বার্মিংহ্যাম : কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ক্রিকেট। বুধবার ভারতীয় সময় অনুযায়ী রাতে কার্যত কোয়ার্টার ফাইনালে নামছে ভারত (Team India)। গ্রুপ ‘এ’ তে ভারতের সামনে এবার বার্বাডোজ। গ্রুপে শেষ ম্যাচ, সবচেয়ে গুরুত্বপূর্ণও। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ভারত-বার্বাডোজ (India vs Barbados) একটি করে জয় পেয়েছে গ্রুপে। সুতরাং, মুখোমুখি সাক্ষাতে যে জিতবে সেই শেষ চারে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। তা না হলে পাকিস্তান ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত।
কমনওয়েলথ গেমসের মতো মাল্টি ইভেন্ট স্পোর্টসে এবারই প্রথম যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। পদক জিতে আসাই লক্ষ্য ভারতের। তবে সেটির রঙ সোনালী হলে সোনায় সোহাগা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা সময় পর্যন্ত ম্যাচের রাশ ভারতের হাতেই ছিল। শেষ দিকে গ্রেস হ্যারিস-অ্যাশলে গার্ডনার জুটি, ভারতের মুখের গ্রাস কেড়ে নেয়। ফিল্ডিংও খারাপ হয়েছিল ভারতের। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমে। টসে জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। একটি মাত্র ৫০ রানের জুটি। ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেনি তাঁরা। ১৮ ওভারে ৯৯ রানেই অলআউট পাকিস্তান। জবাবে ৮ উইকেটের বড় জয় ভারতের। অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন ওপেনার স্মৃতি মান্ধানা।
ইংল্যান্ডের পরিস্থিতিতে পূজা বস্ত্রকারের মতো পেস বোলিং অলরাউন্ডারের অনুপস্থিতি ভারতকে কিছুটা হলেও দুর্বল করেছে। কোভিডের কারণে পাওয়া যায়নি তাঁকে। সেড়ে উঠেছেন পূজা। তবে এই ম্যাচেই তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। শেষ চারে উঠলে খেলতে পারেন পূজা। বার্বাডোজ অস্ট্রেলিয়ার কাছে হারলেও ভারতের লড়াই সহজ হবে না। দিয়েন্দ্র ডটিন, হেইলি ম্যাথুজের মতো দুই অলরাউন্ডার রয়েছে বার্বাডোজে। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যালানা কিং বার্বাডোজের বিরুদ্ধে অনবদ্য বোলিং করেছিলেন। সে দিক থেকে বলা যায়, বার্বাডোজের বিরুদ্ধে পার্থক্য গড়ে দিতে পারেন ভারতীয় দলের স্পিনাররাও। দীপ্তি শর্মা গত দু ম্যাচেই ভালো বোলিং করেছেন। তেমনই গত ম্যাচে নজর কেড়েছেন স্নেহ রানা, রাধা যাদবও। গত দুটি ম্যাচ দিনের ছিল। এই ম্যাচ দিন-রাতের। সেটিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
মাল্টি ইভেন্ট স্পোর্টসে অংশ নেওয়ার নতুন অভিজ্ঞতা। ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা অনেকেই জানিয়েছিলেন, সুযোগ পেলে অন্য ইভেন্টেও দেখবেন। বয়সভিত্তিক স্তরে জাতীয় দলের হয়ে হকি খেলেছেন জেমিমা। তাঁর সঙ্গে বাকিরাও হকি ম্যাচ দেখতে গিয়েছিলেন। তেমনই মঙ্গলবার সিন্ধুদের ব্যাডমিন্টন ম্যাচেও উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেন, ‘আমাদের কাছে বিশেষ মুহূর্ত। কমনওয়েলথ গেমস অংশ নিতে পারছি। অন্যান্য ইভেন্ট গুলোও দেখার চেষ্টা করছি।’ পাকিস্তানের বিরুদ্ধে ৪২ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেছিলেন স্মৃতি মান্ধানা। আইসিসির সদ্য প্রকাশিত ব্যাটারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে স্মৃতির। এক ধাপ উঠে তিনে ভারতীয় দলের এই ওপেনার।
ভারত বনাম বার্বাডোজ, ভারতীয় সময় রাত ১০.৩০, সোনি স্পোর্টস
নজর রাখুন টিভি নাইন বাংলার লাইভ আপটেডে