IND W vs ENG W Highlights, T20 CWG 2022 : ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে মান্ধানা, হরমনপ্রীতরা; নিশ্চিত পদক

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 06, 2022 | 7:28 PM

India vs England Women Live Score in Bangla: রবিবার এজবাস্টনে মেগা ফাইনাল

IND W vs ENG W Highlights, T20 CWG 2022 : ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে মান্ধানা, হরমনপ্রীতরা; নিশ্চিত পদক
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল লাইভ আপডেট। (নিজস্ব চিত্র)

Follow Us

বার্মিংহ্যাম :  টানটান সেমিফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক পদক নিশ্চিত করে ফেলেছে ভারতের মহিলা ক্রিকেট টিম। রবিবার ফাইনাল। অপর ফাইনালিস্ট নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া। আজ রাতেই তা নিশ্চিত হয়ে যাবে। আপাতত রবিবাসরীয় মেগা ম্যাচের আগে ভারতীয় দলের সাজঘরে উদযাপনের মেজাজ। প্রথমবার কমনওয়েলথ গেমসে পা রেখে পদক নিশ্চিত করেছে ভারতীয় দল। রবিবার রাত সাড়ে নটায় কানায় কানায় পূর্ণ এজবাস্টন স্টেডিয়ামে শুরু হবে সোনার পদকের লড়াই। স্মৃতি হরমনপ্রীতদের কমনওযেলথের সফরটা সোনালি হবে কি না তা আগামীকালই স্পষ্ট হয়ে যাবে।

Key Events

দুরন্ত মান্ধানা

বড় ম্যাচে ছাপ ফেলতে সিদ্ধহস্ত । ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানা সেমিফাইনালে খেললেন ৩২ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস।

রবিবার ফাইনাল

সুপার সানডেতে মেগা ফাইনাল। রবিবার কমনওয়েলথ গেমস টি-২০ টুর্নামেন্টের ফাইনাল খেলবে ভারত। ক্রিকেটে সোনার পদকের প্রত্যাশা দেশবাসীর।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Aug 2022 06:42 PM (IST)

    ফাইনালে ভারত

    রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে কমনওয়েলথ গেমস টি-২০ টুর্নামেন্টের ফাইনালে দেশের মহিলা ক্রিকেট টিম।

  • 06 Aug 2022 06:37 PM (IST)

    ফিরলেন সিভার

    ব্যক্তিগত ৪১ রানে রান আউট হয়ে ফিরলেন নাতালি সিভার। শেষ ওভারে জয়ের জন্য ৬ বলে ১৪ রান প্রয়োজন ইংল্যান্ডের।


  • 06 Aug 2022 06:27 PM (IST)

    ইংল্যান্ডের চতুর্থ উইকেট

    ৩১ রান করে রান আউট হয়ে ফিরলেন অ্যামি জোনস। জিততে ১৫ বলে ২৮ রান প্রয়োজন।

  • 06 Aug 2022 06:10 PM (IST)

    একশো পেরলো ইংল্যান্ডের

    তিন অঙ্কের ঘরে পৌঁছে গেল ইংল্যান্ডের রান। ক্রিজে নাতালি স্কিভার ও অ্যামি জোনস। ১৩ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১০৩ রান ইংল্যান্ডের। জয়ের জন্য ৪২ বলে ৬১ রান প্রয়োজন।

  • 06 Aug 2022 05:57 PM (IST)

    ড্যানিয়েলকে ফেরালেন রানা

    ওপেনার ড্যানিয়েল ওয়্যাটকে বোল্ড আউট করলেন স্নেহ রানা। ৩৭ বলে ২৫ রান। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোর ৮৬। ফাইনালের টিকিট পাকা করতে ৬০ বলে ৭৯ রান প্রয়োজন।

  • 06 Aug 2022 05:49 PM (IST)

    ইংল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা

    রান আউট হয়ে ফিরলেন অ্যালিস ক্যাপসি (১৩)। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭২।

  • 06 Aug 2022 05:30 PM (IST)

    প্রথম উইকেট ভারতের

    ওপেনার সোফি ডাঙ্কলি ফিরলেন দীপ্তি শর্মার বলে। ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। ১০ বলে ১৯ রান। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান ইংল্যান্ডের।

  • 06 Aug 2022 05:17 PM (IST)

    আক্রমণাত্মক শুরু ইংল্যান্ডের

    রান তাড়া করতে নামলেন সোফি ডাঙ্কলি এবং ড্যানিয়েল ওয়্যাট। আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছেন দুই ওপেনার।

  • 06 Aug 2022 04:58 PM (IST)

    ১৬৪ রানে থামল ভারত

    নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলল ভারত। কমনওয়েলথ গেমসের ফাইনালে যেতে হলে ইংল্যান্ডের মেয়েদের দ্রুত গুটিয়ে ফেলতে হবে।

