেজি তুললেন বিকাশ ঠাকুর
ইংল্যান্ডের বিরুদ্ধে বন্দনা কাটারিয়ার একমাত্র গোল। ৩-১ ব্য়বধানে ইংল্যান্ডের কাছে হারল ভারত।
টেবল টেনিসের পুরুষদের সোনার পদক ম্যাচের তৃতীয় টাইয়ে সাথিয়ান গাণেশকরণ হারালেন ইউ এন কোয়েন পাঙকে।
লাভলি চৌবে, পিঙ্কি, নয়নমণি শইকিয়া এবং রুপা রানি তিরকে। দেশের নতুন হিরো’দের চিনতে পড়ুন-
টাইয়ের দ্বিতীয় সিঙ্গলস ম্যাচে শরথকমল ৭-১১, ১৪-১২, ৩-১১, ৯-১১ ব্যবধানে হেরে গেলেন ঝে ইউ ক্ল্যারেন্সের কাছে।
ইতিহাস গড়ল ভারতের মহিলা লন বল ফোরস টিম। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে লন বলে সোনা জিতল ভারত। এটাই কমনওয়েলথ গেমস লন বলে ভারতের প্রথম পদক।
রোলার কোস্টারের মতো এগোচ্ছে মেয়েদের লন বল ফাইনাল। ভারত এই মুহূর্তে লিড করছে। স্কোর ভারত ১৫-১১ দক্ষিণ আফ্রিকা।
টাইয়ের দ্বিতীয় সিঙ্গলস ম্যাচে শরথ কমলের। প্রতিপক্ষ ক্লেরেন্স চিউ।
সিঙ্গাপুরের বিরুদ্ধে ডাবলস ম্যাচ জিতল জি সাতিয়ান-হরমীত দেশাই জুটি। তিন ম্যাচের টাইয়ে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-০তে এগিয়ে গেল ভারত। সোনা জয়ের লক্ষ্যে দেশের টিটি টিম এগোল একধাপ।
এন্ড ১২-এর পর সমতা ফেরাল ভারত। স্কোর এখন ১০-১০।
দ্বিতীয় গেমেও প্রতিপক্ষ জুটিকে উড়িয়ে দিল ভারত। ফাইনালে প্রথম ডাবলস ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।
হরমীত দেশাই এবং সাতিয়ান গণেশেখরন জুটির পক্ষে গেল প্রথম গেম। সিঙ্গাপুরের জুটি ইয়ং ইজাক কোয়্যাক এবং ইউ কোয়িন প্যাংয়ের বিরুদ্ধে ভারতীয় জুটি ওপেনিং গেম জিতল ১৩-১১ ব্যবধানে।
১১ এন্ড-এর পর এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দারুণ কামব্যাক করে স্কোর ১০-৮ করে ফেলেছে প্রোটিয়ারা। ২ পয়েন্টে পিছিয়ে পড়ল ভারত।
পুরুষদের টেবল টেনিস ফাইনালে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন দেশের প্যাডলাররা। সিঙ্গাপুরের মোকাবিলা করতে পারলেই কেল্লাফতে। ভারতের ঘরে আসবে আরও একটি সোনার পদক।
ক্রমাগত পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। এন্ড ১০-এর পর ভারতের সঙ্গে সমতায় ফিরেছে প্রোটিয়ারা। স্কোর এখন ১০-১০।
এগোল দক্ষিণ আফ্রিকা। তবে লিড বজায় রেখেছে ভারত। এন্ড ৮-এর পর মেয়েদের ফোরস লন বল টিমের পয়েন্ট ৮। দক্ষিণ আফ্রিকা ৪।
মেয়েদের ১০০ মিটার সেমিফাইনালে যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতের স্প্রিন্টার দ্যুতি চাঁদ। ৪৩ জন স্প্রিন্টারের মধ্যে ২৭ তম স্থানে শেষ করেন তিনি। তবে মেয়েদের ৪x৪০০ রিলে টিমে নামছেন দ্যুতি।
এন্ড ৭-এর পর লিড বজায় ভারতের। ভারত ৮-২ দক্ষিণ আফ্রিকা।
এন্ড ৬ এর পর পাঁচ পয়েন্টের লিড ভারতের। ভারত ৭-২ দক্ষিণ আফ্রিকা।
ফের লিড পেল ভারত। এন্ড ৪-এর পর ভারত ৩-২ দক্ষিণ আফ্রিকা।
এন্ড থ্রি-র পরে ভারত ও দক্ষিণ আফ্রিকার স্কোর সমান। স্কোর এখন ২-২।
এই খেলার নিয়ম কানুন অনেকের অজানা। দেশের মেয়েরা যখন সোনার পদকের জন্য লড়ছে সেই ফাঁকে জেনে নিন লন বল খেলার নিয়ম কানুন।
এন্ড ২ এর পর এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ভারত ১-২ দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লন বলের ফাইনালের প্রথম রাউন্ড শেষে ১-০তে এগিয়ে ভারত। এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। তবে সূচনাটা দারুণ করলেন দেশের মেয়েরা।
১৯৩০ সাল থেকে কমনওয়েলথ গেমসের অংশ লন বল প্রতিযোগিতা। ২২ বছর ধরে এই খেলায় অংশ নিচ্ছে ভারত। কিন্তু পদক মেলেনি। সেই আক্ষেপ শেষ হল বার্মিংহ্যামে। ইতিহাস গড়ে পদক নিশ্চিত করে ফেলেছে দেশের মহিলাদের লন বল টিম। ফাইনালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ৪০ বারের নিউজিল্যান্ডকে ১৬-১৩ ব্যবধানে হারিয়ে দিয়েছিল মেয়েদের লন বল ‘ফোরস’ টিম।
