CWG 2022: ইংল্যান্ড রওনার আগে নীরজ-সিন্ধুদের ‘পেপটক’ দেবেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 21, 2022 | 5:38 PM

Commonwealth Games 2022: কমনওয়েলথের পদক জয়ের লক্ষ্যে ঝাঁপানোর আগে ফের একবার 'মোদী-মন্ত্র' পাবেন খেলোয়াড়রা।

CWG 2022: ইংল্যান্ড রওনার আগে নীরজ-সিন্ধুদের পেপটক দেবেন প্রধানমন্ত্রী
নীরজদের মোদী-মন্ত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: টোকিয়ো অলিম্পিকে গতবছর ভারতের দারুণ পারফরম্যান্সের পর ফের বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি ভারতীয় অ্যাথলিটরা। ইংল্যান্ডের বার্মিংহ্যামে ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। কমনওয়েলথে ভারতীয়দের পারফরম্যান্স বরাবরই ভালো। এবার দেশের অ্যাথলিটদের কাছে প্রত্যাশা অনেক বেশি। নীরজ চোপড়া, পিভি সিন্ধু, ভিনেশ ফোগটরা সোনার স্বপ্ন দেখাচ্ছেন। খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে দেশবাসীরও এগিয়ে আসা প্রয়োজন। গোটা দেশের হয়ে সেই কাজটিই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ২০ জুলাই, বুধবার ভারতের কমনওয়েলথ দলের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। নীরজ, সিন্ধু, নিখত জারিনদের উৎসাহ বাড়াবেন। যেমনটা করেছিলেন টোকিয়ো অলিম্পিকের আগে। সেবার প্রধানমন্ত্রীর ‘পেপটক’ মাঠে কাজে লেগেছিল বলে উল্লেখ করেছিলেন অনেক খেলোয়াড়। কমনওয়েলথের পদক জয়ের লক্ষ্যে ঝাঁপানোর আগে ফের একবার ‘মোদী-মন্ত্র’ পাবেন খেলোয়াড়রা।

প্রধানমন্ত্রীর কার্যালয়(পিএমও) মারফত জানা গিয়েছে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কমনওয়েলথের জন্য রওনা দেওয়ার আগে পুরো টিমের সঙ্গে কথা বলবেন মোদী। ভারতীয় খেলোয়াড়দের সাফল্য বা ভালো পারফরম্যান্সের পর ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এমন ঘটনা বহুবার হয়েছে। ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করার উৎসাহ দিয়ে থাকেন। এতে সংশ্লিষ্ট খেলোয়াড়ের মধ্যে দারুণ কিছু করে দেখানোর তাগিদ কাজ করে। টোকিয়ো অলিম্পিকের পর অ্যাথলিটদের নিজ বাসভবনে ডেকে শুভেচ্ছা জানান। অলিম্পিকের মঞ্চে দেশের খেলোয়াড়দের অভিজ্ঞতা, সাফল্যের কথা শুনেছিলেন প্রধানমন্ত্রী। কমনওয়েলথ গেমসের আগে ও পরেও তার অন্যথা হবে না।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এবার ভারত থেকে মোট ২১৫ জন অ্যাথলিট অংশ নেবেন। ১৯টি খেলায় ১৪১টি বিভাগে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতবার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে মোট ৬৬টি মেডেল এসেছিল দেশের ঝুলিতে। পদক তালিকায় ভারতের স্থান ছিল তৃতীয়তে। এখনও পর্যন্ত ২০১০ সালের দিল্লি কমনওয়েলথ গেমসে ভারতের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্সের নজির রয়েছে। আয়োজক দেশ সেবার ১০১টি পদক জিতে মেডেল তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করে। বার্মিংহ্যামে সেই রেকর্ড ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ভারতীয় অ্যাথলিটদের সামনে।

Next Article