  • 06 Aug 2022 04:56 PM (IST)

    আউট দীপ্তি

    শেষ ওভারের চতুর্থ বলে ফিরলেন দীপ্তি শর্মা। উইকেট নিলেন ক্যাথরিন ব্রান্ট। ২০ বলে ২২ রান। দুটো চার।

  • 06 Aug 2022 04:38 PM (IST)

    ১৬ ওভার খেলা শেষ

    রানের গতি যেন থমকে গিয়েছে। টুকটুক করে এগোচ্ছেন জেমিমা রড্রিগেজ ও দীপ্তি শর্মা। ১৬ ওভার শেষ ৩ উইকেট হারিয়ে স্কোর ১২৭।

  • 06 Aug 2022 04:31 PM (IST)

    ফিরলেন ক্যাপ্টেন

    ১৩তম ওভারের দ্বিতীয় বলে ফিরলেন হরমনপ্রীত কৌর। ২টি চার, ১টি ছয়ের সাহায্যে ২০ বলে ২০ রান। ১৪ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়িয়ে ১১৪/৩।

  • 06 Aug 2022 04:20 PM (IST)

    ১২ ওভার খেলা শেষ

    ১২ ওভার শেষে ভারতের খাতায় যোগ হয়েছে ৯২ রান। স্মৃতি ও শেফালি- দুই ওপেনারকে খুইয়েছে ভারত।

  • 06 Aug 2022 04:05 PM (IST)

    ফিরলেন স্মৃতিও

    জুটি ভাঙতেই, ফিরলেন স্মৃতি মান্ধানাও। ৩২ বলে ৬১ রানের ইনিংস। তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন।

  • 06 Aug 2022 04:02 PM (IST)

    প্রথম ধাক্কা

    ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দলীয় ৭৬ রানে। ফ্রেয়া কেম্পের বোলিংয়ে বড় শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ। ফিরলেন শেফালি।

  • 06 Aug 2022 03:55 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    • প্রথম পাওয়ার প্লে তে বিনা উইকেটে ৬৪ রান ভারতের।
    • অর্ধশতরান পেরিয়েছেন স্মৃতি মান্ধানা।
  • 06 Aug 2022 03:52 PM (IST)

    অর্ধশতরান

    মাত্র ২৩ বলে অর্ধশতরানে স্মৃতি মান্ধানা। কমনওয়েলথ গেমসে দ্রুততম।

  • 06 Aug 2022 03:50 PM (IST)

    ৫০ রানের পার্টনারশিপ

    মাত্র ২৭ বলে ৫০ রানের পার্টনারশিপ। এর মধ্যে স্মৃতির অবদান ৪৫।

  • 06 Aug 2022 03:47 PM (IST)

    পাওয়ারফুল স্মৃতি

    এখনও অবধি ২০০-র কাছাকাছি স্ট্রাইকরেটে ব্যাট করছেন স্মৃতি মান্ধানা।

  • 06 Aug 2022 03:42 PM (IST)

    বুদ্ধিদীপ্ত শুরু

    কোনও তাড়াহুড়ো নয়। বুদ্ধিদীপ্ত ব্যাটিং ভারতের ওপেনিং জুটির। গ্যাপ দেখে দারুণ প্লেসমেন্ট। ৩ ওভারে বিনা উইকেটে ২৮।

  • 06 Aug 2022 03:29 PM (IST)

    প্রস্তুত শেফালি-স্মৃতি

    প্রস্তুত ভারতের ওপেনিং জুটি। বড় রানের ভিত গড়ার দায়িত্ব।

  • 06 Aug 2022 03:07 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত : শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগজ, হরমনপ্রীত কৌর, পূজা বস্ত্রকার, তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা, রাধা যাদব, মেঘনা সিং, স্নেহ রানা, রেনুকা সিং ঠাকুর

     

    ড্যানি ওয়্যাট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, নাতালি সিবার, অ্যামি জোন্স, মাইয়া বাউশিয়ের, ক্যাথরিন ব্রান্ট, সোফি এক্লেস্টোন, ফ্রেয়া কেম্প, ইসি ওং, সারা গ্লেন।

     

    দুই দলই অপরিবর্তিত একাদশ নামিয়েছে।

  • 06 Aug 2022 03:01 PM (IST)

    টস আপডেট

    হরমনপ্রীত টসে জিতে ব্যাটিং। এটা হাইব্রিড পিচ নয়। সে কারণেই প্রথমে ব্যাট করে বড় রান তোলাই লক্ষ্য। পরের দিকে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারেন।

  • 06 Aug 2022 02:56 PM (IST)

    শেষ মুহূর্তের প্রস্তুতি

    কিছক্ষণের মধ্যেই ভারত-ইংল্যান্ড প্রথম সেমিফাইনালের টস। তার আগে ওয়ার্ম আপে টিম ইন্ডিয়া।