CWG 2022 : বার্মিংহ্যামে কুস্তিগিরদের ‘দাদাগিরি’, সোনার পদক এবার রবি’র ঝুলিতে

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 06, 2022 | 10:29 PM

Commonwealth Games 2022: অলিম্পিকে রুপোর পদকের পর কমনওয়েলথে সোনা। রবি কুমার দাহিয়াকে থামানো যাচ্ছে না।

CWG 2022 : বার্মিংহ্যামে কুস্তিগিরদের দাদাগিরি, সোনার পদক এবার রবির ঝুলিতে
রবির ঝলক
Image Credit source: Twitter

Follow Us

বার্মিংহ্যাম: ভারতীয় কুস্তিতে রবি’র উদয় হয়েছিল গতবছরই। টোকিও অলিম্পিকের মঞ্চে একটুর জন্য হতছাড়া হয় সোনার পদক। জেতার তাগিদে হাতে মরণ কামড় বসিয়ে দিয়েছিল প্রতিপক্ষ। যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলেন। অলিম্পিক পদক গলায় নিয়েও নির্লিপ্ত ও কঠিন চোয়াল বলে দিচ্ছিল, এ পথে এখনও তাঁর অনেকটা পথ চলা বাকি। খেলাধুলোয় দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান একুশে। সেই রবি কুমার দাহিয়া (Ravi Dahiya) ফের শিরোনামে। এবার কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) মঞ্চে। অলিম্পিকে রুপোর পদকে শেষ করতে হলেও বার্মিংহ্যামে সোনার পদকে শেষ করলেন। হরিয়ানার ২৪ বছরের রবির এটা প্রথম কমনওয়েলথ গেমস। অভিষেকেই সোনার ঝলক। এক তরফা ম্যাচে নাইজেরিয়ার ওয়েলসনকে ১০-০ ব্যবধানে হারালেন। কুস্তিতে ভারতের এটি চতুর্থ সোনা (Gold Medal)

তিনবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী, অলিম্পিকে রুপো পদকের মালিক রবি কুমার দাহিয়া এদিন নাইজেরিয়ারের প্রতিপক্ষকে হারালেন টেকনিক্যাল দক্ষতার উপর ভিত্তি করে। ভারতের কুস্তিগির খুব ভালোমতো জানতেন তাঁর প্রতিপক্ষের পায়ের কাছে দুর্বলতা রয়েছে। তাই বাউটের সময় বারবার নাইজেরিয়ান কুস্তিগিরের পা ধরার চেষ্টা করলেন। প্রতিপক্ষ অ্যাটাকে চেষ্টা করলেও রবির কৌশলের কাছে বেশি ট্যাঁ ফুঁ করতে পারেননি। একটা সময় প্রতিপক্ষের পা ধরে তাঁকে রোল করে স্কোর ৮-০ করে ফেলেন। সেখান থেকে তাঁকে হারানোর সাধ্যি কার।

রবির কারনামা

  • ২০২০ টোকিও অলিম্পিকে রুপোর মেডেল
  • ২০১৯ সালে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল
  • তিনবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী (২০২০, ২০২১, ২০২২)
  • বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপো – ২০১৫ সাল
  • ২০১৮ সালে বুখারেস্ট অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক
Next Article