পদক আগেই পাকা হয়েছে। সোনার পদক এলে হবে সোনায় সোহাগা। শুরু হল মেয়েদের লন বল ফাইনাল। ঐতিহাসিক মুহূর্তের জন্য তৈরি দেশের লন বল টিম।
মেয়েদের শট পুটের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করলেন মনপ্রীত কউর। ১৬.৭৮ মিটার থ্রো করেন তিনি।
মেয়েদের ৭৬ কেজি ফাইনালে হতাশা। ক্লিন অ্যান্ড জার্কে পুনম যাদবের প্রথম দুই প্রচেষ্টা বাতিল হয়। তৃতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি ওজন তুলে ফেলেন। কিন্তু রেফারি বাঁশি বাজানোর আগেই ওয়েট নামিয়ে দিয়ে ভুল করে বসেন। পুনমকে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করে দেওয়া হয়। যদিও এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল ভারত। তাতে লাভ হয়নি। এবারের কমনওয়েলথ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে পুনমকে।
ক্লিন অ্যান্ড জার্কে (১১৬ কেজি) পুনম যাদবের প্রথম প্রচেষ্টা বাতিল ঘোষিত হল। এরপর দ্বিতীয় প্রচেষ্টাও বাতিল হিসেবে ঘোষিত হয়।
মুরালি শ্রীশঙ্করের পর লং জাম্পের ফাইনালে পা রাখলেন আনিস ইহাইয়া। নিজের সেরা ৭.৫৮ মিটার লাফ দিয়েছেন তিনি। অষ্টম স্থানে শেষ করেন আনিস।
মেয়েদের লন বলের ট্রিপলসের প্রথম রাউন্ডের ম্যাচ জিতল ভারত। ১৫-১১ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছেন দেশের ত্রয়ী তানিয়া চৌধুরী, পিঙ্কি এবং রুপা রানি তিরকে।
প্রথম প্রচেষ্টাতেই ছেলেদের লং জাম্প ফাইনালে উঠলেন মুরালি শ্রীশঙ্কর। কোয়ালিফাইং মার্ক ছিল ৮.০ মিটার। প্রথম প্রচেষ্টায় মুরালি লাফ দিলেন ৮.০৫ মিটার দূরে।
স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ৯৫ কেজির লক্ষ্যে ব্যর্থ হন পুনম যাদব। দ্বিতীয় প্রচেষ্টায় ৯৫ কেজি ভার তুলতে সক্ষম। তৃতীয় প্রচেষ্টায় তুললেন ৯৮ কেজি।
বার্মিংহ্যামের বিমান ধরল ভারতের কুস্তি টিম। নয়াদিল্লি বিমানবন্দরে ফোটোঅপে সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা।
Birmingham Calling?
Indian Wrestling contingent ? departs for @birminghamcg22 today
Join us in wishing them the best for #CommonwealthGames2022 ?
Let’s #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022 pic.twitter.com/bxwdYEsoox
— SAI Media (@Media_SAI) August 2, 2022
কমনওয়েলথ গেমসে জোড়া পদক রয়েছে পুনম যাদবের। ২০১৪ গ্লাসগো এবং ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন পুনম। পরপর তিনবার কমনওয়লথে পদক জয়ের নজির গড়ার পথে পুনম।
স্ন্যাচে পুনম যাদবের সেরা পারফরম্যান্স ৯৫ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি। সবমিলিয়ে ২১১ কেজি।
ভারোত্তোলনে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন অচিন্ত্য শিউলি। এবার নজরে সত্যজিৎ মণ্ডল। আজ বিকেল সাড়ে পাঁচটায় পুরুষদের ভল্ট ফাইনালে নামবেন সত্যজিৎ। আরও এক বাঙালির গলায় পদক দেখতে চাইছেন রাজ্যবাসী।
ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে নয়টি পদক। তার মধ্যে দুটি সোনা। আজ ভারতের ঝুলিতে আসতে পারে আরও কয়েকটি সোনার পদক। ব্যাডমিন্টন মিক্সড টিম এবং পুরুষদের টেবল টেনিস দল সোনা জয়ের জোর দাবিদার।
১. মেয়েদের লন বল- বিকেল ৪:১৫
২. ছেলেদের জিমন্যাস্টিক্স ফাইনাল (সত্যজিৎ মণ্ডল) বিকেল ৫:৩০
৩. ছেলেদের দলগত টেবল টেনিস ফাইনাল- সন্ধ্যা ৬টা
৪. ব্যাডমিন্টন মিক্সড টিম ফাইনাল রাত ১০টা
৫. মেয়েদের ডিসকাস থ্রো ফাইনাল (নভজ্যোত কৌর ধিঁলো, সীমা পুনিয়া) রাত ১২:৫২
মেয়েদের ৭৬ কেজি ফাইনালে ভারতের পুনম যাদব। একটু পরেই নেমে পড়বেন তিনি।