বার্মিংহ্যাম: চমকের পর চমক। চলতি কমনওয়েলথ গেমসে দেশের অ্যাথলিটরা চমকে দিচ্ছেন। এই তালিকার সাম্প্রতিক সংযোজন সুধীর (Sudhir)। হরিয়ানার সোনিপতের ছেলে সুধীর বৃহস্পতিবার মধ্যরাতে প্যারা পাওয়ারলিফটিংয়ে (Para-Powerlifting) গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন। কমনওয়েলথে (Commonwealth Games 2022) বৃহস্পতিবার দিনটা সুধীরের সোনালি ইতিহাস দিয়েই শেষ হয়েছে। দশটি পদক নিয়ে এবারের কমনওয়েলথ গেমস শেষ করেছেন দেশের ভারোত্তোলন দল। তার মধ্যে তিনটি সোনার পদক। এবার প্যারা পাওয়ারলিফটিংয়েও স্বর্ণপদক এল। এই ইভেন্টে দেশকে ঐতিহাসিক প্রথম পদক এনে দিলেন সুধীর। শারীরিক প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে তাঁর এই সাফল্যে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।
প্যারা পাওয়ারলিফটিংয়ে পয়েন্টের হিসেবে জেতা-হারা নির্ধারিত হয়। মোট তিনবার সুযোগ মেলে। ভার তোলা, শরীরের ওজন এবং টেকনিক অনুসারে পয়েন্ট দেওয়া হয়। শরীরের ওজনের থেকে ভার বেশি হলে সেক্ষেত্রে পয়েন্ট বেশি পাওয়া যায়। ৮৭.৩০ কেজির সুধীর প্রথম প্রয়াসে ২০৮ কিলো ওজন তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ২১২ কিলো। এরইসঙ্গে গেমসে নয়া রেকর্ড গড়েন তিনি। তবে তৃতীয় প্রচেষ্টায় ২১৭ কিলো ওজন তুলতে পারেননি তিনি। ১৩৪.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সোনা জিতে নেন ২৭ বছরের সুধীর ।
সুধীরের সাফল্য
প্যারা পাওয়ারলিফটার অর্থাৎ শারীরিক সমস্যাকে জয় করে সাফল্য। কৃষক পরিবারের ছেলে সুধীরের সংগ্রাম শুরু হয়েছিল সেই ৪ বছর বয়স থেকে। একদিন কেঁপে জ্বর এল। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে জানা গেল, সুধীর পোলিও আক্রান্ত। হাঁটাচলা বন্ধ হয়ে যায় তখন থেকেই। ছোট থেকেই খেলাধুলোর প্রতি তীব্র ভালোবাসা। তাই প্রতিবন্ধকতাকে মাথায় উঠতে না দিয়ে সেই ভালোবাসকেই আঁকড়ে ধরেছিলেন। হয়তো বাঁচার তাগিদেই। বড়সড় চেহারার সুধীরের ভারোত্তোলনের দিকে ঝোঁক ছিল। এ দিকেই মনোনিবেশ করবেন বলে ঠিক করেন। ২০১৩ সালে শুরু ভারোত্তোলনে সুধীরের কেরিয়ার। ২০১৬ সালে প্রথম জাতীয়স্তরের প্রতিযোগিতায় সোনা জেতেন। আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে ২০১৮ সালে। জাকার্তা প্যারা এশিয়ান গেমসে অভিষেকেই ব্রোঞ্জ পদক জিতে নেন। কেরিয়ারের ওই গুরুত্বপূর্ণ দিনেই বাবাকে হারান সুধীর। আনন্দের দিনেও চোখের জলে ভেসে গিয়েছিলেিন সুধীর। মনে হয়েছিল থমকে গিয়েছে সব কিছু। চোখের জল মুছে ফের উঠে পড়েন। তাঁর স্বপ্ন যে অনেক দূর বিস্তৃত। তাঁর এই মনের জোরকেই আজ সারা দেশ কুর্নিশ করছে।
‘স্ট্রং ম্যান অব ইন্ডিয়া’। অ্যাথলেটিক মহলে এই নামে ডাকা হয় সুধীরকে। ২০১৮ সালে ১৭তম সিনিয়র এবং ১২তম জুনিয়র জাতীয় প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ জেতার পর এই তকমা পান তিনি।