বার্মিংহ্যাম: আজ, শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) নবম দিন। দেখতে দেখতে এই মাল্টি স্পোর্টস ইভেন্টের আটটা দিন পেরিয়ে গিয়েছে। বার্মিংহ্যাম থেকে একের পর এক পদক এসে চলেছে ভারতে (India)। এখনও অবধি ভারত এ বারের কমনওয়েলথ গেমস থেকে পেয়েছে মোট ২৬টি পদক। যার মধ্যে ১০টি পদক এসেছে ভারোত্তোলন থেকে। কুস্তি থেকে এসেছে ৬টি পদক। জুডো থেকে তিনটি পদক এসেছে। লন বল, স্কোয়াশ, লং জাম্প, হাই জাম্প, প্যারা পাওয়ারলিফ্টিং, টেবল টেনিস ও ব্যাডমিন্টন থেকে ১টি করে পদক এসেছে ভারতে। আজ বিশেষ নজরে থাকবেন অমিত-নিখাত-লক্ষ্য-কিদাম্বিরা। একইসঙ্গে নবম দিনে নজর রাখতে হবে ব্যাডমিন্টন, কুস্তি, লন বলের মতো একাধিক ইভেন্টেও। চলতি কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের নবম দিনের সূচি দেখে নিন —
টেবল টেনিস
মহিলাদের ডাবলস – রাউন্ড অব ১৬ (দুপুর ২)
পুরুষদের সিঙ্গসল – কোয়ার্টার ফাইনাল
মহিলাদের সিঙ্গলস – সেমিফাইনাল – সৃজা আকুলা (বিকেল ৪.১০ মিনিট)
পুরুষদের ডাবলস – সেমিফাইনাল – শরথকমল-সাথিয়ান (বিকেল ৪.৫৫ মিনিট)
মিক্সড ডাবলস – সেমিফাইনাল – শরথকমল-সৃজা (সন্ধ্যা ৬)
প্যারা টেবল টেনিস
প্যারা অ্যাথলেটিক্স
মহিলাদের শট পুট এফ ৫৫-৫৭ (দুপুর ২.৫০) – পুনম, শর্মিলা, সন্তোষ
অ্যাথলেটিক্স
কুস্তি (বিকেল ৩টে থেকে শুরু)
বক্সিং
ক্রিকেট
মহিলাদের সেমিফাইনাল – ভারত বনাম ইংল্যান্ড (বিকেল ৩.৩০)
লন বল
পুরুষদের ফোরস ফাইনাল – ভারত বনাম নর্দান আইল্যান্ড
স্কোয়াশ
হকি (রাত ১০.৩০ মিনিট)
পুরুষদের সেমিফাইনাল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
ব্যাডমিন্টন
মহিলাদের সিঙ্গলস – কোয়ার্টার ফাইনাল –
পুরুষদের সিঙ্গলস – কোয়ার্টার ফাইনাল – লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত (রাত ১০)
মহিলাদের ডাবলস – কোয়ার্টার ফাইনাল – ত্রিশা জলি-গায়েত্রী গোপীচাঁদ (রাত ১০.৫০)
পুরুষদের ডাবলস – কোয়ার্টার ফাইনাল – সাত্বিকসাইরাজ-চিরাগ (রাত ১১.৪০)