CWG 2022: ব্যাটের বদলে গল্ফ ক্লাব নিয়ে অনুশীলনে ভারত অধিনায়ক

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jul 28, 2022 | 3:19 PM

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে অভিনব অনুশীলনে হরমনপ্রীত কৌরের। ক্যাঙ্গারুদের শক্তিশালী বোলিং আক্রমণ সামলাতে ব্যাটিংয়ে বিশেষ মনঃসংযোগ ভারত অধিনায়কের। অস্ট্রেলিয়া দ্বৈরথের আগে তাই ব্যাটের বদলে গল্ফ ক্লাব হাতে অনুশীলন হরমনপ্রীতের।

CWG 2022: ব্যাটের বদলে গল্ফ ক্লাব নিয়ে অনুশীলনে ভারত অধিনায়ক
হরমনপ্রীত কৌর। ছবি: টুইটার

Follow Us

এজবাস্টন: কমনওয়েলথ গেমসে (commonwealth games 2022) সংযুক্ত হয়েছে ক্রিকেট। ২৪ বছর আগে কুয়ালা লামপুরের কমনওয়েলথ গেমসে ক্রিকেট হয়েছিল। তবে এ বার শুধু মেয়েদের ক্রিকেটই সংযুক্ত হয়েছে কমনওয়েলথ গেমসে। বার্মিংহ্যামে মেয়েদের কুড়ি ওভারের ফরম্যাটে খেলা হবে। শুক্রবারই কমনওয়েলথ গেমসে যাত্রা শুরু করছে ভারতীয় মহিলা দল (Indian Women Cricket Team)। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ হেভিওয়েট অস্ট্রেলিয়া। কমনওয়েলথে সোনা জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে অস্ট্রেলিয়াকে। তবে ভারতকে ঘিরেও রয়েছে স্বপ্ন। হরমনপ্রীত, স্মৃতি, যস্তিকারা বেশ ভালোই ফর্মে আছেন। এমনকি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও ভারতের মেয়েদের খেলার অভিজ্ঞতা আছে। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কিছুটা হলেও ফায়দা তুলতে পারবে, আশাবাদী ক্রিকেটমহল। অনুশীলনেও খামতি রাখছে না ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারাতে তৎপর ভারতের মেয়েরা।

 

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে অভিনব অনুশীলনে হরমনপ্রীত কৌরের। ক্যাঙ্গারুদের শক্তিশালী বোলিং আক্রমণ সামলাতে ব্যাটিংয়ে বিশেষ মনঃসংযোগ ভারত অধিনায়কের। অস্ট্রেলিয়া দ্বৈরথের আগে তাই ব্যাটের বদলে গল্ফ ক্লাব হাতে অনুশীলন হরমনপ্রীতের। টি-টোয়েন্টি ম্যাচে নিজেকে ধারাল করে তুলতেই এই বিশেষ অনুশীলন হ্যারির। এজবাস্টনে দেখা গেল গল্ফ ক্লাব হাতে অনেকক্ষণ অনুশীলন করতে। আরও নিখুঁত হতেই এই অভিনব অনুশীলন করেন ভারত অধিনায়ক।

 

হরমনপ্রীত ছাড়াও স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, স্নেহ রানা, যস্তিকা ভাটিয়াদের উপরেও নির্ভর করছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। অজি বোলিং লাইনআপের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ভারতীয় ব্যাটারদের সামনে। ল্যানিং, অ্যালিসা হিলিদের হারাতে সব রকমই প্রস্তুতিই সেরে রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পদক জয়ের স্বপ্নে জয় দিয়ে শুরু করাই এখন লক্ষ্য হরমনপ্রীতদের।

Next Article