বার্মিংহ্যাম : টানটান সেমিফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক পদক নিশ্চিত করে ফেলেছে ভারতের মহিলা ক্রিকেট টিম। রবিবার ফাইনাল। অপর ফাইনালিস্ট নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া। আজ রাতেই তা নিশ্চিত হয়ে যাবে। আপাতত রবিবাসরীয় মেগা ম্যাচের আগে ভারতীয় দলের সাজঘরে উদযাপনের মেজাজ। প্রথমবার কমনওয়েলথ গেমসে পা রেখে পদক নিশ্চিত করেছে ভারতীয় দল। রবিবার রাত সাড়ে নটায় কানায় কানায় পূর্ণ এজবাস্টন স্টেডিয়ামে শুরু হবে সোনার পদকের লড়াই। স্মৃতি হরমনপ্রীতদের কমনওযেলথের সফরটা সোনালি হবে কি না তা আগামীকালই স্পষ্ট হয়ে যাবে।
বড় ম্যাচে ছাপ ফেলতে সিদ্ধহস্ত । ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানা সেমিফাইনালে খেললেন ৩২ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস।
সুপার সানডেতে মেগা ফাইনাল। রবিবার কমনওয়েলথ গেমস টি-২০ টুর্নামেন্টের ফাইনাল খেলবে ভারত। ক্রিকেটে সোনার পদকের প্রত্যাশা দেশবাসীর।
রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে কমনওয়েলথ গেমস টি-২০ টুর্নামেন্টের ফাইনালে দেশের মহিলা ক্রিকেট টিম।
FINALS, here we come ???#TeamIndia #GoForGlory pic.twitter.com/wSYHmlv3rb
— BCCI Women (@BCCIWomen) August 6, 2022
ব্যক্তিগত ৪১ রানে রান আউট হয়ে ফিরলেন নাতালি সিভার। শেষ ওভারে জয়ের জন্য ৬ বলে ১৪ রান প্রয়োজন ইংল্যান্ডের।
৩১ রান করে রান আউট হয়ে ফিরলেন অ্যামি জোনস। জিততে ১৫ বলে ২৮ রান প্রয়োজন।
তিন অঙ্কের ঘরে পৌঁছে গেল ইংল্যান্ডের রান। ক্রিজে নাতালি স্কিভার ও অ্যামি জোনস। ১৩ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১০৩ রান ইংল্যান্ডের। জয়ের জন্য ৪২ বলে ৬১ রান প্রয়োজন।
ওপেনার ড্যানিয়েল ওয়্যাটকে বোল্ড আউট করলেন স্নেহ রানা। ৩৭ বলে ২৫ রান। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোর ৮৬। ফাইনালের টিকিট পাকা করতে ৬০ বলে ৭৯ রান প্রয়োজন।
রান আউট হয়ে ফিরলেন অ্যালিস ক্যাপসি (১৩)। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭২।
ওপেনার সোফি ডাঙ্কলি ফিরলেন দীপ্তি শর্মার বলে। ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। ১০ বলে ১৯ রান। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান ইংল্যান্ডের।
রান তাড়া করতে নামলেন সোফি ডাঙ্কলি এবং ড্যানিয়েল ওয়্যাট। আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছেন দুই ওপেনার।
নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলল ভারত। কমনওয়েলথ গেমসের ফাইনালে যেতে হলে ইংল্যান্ডের মেয়েদের দ্রুত গুটিয়ে ফেলতে হবে।
শেষ ওভারের চতুর্থ বলে ফিরলেন দীপ্তি শর্মা। উইকেট নিলেন ক্যাথরিন ব্রান্ট। ২০ বলে ২২ রান। দুটো চার।
রানের গতি যেন থমকে গিয়েছে। টুকটুক করে এগোচ্ছেন জেমিমা রড্রিগেজ ও দীপ্তি শর্মা। ১৬ ওভার শেষ ৩ উইকেট হারিয়ে স্কোর ১২৭।
১৩তম ওভারের দ্বিতীয় বলে ফিরলেন হরমনপ্রীত কৌর। ২টি চার, ১টি ছয়ের সাহায্যে ২০ বলে ২০ রান। ১৪ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়িয়ে ১১৪/৩।
১২ ওভার শেষে ভারতের খাতায় যোগ হয়েছে ৯২ রান। স্মৃতি ও শেফালি- দুই ওপেনারকে খুইয়েছে ভারত।
জুটি ভাঙতেই, ফিরলেন স্মৃতি মান্ধানাও। ৩২ বলে ৬১ রানের ইনিংস। তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন।
ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দলীয় ৭৬ রানে। ফ্রেয়া কেম্পের বোলিংয়ে বড় শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ। ফিরলেন শেফালি।
মাত্র ২৩ বলে অর্ধশতরানে স্মৃতি মান্ধানা। কমনওয়েলথ গেমসে দ্রুততম।
মাত্র ২৭ বলে ৫০ রানের পার্টনারশিপ। এর মধ্যে স্মৃতির অবদান ৪৫।
এখনও অবধি ২০০-র কাছাকাছি স্ট্রাইকরেটে ব্যাট করছেন স্মৃতি মান্ধানা।
কোনও তাড়াহুড়ো নয়। বুদ্ধিদীপ্ত ব্যাটিং ভারতের ওপেনিং জুটির। গ্যাপ দেখে দারুণ প্লেসমেন্ট। ৩ ওভারে বিনা উইকেটে ২৮।
প্রস্তুত ভারতের ওপেনিং জুটি। বড় রানের ভিত গড়ার দায়িত্ব।
ভারত : শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগজ, হরমনপ্রীত কৌর, পূজা বস্ত্রকার, তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা, রাধা যাদব, মেঘনা সিং, স্নেহ রানা, রেনুকা সিং ঠাকুর
ড্যানি ওয়্যাট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, নাতালি সিবার, অ্যামি জোন্স, মাইয়া বাউশিয়ের, ক্যাথরিন ব্রান্ট, সোফি এক্লেস্টোন, ফ্রেয়া কেম্প, ইসি ওং, সারা গ্লেন।
দুই দলই অপরিবর্তিত একাদশ নামিয়েছে।
হরমনপ্রীত টসে জিতে ব্যাটিং। এটা হাইব্রিড পিচ নয়। সে কারণেই প্রথমে ব্যাট করে বড় রান তোলাই লক্ষ্য। পরের দিকে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারেন।
কিছক্ষণের মধ্যেই ভারত-ইংল্যান্ড প্রথম সেমিফাইনালের টস। তার আগে ওয়ার্ম আপে টিম ইন্ডিয়া।
Getting ready for the big game. ?? #INDvENG #TeamIndia #B2022 pic.twitter.com/p7UMvXE4tE
— BCCI Women (@BCCIWomen) August 6, 2022