CWG 2022: কামব্যাক কিং সৌরভের ঢংয়ে বিলেতে জার্সি উড়িয়ে সোনার সেলিব্রেশন কার?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 08, 2022 | 8:44 PM

ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালেও তো মহম্মদ কাইফ-যুবরাজ সিংদের হাত ধরে এ ভাবে দুরন্ত কামব্যাক করেছিল ভারত। মঞ্চটাই শুধু আলাদা। লক্ষ্যর জার্সি ওড়ানোর ছবি ২০ বছর আগে লর্ডসের ব্যালকনিতে ফিরিয়ে নিয়ে গেল তামাম দেশবাসীকে।

CWG 2022: কামব্যাক কিং সৌরভের ঢংয়ে বিলেতে জার্সি উড়িয়ে সোনার সেলিব্রেশন কার?
সৌরভকে নকল লক্ষ্যর! ছবি: টুইটার

Follow Us

বার্মিংহ্যাম: ২০ বছর আগে ইংল্যান্ডের মাটিতে ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যে দৃশ্য অমলিন হয়ে থাকবে। ইংরেজদের দম্ভ উড়িয়ে দিয়ে সৌরভের ওই জার্সি ওড়ানোর ছবি আজও দেশবাসীর অনুপ্রেরণা। ২০ বছর পর আবার বিলেতের মাটিতে জার্সি ওড়ালেন আর এক ভারতীয়। বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর কোর্টেই জার্সি খুলে সেলিব্রেশন লক্ষ্য সেনের (Lakshya Sen)। সোনা জয়ের পর ওই জার্সি ছুড়ে দিলেন দর্শকদের দিকে। মালয়েশিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে দুরন্ত কামব্যাক। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালেও তো মহম্মদ কাইফ-যুবরাজ সিংদের হাত ধরে এ ভাবে দুরন্ত কামব্যাক করেছিল ভারত। মঞ্চটাই শুধু আলাদা। লক্ষ্যর জার্সি ওড়ানোর ছবি ২০ বছর আগে লর্ডসের ব্যালকনিতে ফিরিয়ে নিয়ে গেল তামাম দেশবাসীকে।

 

সোনা জেতার পর উচ্ছ্বাসে ভেসে যান লক্ষ্য। ২০ বছরের শাটলারের অনবদ্য পারফরমেন্স দেখার পর বিহ্বল বার্মিংহ্যামে উপস্থিত জনতাও। প্রথম গেমে মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে ২ পয়েন্টের জন্য হারতে হয়। ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দ্বিতীয় গেমকেই বেছে নেন। আর প্রথম থেকেই দাপট দেখাতে থাকেন লক্ষ্য। কখনও স্ম্যাশ, কখনও নিখুঁত প্লেসিংয়ে মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীকে নাজেহাল করে তোলেন। ২১-৯ ছিনিয়ে নেন দ্বিতীয় গেমস। তৃতীয় গেমেও বজায় রাখেন দাপট। ২১-১৬ জিতে নেন তৃতীয় গেমস। কমনওয়েলথে ইতিহাস তৈরি করেন লক্ষ্য।

 

 

 

জার্সি ওড়ানোর রহস্য কী? লাজুক হাসিতে লক্ষ্য বললেন, ‘ওই মুহূর্তে আবেগকে ধরে রাখতে পারিনি। সোনা জয়ের আনন্দেই জার্সি খুলে সেলিব্রেট করি। আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না।’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর দৃশ্য থেকেই কি অনুপ্রাণিত হয়েছেন লক্ষ্য? ভারতীয় শাটলারের জবাব, ‘না, সৌরভের জার্সি ওড়ানোর দৃশ্য এখনও দেখিনি। দেখার ইচ্ছে আছে। তবে অনেকের কাছেই এটা শুনেছি।’

Next Article